Advice । উপদেশ

Advice । উপদেশ পেইজটি লাইক দিয়ে রাখুন কিছু কথা আপনার জীবকেই বদলিয়ে দিবে। Thought become things

31/10/2025
26/10/2025

অশ্লীল শব্দচয়নকে বর্তমান সময়ে ফ্যাশন মনে করা হলেও, তা আসলে কুশিক্ষা।

22/10/2025

অনেক বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানে বেতন কাঠামো তুলনামূলক ভালো হলেও অধিকাংশ দেশীয় কোম্পানিতে তা এখনও দুর্বল। এর পেছনে দেশের সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামো দায়ী। সময়ের সঙ্গে সঙ্গে এসব বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করি। প্রতি বছর মূল্যস্ফীতি সমন্বয় করে বেতন বৃদ্ধি করলে কর্মীরা কিছুটা স্বস্তি পাবে।

20/10/2025

সুতরাং, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হইও না।

____সূরাহ আল-বাকারা, আয়াত: ১৫২।

18/10/2025

আমরা সবসময় সঠিক মানুষকে ঠকাই,
আর ভুল মানুষের কাছে ঠকে আসি !!

16/10/2025

ইউনুসের আমলে HSC পাশ করছি,
যা আপার আমলে BCS পাশ করার সমান।😁

একটি ব্যাঙকে যদি পানি ভর্তি পাত্রে রেখে সেই পানিকে উত্তপ্ত করতে থাকা হয়, তাহলে ব্যাঙটি কিন্তু পানি থেকে লাফ মারে না! ব্...
16/10/2025

একটি ব্যাঙকে যদি পানি ভর্তি পাত্রে রেখে সেই পানিকে উত্তপ্ত করতে থাকা হয়, তাহলে ব্যাঙটি কিন্তু পানি থেকে লাফ মারে না! ব্যাংঙটি পানির তাপমাত্রার সাথে নিজের শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করতে শুরু করে। অর্থাৎ সে পানির উত্তাপ সহ্য করতে থাকে, লাফ দিয়ে বেরোনোর পরিবর্তে!

কিন্তু একসময় পানির প্রচন্ড তাপমাত্রার সাথে ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না। সেই সময় সে ফুটন্ত পানির পাত্র থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হায়! ব্যাঙটি তখন আর লাফ দিতে পারে না।

কেন জানেন? কারণ সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যয় করে ফেলেছে যে! এখন পানি থেকে লাফ মারার মতো কোনো শক্তিই আর অবশিষ্ট নেই তার শরীরে। ফলে সে পানিতে সেদ্ধ হয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটাকে বলে "বয়লিং ফ্রগ সিনড্রোম"।

ব্যাঙের মৃত্যুর কারণটা আসলে গরম পানি না, বিপজ্জনক পরিস্থিতির শুরুতেই প্রতিরোধ না করাটাই তার করুণ পরিণতির জন্য দায়ী।

একইভাবে, বাস্তব জীবনেও আপনাকে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেটা আপনার জন্য যন্ত্রণাদায়ক হলেও আপনি সহ্য করতে থাকেন। বাস্তবতা হলো, এসব ক্ষেত্রে খুব বেশি দেরি হয়ে যাবার আগেই প্রতিবাদ না করলে আপনার পরিণতিও হবে ওই সিদ্ধ ব্যাঙের মতোই।

13/10/2025

- সবচেয়ে সুখী মানুষ সে যে অল্পতে'ই "আলহামদুলিল্লাহ" বলে!🖤

Address

Dhaka

Telephone

+8801920622020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advice । উপদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advice । উপদেশ:

Share