26/10/2025
বিক্রি বাড়াবেন যেভাবে
১ পিস ৩৫০ আর এই ১ পিস ৩৫০, ২ পিস মোট ৫০০ টাকা। বেশ কয়েকবছর আগে, কিছু মহিলা নিজেকে বোকা সাজিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এভাবেই মার্কেটিং করে বিক্রি করতো। তখন দেখতাম, এক বাড়িতে বসলে একজনের প্রায় অর্ধেক মাল শেষ হয়ে যাইতো। মানুষ প্রচুর পরিমাণ কিনতো। এটাও এক প্রকার মার্কেটিং টেকনিক বলা চলে🚀
তবে এখানে কিভাবে বিক্রি বেশি হতো এবং কেন তারা এই পন্থা অবলম্বন করতো জানেন?
💥কারণ, কাস্টমার সবসময় জিততে চায়। কাস্টমার কখনও ঠকতে চায় না। আর তারা কাস্টমারকে জিতিয়ে দিয়ে, প্রচুর পরিমাণে বিক্রি করে চলে যেতো। কাস্টমার ভাবতো তারা জিতে গেছে। কারণ তারা ৭০০ টাকার পণ্য ৫০০ টাকায় কিনতে পারছে। কিন্তু কখনও তারা এটা ভাবতো না, আসলেই এই পণ্যের দাম ৫০০ কিনা। কাস্টমার তখন খুব বেশি দামাদামিও করতো না। কারণ তারা ভাবতো অলরেডি ২০০ টাকা জিতে গেছি, আর কি লাগে? কিন্তু, মাঝখানে বিক্রেতা জিতে যেতো। সাথে প্রচুর পরিমাণে বিক্রিও করতো।
💥তাহলে কি শিখলেন?
সবসময় কাস্টমার'কে জিতিয়ে দিতে হবে। আপনি জিতে যান সমস্যা নেই, তবে কাস্টমার যেন অনুভব করে কাস্টমার জিতে গেছে। কাস্টমার যদি একবার বুঝতে পারে, যে তাকে ঠকানো হয়েছে বা সে ঠকে গেছে তাহলে আপনার বিজনেস শেষ। সে আর কখনও আপনার রিপিট কাস্টমার হবেনা এবং রেফারও করবেনা। এভাবে বিক্রি হারাবেন।
তাই সবসময় যেভাবেই হোক, কাস্টমারকে অনুভব করাতে হবে কাস্টমার জিতে গেছে, আর আপনি ঠকে গেছেন। এটা যতবেশি অনুভব করাতে পারবেন তত বেশি সেল'স করতে পারবেন। তাই যেভাবেই হোক কাস্টমারকে সবসময় জিতিয়ে দিন। তাহলে, জিতে যাবেন আপনিও🤷♂️
আজকে এই পর্যন্ত'ই, ধন্যবাদ🖤
©️ Rahi