Digital marketing by Fahad

Digital marketing by Fahad With a solid background in SEO and digital marketing management.

I'm Fahad, a seasoned digital marketing professional with a passion for leveraging cutting-edge strategies to propel businesses to new heights in the online realm. 🌟 About Me:
I'm Fahad, a seasoned digital marketing professional with a passion for leveraging cutting-edge strategies to propel businesses to new heights in the online realm. With a solid background in SEO and digital marketing managem

ent, I thrive on delivering measurable results and driving impactful campaigns that resonate with target audiences.

🔑 Key Skills:
Lead Generation
Youtube video SEO
Facebook Ads
Search Engine Optimization (SEO)
Digital Marketing Strategy
Social Media Management
Pay-Per-Click (PPC) Advertising
Content Marketing
Website Analytics & Optimization
Email Marketing
Online Reputation Management
🌐 Let's Connect:
If you're seeking a dedicated digital marketing professional with a proven track record of success, let's connect! I'm always eager to explore new opportunities, collaborate on exciting projects, and help businesses thrive in the digital age.

09/11/2024





24/09/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Fahad Hossain, Nasima Akter Kakon, Ahmod Seo
23/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Fahad Hossain, Nasima Akter Kakon, Ahmod Seo

21/09/2024

ফেসবুক বুস্টিংকে না বলি❌, অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন রান করি।✅
♻আপনারা যারা ফেসবুক এ বুস্ট করেন বা বুস্ট সার্ভিস নিয়ে থাকেন তাদের প্রথমত বলব এই বুস্টিং অথবা Boost কথা টা থেকে বের হয়ে অ্যাড ক্যাম্পেইন ( Ad Campaign ) কথাটার মধ্যে ঢুকতে পারলে ব্যবসায় অনেক বেশি উন্নতি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন । বড় বড় কোম্পানীগুলো এই অ্যাড ক্যাম্পেইন সার্ভিসই নিচ্ছে । 🏆
♻ আসুন জেনে নেই বুস্ট মুলত কি❓
⚠️ বুস্ট হচ্ছে ফেসবুক এর একদম সহজ একটা বিষয়। যারা আসলে নিজের পোস্ট নিজেই প্রোমোট করতে চায়, ফেসবুক তাদের জন্য জাস্ট একটা বাটন দিয়েছে। হ্যাঁ আমরা এটাকে একটা বাটন বলব। কারন বুস্ট লেখাতে ক্লিক করার পর বেশি কিছু করা লাগে না। একটা যেমন তেমন Buyer Persona সেট করে মাত্র ৩ টা Objective এর মধ্য থেকে একটা objective সিলেক্ট করে একটা বাজেট দিয়ে পাবলিশ করলেই বুস্ট কমপ্লিট। 📉
⌛️এতে না আছে কোনো Narrow Audience Setup এর সুযোগ, না আছে Budget Optimization এর সুযোগ। ঠিকমতো Sales Funnel Plan করাও যায় না। তারপর Buyer Persona কে কাজে লাগিয়ে Custom Audience Create করা Custom Audience থেকে Lookalike Audience বানানো এসব কোনো কিছুই বুস্ট এ সম্ভব না। তারপর Warm Audience কে রিটার্গেট করার কোনো সুযোগ নাই। আমরা না পারব Hot Customers মানে যারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করেছে তাদেরকে টার্গেট করে বিভিন্ন অফার পাঠাতে। অথবা নতুন প্রোডাক্ট এর অ্যাড তাদের কাছে পাঠাতে । 💤
☑️ কিন্তু এই সবগুলো কাজ আমরা Ads Campaign এ করতে পারবো। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের এডভান্স লেভেল এর মার্কেটিং। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ও বিজনেস ম্যানেজ করার জন্য ফেসবুক আলাদা একটা সাইট পর্যন্ত বানিয়েছে। আপনারা business.facebook.com এ গেলে দেখতে পাবেন (শুধু পিসি ভিউ )। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি অডিয়েন্স এর ডিটেইলস সহ অডিয়েন্স narrow করে অথবা extent করে আরও নিখুঁত ভাবে টার্গেট করতে পারবেন। এতে সঠিক কাস্টমারদের কাছে অ্যাড পৌঁছায় । এরকম আরো অনেক বেশি সুবিধা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এ আছে যা বলতে গেলে একটা বই লিখতে হবে।📈
♻ তাই বলবো কেউ আর বুস্টের পিছনে না ঘুরে Ads Campaign এর দিকে ফোকাস করেন আপনার Audience কে আপনার হাতের মুঠোতে রাখতে পারবেন। সেল এর জন্য এখানে সেখানে দৌড়ানো লাগবে না। 🆗
🎯 আমাদের থেকে কেনো সার্ভিস নিবেন❓
➤ আমরা আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অডিয়েন্স সেট আপ হবে,
তাই সেল বাড়বে।
➤ টার্গেট লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
➤ টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➤ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➤ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
➤ বিজ্ঞাপন চলাকালীন ও শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
➤ ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট ।
➤ 1+ বছর লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা ।
🔷 বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপেঃ ☎️ 01868451022☎️
🤝 ধন্যবাদ 🤝



YouTube ভিউ বাড়ানোর জন্য গুগল অ্যাডস: কীভাবে কাজ করে? 🎯📺YouTube ভিউ বাড়ানোর জন্য গুগল অ্যাডস একটি অত্যন্ত কার্যকর পদ্ধ...
16/09/2024

YouTube ভিউ বাড়ানোর জন্য গুগল অ্যাডস: কীভাবে কাজ করে? 🎯📺
YouTube ভিউ বাড়ানোর জন্য গুগল অ্যাডস একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। এটি YouTube Ads বা Google Video Ads নামে পরিচিত, যা গুগলের অ্যাড প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। 🎥👇
কিভাবে YouTube ভিউ অ্যাডস কাজ করে?
TrueView Ads: এই ফরম্যাটটি হলো সবচেয়ে জনপ্রিয়, যেখানে আপনার ভিডিও শুরুতে বা মাঝে প্রদর্শিত হয় এবং ৫ সেকেন্ড পরে স্কিপ করার অপশন থাকে। আপনি শুধুমাত্র তখনই টাকা খরচ করবেন, যখন কেউ আপনার ভিডিও ৩০ সেকেন্ডের বেশি দেখবে অথবা ভিডিওতে কোন একটি অ্যাকশন নেবে (যেমন ক্লিক করা)। 👀📈
In-Stream Ads: আপনার ভিডিও অন্য ভিডিওর শুরুতে, মাঝে বা শেষে প্রদর্শিত হয় এবং এটা স্কিপ করা যায় না। এটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিউ বাড়ানোর জন্য খুবই কার্যকরী। 🎥✨
Discovery Ads: এই ধরনের বিজ্ঞাপন YouTube সার্চ রেজাল্টে, রিলেটেড ভিডিওর পাশে বা YouTube হোমপেজে প্রদর্শিত হয়। এটি আপনার কন্টেন্টকে সঠিক দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করে। 🔍📲
YouTube অ্যাডের সুবিধা কী? 💡
সঠিক দর্শকদের টার্গেটিং: গুগল অ্যাডসের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপন নির্দিষ্ট বয়স, লোকেশন, আগ্রহ এবং অন্যান্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে টার্গেট করতে পারবেন। 🎯
কাস্টমাইজড বাজেট: আপনি আপনার বিজ্ঞাপনের বাজেট সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন কিভাবে চলবে তা ঠিক করতে পারবেন। 💰💼
রিপোর্টিং এবং অ্যানালাইসিস: গুগল অ্যাডস আপনাকে আপনার বিজ্ঞাপনের পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রদান করে, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন কৌশলটি ভালো কাজ করছে। 📊📈
কেন YouTube ভিডিও ভিউ বাড়ানো গুরুত্বপূর্ণ? 🌟
YouTube হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন এবং ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার ব্র্যান্ড বা পণ্যকে প্রচারের জন্য এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম। ভিডিওর মাধ্যমে আপনার মেসেজ আরও স্পষ্টভাবে এবং দ্রুত পৌঁছে দিতে পারবেন, যা কাস্টমারদের আস্থা তৈরি করতে সাহায্য করে। 🎥🤝
YouTube অ্যাডের মাধ্যমে আপনি দ্রুত এবং সঠিকভাবে আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারবেন, যা আপনার ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে! 💪🚀
আজই YouTube ভিউ অ্যাড শুরু করুন এবং আপনার ভিডিও কন্টেন্টকে বিশ্বব্যাপী পৌঁছে দিন! 🌍📺

