River's Official

River's Official Hello good people,
Welcome to my page. Enjoy the contents and hit the like button to help me grow...

25/03/2025

اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
"আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুয়ুন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি"

অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।

16/03/2025

এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়।...

16/03/2025

হাদিস,

“যখন তুমি তোমার ঘরে নিঃশব্দে কাঁদো, তখন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন: ‘আমার বান্দার চোখে অশ্রু কেন?’
ফেরেশতারা উত্তর দেয়: ‘হে আল্লাহ, আপনার এই বান্দা স্বস্তিতে নেই; অনেক দিন ধরে হাসেনি।’
এ কথা শুনে ফেরেশতারা কাঁদতে থাকে এবং প্রার্থনা করে: ‘হে আমাদের রব, আপনি তো জানেন আপনার বান্দার হৃদয়ে কী রয়েছে। দয়া করে তার সব কিছু সহজ করে দিন।’

আল্লাহ বলেন: ‘আমার এই বান্দা দুনিয়ায় এমন কিছু হারিয়েছে, যা তার অত্যন্ত প্রিয় ছিল। আমি কসম করে বলছি, আমি তাকে এমন কিছু দিয়ে প্রতিস্থাপন করবো, যা এত বিস্ময়কর হবে যে দুনিয়া ও আখিরাতের মানুষ তা দেখে অভিভূত হয়ে যাবে!’

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।

16/12/2024

মানুষ এই বছর এতো শিক্ষা পাইছে যে "2025 is going to be my year" বলতেছে না।

09/12/2024

নজর লাগবে বলে কতো কিছুই দেখাই না তাতেই এতো জ্বলে, সব দেখাতে শুরু করলে তো আপনাদের বার্ন ইউনিটে ভর্তি হতে হবে।😅😅

05/12/2024

প্রথমে র এজেন্ট পাঠান (শাহরুখ খান) আর টাইগার (সালমান খান) সাবমেরিন দিয়ে এয়ার রেইড দিবে। তারপর ঋত্মিক রোশান আর দীপিকা পাদুকোন ফাইটার প্লেন নিয়ে তিস্তা নদী দিয়ে রংপুরে ঢুকে পড়বে। ওইদিকে টাইগার শ্রফের পিঠে চড়ে অক্ষয় কুমার, আর রনভির সিঙের বীচি ধরে সিংঘাম (অজয় দেবগন) বেনাপোল বর্ডার দিয়ে আক্রমন শানাবে।
তারপর সবগুলারে ধরে, পাটের রশি দিয়ে গাবগাছের ডালে উল্টো করে ঝুলায়ে অনন্ত জলিল বলবে,
'এখানে কেনো এসেছো? যেখানে পায়ে পায়ে মিরিত্যুর খেলা, সেখানে কেন এসেছো?

😂😂😂
- Ratul Khan

12/11/2024

১ প্লেট ভাত = তোফাজ্জলের জীবন,
২৫০ টাকা = মুনতাহার জীবন,
৫০০ টাকা = এক মায়ের জীবন,
আহহ বাংলাদেশ 🙂💔

11/11/2024

বাচ্চার ব্যাপারে নিজের ছায়াকেও বিশ্বাস করা যাবে না , যার যার বাচ্চা তার তার বুকে আগলে রাখবেন,
মানুষ আর মানুষ নাই ! 💔

10/11/2024

🇺🇲 আমেরিকা ২ প্রকারের আছে!
খারাপ আমেরিকা ইউনুছের থেকে সেন্টমার্টিন নিয়ে নেবে আর ভালো আমেরিকা আপাকে ক্ষমতা ফিরিয়ে দেবে 😁😁

26/09/2024

এটা বৃষ্টি না ভাই এটা HAMSTER KOMBAT এ কাজ করা কর্মীদের সাফল্যের চোখের পানি।
😂😂😂

22/09/2024

ইলিশ মূলত একটি পলিটিক্যাল মাছ 🦈

15/09/2024

শহর জুড়ে Rain,
অন্তর ভরা Pain..😅

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when River's Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category