Golden Ratio Property Management Ltd.

Golden Ratio Property Management Ltd. Your trusted property management service provider.....

আধুনিক ও পরিকল্পিত ঢাকার "আশুলিয়া মডেল টাউন "এ ৭.৫ কাঠা প্লট বিক্রি হবে। উওরা ১৮নং সেক্টর এবং মেট্রোরেল এর  নিকটবর্তী  ১...
04/05/2024

আধুনিক ও পরিকল্পিত ঢাকার "আশুলিয়া মডেল টাউন "এ
৭.৫ কাঠা প্লট বিক্রি হবে।
উওরা ১৮নং সেক্টর এবং মেট্রোরেল এর নিকটবর্তী ১৫-২০ মিনিট দূরত্বে; ব্র‍্যাক, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি সহ ১৭ টি প্রাইভেট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের পাশে অবস্থিত।
কাগজ পত্র সব আপডেট ইনশাআল্লাহ।

💠ব্লক: K
💠(দাম: ১৫ লাখ টাকা কাঠা)

গুগুল ম্যাপ লোকেশন: আশুলিয়া মডেল টাউন
আমিন মোহাম্মদ গ্রুপ।

Saipara, Bangladesh

বড় জমি খুব একটা পাওয়া যায়না। বড় ল্যান্ড না পেলে  হয়তো ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করবো। ৫ কাঠা,১০ কাঠা কিংবা ২০ কাঠা ল্যান...
29/04/2024

বড় জমি খুব একটা পাওয়া যায়না। বড় ল্যান্ড না পেলে হয়তো ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ করবো। ৫ কাঠা,১০ কাঠা কিংবা ২০ কাঠা ল্যান্ডে তখন আগ্রহীরা নিতে পারবেন।

তবে ৫৪.৪ কাঠার জমি (রাজউক অনুমোদিত) পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই অল্প কয়েকটি ইউনিট আছে। যদি বাজেট থাকে নিজের থাকার জন্য অথবা ইনভেস্টমেন্ট এর জন্য চিন্তা করতে পারেন।

আমাদের কন্ডোমিনিয়াম প্রজেক্টের ল্যান্ড শেয়ার রেজিষ্ট্রেশন এর সর্বশেষ তারিখঃ ১৩ মে, ২০২৪। কাজ শুরুঃ ০১ নভেম্বর, ২০২৪। প্রজেক্ট হস্তান্তরঃ ০১ ডিসেম্বর ২০২৭। (ইনশাআল্লাহ)

নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে বাজারমূল্যের চেয়ে ৪০% কম খরচে
যারা একটি ফ্ল্যাটের স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই প্রজেক্ট...

➡️রাজউক অনুমোদিত, নিজ উদ্যোগে যাচাই করে নিবেন। অথবা আমার সাথে সরাসরি সাক্ষাত করে যাচাই করে নিন।

প্রকল্পের নামঃ BOHS - COURTYARD
শেখেরটেক -৬, মোহাম্মদপুর

✅শেয়ার মূল্যঃ ২৫ লাখ থেকে শুরু
✅জাপান গার্ডেন সিটি থেকে প্রজেক্টটি মাত্র ৫০০ মিটার দুরে
✅ফ্লোর ও ফ্ল্যাট চয়েজ করার অপশন রয়েছে
✅যে কোন পেশার আগ্রহী ক্রেতাকে স্বাগতম
✅তিনদিক খোলা ফ্ল্যাট
✅ফ্ল্যাট সাইজ ১৮০০ স্কয়ারফিট ও ২৫০০ স্কয়ারফিট
✅প্রতিটি বিল্ডিং এ ফ্লাট সংখ্যাঃ ৬৫ টি
✅প্রতিটি বিল্ডিং এ পার্কিং সংখ্যাঃ ৬৫ টি
✅বিল্ডিং টাইপ বি + জি+১৩
✅বিল্ডিং সংখ্যাঃ ৩ টি
✅হোম ফিচার (১৮০০ বঃ ফুঃ- ৪ বেড, ৩ বাথ ও ৩ বারান্দা)
✅হোম ফিচার (২৫০০ বঃ ফুঃ)- ৫ বেড, ৪ বাথ,৪ বারান্দা, দুইটি লিভিং)

➡️সুইমিং পুল, প্রেয়ার হল, জিম, ব্যাডমিন্টন কোর্ট, ওয়াকওয়ে, খেলার জায়গা তো আছেই। প্রথম পর্বের জমির রেজিষ্ট্রেশন হয়েছে ০৫ ফেব্রুরারী ২০২৪, আগামী ১৩ মে, ২০২৪ শেষ পর্বের রেজিষ্ট্রেশন।

