Maruf Hossain

Maruf Hossain Do something for humanity.

ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গর...
10/05/2024

ধার্মিক এক যুবক দ্বীনদার এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বাবা প্রস্তাব মেনে নেন নি; কারণ ছেলেটা ছিল গরীব।

কিছুদিন পরে আরেকজন যুবক বিয়ের প্রস্তাব দেয়। যদিও সে ধনী ছিল, কিন্তু তার পাপের কথা লোকদের অজানা ছিল না। অথচ মেয়ের বাবা প্রস্তাবটি সাথে সাথে মেনে নেন।

মেয়ে বিয়েতে অমত পোষণ করলে বাবা তাকে বার বার বোঝাতে লাগলেন। বললেন, “দেখ, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন।”

🔴 একথা শুনে মেয়েটি বলল, “যিনি হেদায়েত দানের মালিক, তিনি কি রিযিক দানের মালিক নন?”

[শায়খ আল মুনাজ্জিদ (হাফি.) থেকে, Daily Fawaid থেকে সংগৃহীত এবং অনূদিত]

মা-বাবা কেনো মনে করে ছেলে এখনো বিয়ের উপযুক্ত না?🤔এটার অন্যতম কারণ হলো আমরা পারিবারিক জীবনে ম্যাচুরিটি প্রকাশ করি না। আমর...
10/05/2024

মা-বাবা কেনো মনে করে ছেলে এখনো বিয়ের উপযুক্ত না?🤔

এটার অন্যতম কারণ হলো আমরা পারিবারিক জীবনে ম্যাচুরিটি প্রকাশ করি না। আমরা 'খোকা' হিসেবে আদর-যত্ন পেতে চাই।

একজন ছেলে হয়তো ক্লাস ক্যাপ্টেন, ক্রিকেট টিমের ক্যাপ্টেন, বাইরের সবকিছুই খুব ভালোভাবে ম্যানেজ করে। কিন্তু, ঘরে আসলে সে আর কিছুই পারে না।

খাবার সময় তাকে বারবার ডাকতে হয়, ঘুম থেকে উঠার পর সে মশারি গুছায় না, বাসায় শর্টস পরে থাকে, মোবাইলে গেইম খেলে, খেলা দেখার পেছনে সময় নষ্ট করে, সুযোগ পেলেই বন্ধুদের সাথে অযথা ঘুরতে যায়।

আপনি যতো এসব কাজ করবেন, আপনার মা-বাবা আপনাকে ততো 'খোকাবাবু' মনে করবে।

একটি বিষয় সবসময় মনে রাখবেন-

🔴 বেশিরভাগ মা চায় না আপনার অপরিপাটি জীবন, অগুছালো জীবন আপনার স্ত্রী এসে গুছিয়ে দেবে।

🔴 আপনি যতো যাই বলেন না কেনো, আপনার মা চায় না আপনার স্ত্রী এসেই আপনাকে শেখানো শুরু করুক, আপনাকে কন্ট্রোল করা শুরু করুক।

মায়ের মধ্যে এমন ইনসিকিউরিটি গড়ে ওঠার পেছনে মূল দায়ী যে আপনি, সেটা আপনি উপলব্ধিই করতে পারেন না; উল্টো মা-বাবাকে দোষারোপ করেন যে, তারা আপনার বিয়ের ব্যবস্থা করছে না!
ডা: শামসুল আরেফিন

Address

Dhaka
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share