পেশাদার ফেসবুক পেজ তৈরি এবং অপ্টিমাইজেশানের মাধ্যমে আপনার ব্যবসাকে বুস্ট করুন!একটি পেশাদার এবং আকর্ষক ফেসবুক পেজ প্রয়োজ...
13/09/2024

পেশাদার ফেসবুক পেজ তৈরি এবং অপ্টিমাইজেশানের মাধ্যমে আপনার ব্যবসাকে বুস্ট করুন!

একটি পেশাদার এবং আকর্ষক ফেসবুক পেজ প্রয়োজন? আমরা আপনাকে একটি ব্যবসায়িক পৃষ্ঠা তৈরি এবং অপ্টিমাইজ করতে সাহায্য করার জন্য একটি সম্পূর্ণ পরিষেবা অফার করি যা দাঁড়িয়েছে! আমাদের সেবা অন্তর্ভুক্ত:

✅ কাস্টম ফেসবুক পেজ সেটআপ
✅ প্রফেশনাল লোগো ডিজাইন
✅ চোখ ধাঁধানো ব্যানার তৈরি
✅ সম্পূর্ণ বিজনেস পেজ অপ্টিমাইজেশান
✅ কল-টু-অ্যাকশন বোতাম ইন্টিগ্রেশন
✅ ক্রস-প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া সেটআপ (ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার)

একটি সম্পূর্ণ অপ্টিমাইজড Facebook উপস্থিতি দিয়ে আপনার ব্যবসাকে অনলাইনে উজ্জ্বল করুন৷ আপনি যখন আপনার ব্র্যান্ড বাড়ানোর দিকে মনোনিবেশ করেন তখন আমাদের সেটআপ পরিচালনা করতে দিন!

ফেসবুক বুস্টিংকে না বলি❌, অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন রান করি।✅♻আপনারা যারা ফেসবুক এ বুস্ট করেন বা বুস্ট সার্ভ...
08/09/2024

ফেসবুক বুস্টিংকে না বলি❌, অ্যাড ম্যানেজার থেকে অ্যাড ক্যাম্পেইন রান করি।✅

♻আপনারা যারা ফেসবুক এ বুস্ট করেন বা বুস্ট সার্ভিস নিয়ে থাকেন তাদের প্রথমত বলব এই বুস্টিং অথবা Boost কথা টা থেকে বের হয়ে অ্যাড ক্যাম্পেইন ( Ad Campaign ) কথাটার মধ্যে ঢুকতে পারলে ব্যবসায় অনেক বেশি উন্নতি করতে পারবেন এবং লাভবান হতে পারবেন । বড় বড় কোম্পানীগুলো এই অ্যাড ক্যাম্পেইন সার্ভিসই নিচ্ছে । 🏆

♻ আসুন জেনে নেই বুস্ট মুলত কি❓

⚠️ বুস্ট হচ্ছে ফেসবুক এর একদম সহজ একটা বিষয়। যারা আসলে নিজের পোস্ট নিজেই প্রোমোট করতে চায়, ফেসবুক তাদের জন্য জাস্ট একটা বাটন দিয়েছে। হ্যাঁ আমরা এটাকে একটা বাটন বলব। কারন বুস্ট লেখাতে ক্লিক করার পর বেশি কিছু করা লাগে না। একটা যেমন তেমন Buyer Persona সেট করে মাত্র ৩ টা Objective এর মধ্য থেকে একটা objective সিলেক্ট করে একটা বাজেট দিয়ে পাবলিশ করলেই বুস্ট কমপ্লিট। 📉

⌛️এতে না আছে কোনো Narrow Audience Setup এর সুযোগ, না আছে Budget Optimization এর সুযোগ। ঠিকমতো Sales Funnel Plan করাও যায় না। তারপর Buyer Persona কে কাজে লাগিয়ে Custom Audience Create করা Custom Audience থেকে Lookalike Audience বানানো এসব কোনো কিছুই বুস্ট এ সম্ভব না। তারপর Warm Audience কে রিটার্গেট করার কোনো সুযোগ নাই। আমরা না পারব Hot Customers মানে যারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করেছে তাদেরকে টার্গেট করে বিভিন্ন অফার পাঠাতে। অথবা নতুন প্রোডাক্ট এর অ্যাড তাদের কাছে পাঠাতে । 💤

☑️ কিন্তু এই সবগুলো কাজ আমরা Ads Campaign এ করতে পারবো। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকের এডভান্স লেভেল এর মার্কেটিং। ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন ও বিজনেস ম্যানেজ করার জন্য ফেসবুক আলাদা একটা সাইট পর্যন্ত বানিয়েছে। আপনারা business.facebook.com এ গেলে দেখতে পাবেন (শুধু পিসি ভিউ )। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনি অডিয়েন্স এর ডিটেইলস সহ অডিয়েন্স narrow করে অথবা extent করে আরও নিখুঁত ভাবে টার্গেট করতে পারবেন। এতে সঠিক কাস্টমারদের কাছে অ্যাড পৌঁছায় । এরকম আরো অনেক বেশি সুবিধা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এ আছে যা বলতে গেলে একটা বই লিখতে হবে।📈

♻ তাই বলবো কেউ আর বুস্টের পিছনে না ঘুরে Ads Campaign এর দিকে ফোকাস করেন আপনার Audience কে আপনার হাতের মুঠোতে রাখতে পারবেন। সেল এর জন্য এখানে সেখানে দৌড়ানো লাগবে না। 🆗

🎯 আমাদের থেকে কেনো সার্ভিস নিবেন❓
➤ আমরা আপনার পেইজ এর সাথে মিল রেখে ১০০% অডিয়েন্স সেট আপ হবে,
তাই সেল বাড়বে।
➤ টার্গেট লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
➤ টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➤ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➤ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।
➤ বিজ্ঞাপন চলাকালীন ও শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
➤ ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট ।
➤ 1+ বছর লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা ।

🔷 বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপেঃ ☎️ 01868451022☎️
🤝 ধন্যবাদ 🤝

2.83 dollar r ads matro.
06/09/2024

2.83 dollar r ads matro.

contact Me
03/09/2024

contact Me

★ Freelancing Websites ★- Fiverr - Legiit - Kwork - Seo Clerks - Upwork - Freelancer - People Per Hour - Guru - Truelenc...
01/09/2024

★ Freelancing Websites ★
- Fiverr
- Legiit
- Kwork
- Seo Clerks
- Upwork
- Freelancer
- People Per Hour
- Guru
- Truelencer
★ Job Websites ★
- LinkedIn
- Jooble
- Flexjobs
- SimplyHired
- Indeed
- Working Nomads
- Zip Recruiter
★ Premium & Vetted ★
- TopTal
- GrowTal
- Mayple

ফ্রিল্যান্সিং শেখার আগে যেই বিষয় গুলো আপনার জানা দরকার 🚀🎯 স্কিল ডেভেলপমেন্টঃআপনার মেইন স্কিলকে আইডেন্টিফাই করুনঃ ডিজিটাল...
28/08/2024

ফ্রিল্যান্সিং শেখার আগে যেই বিষয় গুলো আপনার জানা দরকার 🚀
🎯 স্কিল ডেভেলপমেন্টঃ
আপনার মেইন স্কিলকে আইডেন্টিফাই করুনঃ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং বা অন্য যে কোনো সার্ভিস, প্রথমে একটি স্কিল আয়ত্ত করা জরুরি।
কন্টিনিউয়াস লার্নিংঃ ফ্রিল্যান্সিংয়ে প্রতিযোগিতা বেশি, তাই ইন্ডাস্ট্রির ট্রেন্ডগুলির সাথে নিজেকে আপডেট রাখা এবং দক্ষতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ।
🎯 মার্কেট রিসার্চঃ
মার্কেটের চাহিদা বোঝাঃ Upwork, Fiverr, Freelancer-এর মতো প্ল্যাটফর্মে কোন স্কিলের চাহিদা বেশি তা জানুন। মার্কেটের চাহিদা জানলে নিস (niche)বাছাই করা সহজ হবে এবং যেটি থেকে ভালো আয় করা সম্ভব।
কম্পিটিশন এনালাইসিসঃ আপনি যেই সার্ভিস দিবেন সেই সার্ভিস অন্যান্য ফ্রিল্যান্সাররা কিভাবে দেয়, তাদের সার্ভিস চার্জ কেমন, এবং তাদের সার্ভিসের স্পেশালিটি কি তা এনালাইসিস করুন।
🎯 পোর্টফোলিও তৈরিঃ
কাজ দেখানঃ ক্লায়েন্ট পাওয়ার আগে, ডেমো প্রজেক্ট বা মক অ্যাসাইনমেন্টের মাধ্যমে এমন একটি পোর্টফোলিও তৈরি করুন যা আপনার দক্ষতা প্রদর্শন করবে।
🎯 কমিউনিকেশন স্কিলঃ
ক্লায়েন্টের সাথে ইন্টারঅ্যাকশনঃ ইফেক্টিভ কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজেক্টের বিবরণ আলোচনা করা, প্রপোজাল দেয়া এবং নেগোসিয়েশন করা শিখলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
ল্যাংগুয়েজ স্কিলঃ অনেক ক্লায়েন্ট আন্তর্জাতিক, তাই ইংরেজিতে ভালো দক্ষতা থাকা প্রয়োজন যাতে কমিউনিকেশন সহজ হয়।
🎯 ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সম্পর্কে জ্ঞানঃ
প্রোফাইল সেটআপঃ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এট্রাক্টিভ ডেস্ক্রিপশন এবং একটি প্রফেশনাল ছবি সহ একটি প্রোফাইল তৈরি করা শিখুন যেখানে আপনার সার্ভিস রিলেটেড কীওয়ার্ড থাকবে।
বিডিং টেকনিকঃ কিভাবে প্রপোজাল তৈরি করতে হয় এবং প্রজেক্টে বিড করতে হয় তা শিখতে হবে।
🎯 টাইম ম্যানেজমেন্ট এন্ড ডিসিপ্লিনঃ
সেলফ মোটিভেশনঃ ফ্রিল্যান্সিংয়ের জন্য শৃঙ্খলা দরকার। সময়ের কার্যকর ব্যবস্থাপনা এবং মোটিভেশন ধরে রাখা জরুরি।
প্রজেক্ট ম্যানেজমেন্টঃ একাধিক ক্লায়েন্ট এবং ডেডলাইন ম্যানেজ করতে হলে সুসংগঠিত দক্ষতা এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করার ক্ষমতা থাকতে হবে।
🔰 ফ্রিল্যান্সিংয়ের জন্য সেরা কাজ সিলেকশনঃ
কোন ফ্রিল্যান্সিং কাজ বেছে নেবেন, তা নির্ধারিত হয় বর্তমানে কী ধরনের কাজের চাহিদা আছে এবং ভবিষ্যতে কী ধরনের কাজের চাহিদা বাড়বে, সেই বিষয়গুলোর উপর।
✔ ডিজিটাল মার্কেটিংঃ এর মধ্যে রয়েছে SEO, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এবং পেইড অ্যাডভার্টাইজিং।
✔ ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্টঃ ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে এর চাহিদা অনেক বেশি।
✔ কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিংঃ ব্লগ, ওয়েবসাইট, বা মার্কেটিং কনটেন্টের জন্য সবসময় ভালো কন্টেন্টের প্রয়োজন।
✔ গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংঃ অনলাইনে ব্র্যান্ড প্রেজেন্স ক্রিয়েটের জন্য ভিজ্যুয়াল কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
✔ ডাটা অ্যানালাইসিস এবং AI: টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে ডাটা ড্রিভেন ফিল্ডগুলির চাহিদা অনেক দ্রুত হচ্ছে।
ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার স্কিল ও ইন্টারেস্টের সাথে মিল রেখে এমন একটি কাজ বেছে নেওয়া যার মার্কেটে চাহিদা রয়েছে।
প্রোপার প্রিপারেশন, ডেডিকেশন এবং কোয়ালিটি সম্পন্ন কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিংকে আপনার ক্যারিয়ারের নতুন উচ্চতায় নিয়ে যান।

Address

Brahmanbaria
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketing by Fahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital marketing by Fahad:

Share