➡️বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭২৪৫৯০২৫৭, ০১৭১৯৪৪৩৩৩৫ নম্বরে

ধানমন্ডিতে কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে।
22/04/2024

ধানমন্ডিতে কমার্শিয়াল স্পেস বিক্রয় হবে।

15/04/2024

✅ গুলশান = আবাসিক প্লট ২০ কাঠা।
প্যাকেজ = ১০০ কোটি

✅ গুলশান = আবাসিক প্লট ২০ কাঠা।
প্যাকেজ ৮০ কোটি।

✅ গুলশান = কমার্শিয়াল প্লট। ২৪ কাঠা।
পার কাঠা ১০ কোটি। এভিনিউতে আছে। রেসিডেন্সিয়াল কিন্তু কমার্শিয়াল করে নেয়া যাবে।

✅ গুলশান = কমার্শিয়াল ১৬ কাঠা।
পার কাঠা ১২.৫ কোটি।

✅ মতিঝিল = ১৮.৫৮ কাঠা। প্যাকেজ ৭৫ কোটি।

✅ দিলকুশা মতিঝিলের পাশে ১০ তালা ব্লিন্ডিং সহ= ৷ প্যাকেজ ৪৫ কোটি

✅ কাকরাইল = কমার্শিয়াল ২০ কাঠা।
প্যাকেজ ১০৫ কোটি।

✅ উত্তরা - ৮.৫ বিঘা। পার কাঠা ৩৫ লাখ

✅ হাতিরঝিল - ৩৫ কাঠা। পার কাঠা ১ কোটি ২০ লাখ।

READY FLAT: মোহাম্মদপুর ফিউচার টাউন, দক্ষিণ মুখী, ইন্টেরিয়র ডিজাইন করা ১৬৬৬ স্কয়ার ফিটের সুন্দর সাজানো গোছানো ৩ বেড রু...
15/04/2024

READY FLAT: মোহাম্মদপুর ফিউচার টাউন, দক্ষিণ মুখী, ইন্টেরিয়র ডিজাইন করা ১৬৬৬ স্কয়ার ফিটের সুন্দর সাজানো গোছানো ৩ বেড রুমের একটি ফ্ল্যাট জরুরী ভিত্তিতে বিক্রয় হবে।

কর্নার প্লট, বাড়ির পূর্ব এবং উত্তরে 25 ফিট করে রাস্তা আছে। অত্যন্ত নিরিবিলি পরিবেশ

বাড়ীর উচ্চতা: ১০ তালা
প্রতি তালায় ইউনিট: ২টি
জমির পরিমাণঃ ৫ কাঠা
ফ্ল্যাট : ১ম তালা
বেডরুম: ৩টি।
বাথরুম: ৩ টি
বারান্দা: ৫ টি
ড্রইং রুম: ২ টি (ইন্টেরিয়র করা)
ডাইনিং রুম: ১টি
রান্নাঘর: ১টি (ইন্টেরিয়র করা)
দোতালায়
পার্কিং : নাই

মোট বর্গফুট: ১৬৬৬ স্কয়ার ফিট
লিফট
জেনারেটর:
লোকেশন: বাড়ি ১, রোড ১, এ ব্লক, ফিউচার টাউন মোহাম্মদপুর
হ্যান্ডওভার: ১৮ই মার্চ ২০২৩
মোট প্যাকেজ মূল্য 86 lac (1st floor)

10/04/2024
07/04/2024

“নামজারি” কাকে বলে?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।
“জমা খারিজ”কাকে বলে?
যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
“খতিয়ান” কাকে বলে?
ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “থতিয়ান” বলে। খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক। আমাদের দেশে CS, RS, SA এবং সিটি জরিপ সম্পন্ন হয়েছে। এসব জরিপকালে ভূমি মালিকের তথ্য প্রস্তত করা হয়েছে তাকে “খতিয়ান” বলে। যেমন CS খতিয়ান, RS খতিয়ান।
“পর্চা” কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হ তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।
“মৌজা” কাকে বলে?
যখন CS জরিপ করা হয় তখন থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে। আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।
“তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে “তফসিল” বলে। তফসিলে, মৌজার নাম, নাম্বার, খতিয়ার নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি, জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে।
“দাগ” নাম্বার কাকে বলে?
যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নক্সায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদ নাম্বার দেয়া হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি থাকতে পারে। মূলত, দাগ নাম্বার অনুসারে একটি মৌজার অধীনে ভূমি মালিকের সীমানা খূটিঁ বা আইল দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়।
“ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাবে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন: সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।
“খানাপুরি” কাকে বলে?
জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।
“আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে নিজুক্ত কর্মচারীকে আমিন বলে।
“কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
“খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে যে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে।
“দাখিলা” কাকে বলে?
ভূমি কর/খাজনা আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ( ফর্ম নং১০৭৭) ভূমি কর/খাজনা আদায়ের প্রমান পত্র বা রশিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয়।
DCR কাকে বলে?
ভূমি কর ব্যতিত আন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।
“কবুলিয়ত” কাকে বলে?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
“ফারায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
“ওয়ারিশ” কাকে বলে?
ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী । ধর্মীয় বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলেতার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।
“সিকস্তি” কাকে বলে?
নদী ভাংঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকন্তি বলে। সিকন্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকন্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।
“পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।
“দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবেতাকে দলিল বলে।
লেখাটি গুরুত্বপূর্ণ মনে করলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন
এই লেখাটি লিখেছেন:
এডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান।

22/03/2024

ভূমি বিষয়ক তথ্যাবলী সবার জানা জরুরী ।।
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
১০ শতাংশ = ৬ কাঠা। = ৪৩৫৬ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানি:
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি:
: ৪০ শতকে এক কাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।

সাই কানি:
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ স্কয়ার বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ স্কয়ার বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ স্কয়ার বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ স্কয়ার বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ স্কয়ার বর্গফুট।
* আর যদি ১২০০ স্কয়ার বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ স্কয়ার বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ স্কয়ার বর্গফুট

"রাজউক অনুমোদিত প্রকল্প তাই নিশ্চিন্তে বিনিয়োগ করুন"LAND SHARE বিক্রয় চলছে...🏠সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন, ৪০% কম খরচে ...
18/01/2024

"রাজউক অনুমোদিত প্রকল্প তাই নিশ্চিন্তে বিনিয়োগ করুন"
LAND SHARE বিক্রয় চলছে...
🏠সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন, ৪০% কম খরচে যৌথ ভাবে গড়ে তুলি। এই প্রজেক্টটি আধুনিক জীবনের যাবতীয় নাগরিক সুবিধাসম্পন্ন। বর্তমানে যার পার্শ্ববর্তী প্লট সমূহ সুবিন্যস্ত ও পরিকল্পিত বসতিপূর্ন। নান্দনিক পরিবেশের এই প্রকল্পটি মোহাম্মদপুরের প্রাণকেন্দ্র শেখেরটেক -৬ নম্বরে অবস্থিত।
📍প্রজেক্টের প্রশাসনিক কার্যক্রমের বর্তমান অবস্থা:
✅ ডিজিটাল সার্ভে সম্পুর্ণ
✅ রাজউক এল ইউ সি সম্পুর্ন
✅ ১ম বিল্ডিং এর রেজিষ্ট্রেশনের সাম্ভাব্য সময়ঃ ৩০ জানুয়ারী ২০২৪

🍀প্রজেক্ট/প্লটের মাত্র ১(এক) কিলোমিটারের মধ্যে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানগুলো অবস্থিত
☑️টোকিও স্কয়ার
☑️রেসিডেন্সিয়াল মডেল কলেজ
☑️ক্যামব্রিয়ান স্কুল
☑️YWCA স্কুল
☑️সেন্ট জোসেফ স্কুল
☑️কৃষি মার্কেট
☑️টাউনহল বাজার
☑️ULAB ইউনিভার্সিটি
☑️বাংলাদেশ ইউনিভার্সিটি
☑️বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
☑️ঢাকা সেন্ট্রাল হসপিটাল
📍প্রজেক্ট/প্লট থেকে ৫০০ মি: দুরত্বে রিং রোড।
রিং রোড থেকে শেখেরটেক ৬ নম্বর ও শেখেরটেক ২ নম্বর রোড প্রজেক্টের সাথে কানেক্টেড। প্লটটি একটি ব্লক রোডে বিধায় জ্যাম নেই।
জাপান গার্ডেন সিটি বা শিয়া মসজিদ থেকে মাত্র ৭০০ মিটার দুরে প্লটটি অবস্থিত।

🟢 প্রজেক্টের নাম- BOHS COURTYARD
🏠 জমির পরিমাপ ৫৪.৪০ কাঠা।

🔴১ ম বিল্ডিং: সোনারতরী
🏠 জমির পরিমাপ ১৮.৩৩কাঠা।
🟢 বিল্ডিং- B+G+13
🟢 ফ্ল্যাট সংখ্যা 5×13=65 টি
🔰ফ্ল্যাট সাইজ=
↪️২৫০০ স্কয়ার ফিট
↪️১৮০০ স্কয়ারফিট
📣📣প্রকল্পের বৈশিষ্ট্যঃ ২৫০০ স্কয়ার ফিট)
↪️শেয়ার মূল্য ৪২ লক্ষ টাকা
↪️ ