Doctor Sabrina misti

Doctor Sabrina misti আমি সব হারিয়ে ফেলেছি,কিন্তু এখনও হেরে যাইনি।।।।
for contact and sponsor

[email protected]
(6)

ভা—-তা….রকারাগার থেকে বের হবার পর দুমাস একটা ঘোরের মধ্যে ছিলাম- এরপরই ফেসবুক খোলার জন‍্য পরান আনচান করে উঠলো! আগের আইডির...
18/06/2025

ভা—-তা….র
কারাগার থেকে বের হবার পর দুমাস একটা ঘোরের মধ্যে ছিলাম- এরপরই ফেসবুক খোলার জন‍্য পরান আনচান করে উঠলো! আগের আইডির পাসওয়ার্ড, মেইল সব ভুলে গেছি- নতুন করেই আইডি বানালাম! একটা লেখা বা ছবি পোস্ট করলে আট দশটা লাইক! বুকের মধ্যে হু হু করে ! আমার প্রায় দুশো ফেক আই ডি আছে! এটাকেও বেশিরভাগ মানুষ ফেক ভাবছে !
কেউ কেউ মেসেঞ্জারে নক দেয় -আপনি কি আসলেই সাবরিনা! আমি তখন নিজের অস্তিত্ব জানান দিতে মরিয়া! উত্তর দেই - হ‍্যা হ‍্যা- আমিই …!
তিন বছরে যাঁদের সামান্যতম করুনাও আমার প্রতি জাগ্রত হয়নি এখন তাদের ভালবাসা যেন চুলার জ্বালে বসানো বলক ওঠা দুধের মতো উথলে উঠতে লাগলো! পোস্টে কমেন্ট দিতে তাদের সংকোচ-মেসেঞ্জারে অষ্ট প্রহর ঠক ঠক !
পাবলিক ফিগার যদি অসহায় নারী হয় তবে তার ফিগারটাই পাবলিকের হয় !
এক ভদ্রলোক যথেষ্ট সহানুভূতিশীল, মার্জিত- কথাবার্তায় চোসত! দু তিনদিন মেসেজ চালাচালি করে মনে হলো- পৃথিবীতে এমন নীতিবান ভালো মানুষও আছে!
কৃতজ্ঞতার বশে ফেসবুকে একদিন তার আপলোড করা ছবিতে লাইক দিলাম! সে পরদিন মেসেঞ্জারে এসে বললো, শোনো সাবরিনা- তুমি মেসেনজারে কথা বলো- পোস্টে লাইক দিও না ! আমার বউ চিল্লাচিললি করে ! সে একটু সাইকো… ইত‍্যাদি!
মনে মনে বললাম, ব‍্যাডা, গোলামের পুত -তোর বউ সাইকো না - তুই ই সাইকো!
ডিভোর্স হওয়া নারী যদি সাজগোজ করে নেচে গেয়ে ছবি দেয় তখন সমাজ ধরেই নেয় সে প্রেম করার জন‍্য ব‍্যাকুল! সে পুরুষ সংগের জন্য উতলা ! তার একাকিত্ব তাকে পীড়া না দিলেও অন‍্যরা এতে প‍্যরা নেয় ! তার একাকিত্বের সামাজিক সৎকার করার জন‍্য মোড়লরা মুখিয়ে থাকে ! ভাত দেয়ার মুরোদ যাদের নেই তারাও ভা-তা-র হতে চায় !
এমতাবস্থায় কায়েস আহমেদ সেলিম সাহেব মেসেঞ্জারে যোগাযোগ করেন- উনি বুদ্ধিমান! রূপের প্রশংসা করেন নি - লেখার ভূয়সী প্রশংসা করেছিলেন! তারপরও, মিথ‍্যা বলবো না- প্রাথমিক পর্যায়ে তাকে খানিকটা সুযোগসন্ধানী মনে হয়েছিলো!
সাফ জানিয়ে দিয়েছিলাম প্রেমে পরার বয়স নেই, প্রেম করার পরিস্থিতি নেই! দায় ভাবলে কেটে পরেন - দায়িত্ব নিতে চাইলে বিয়ে করেন! দুজনের কেউই জানতাম না - সেদিনই আমাদের বিয়ে !

এই বয়সে ভালবাসা মানে ভালো রাখা, প্রেম মানে কর্তব্যবোধ, ভা-তা-র মানে ভাত আর সামাজিক নিরাপত্তা দেয়ার বলিষ্ঠতা !!! আজ এক বছর এক মাস পর বলি, আলহামদুলিল্লাহ- আমি কৃতজ্ঞ!

14/06/2025

চকচকে করুন মূল্যবান গহনা
ঝকঝকে করুন অমূল্য সম্পর্ক!

09/06/2025

ঈদের তৃতীয় দিন বার বাড়িতে।

Address

Tejkunipara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Sabrina misti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share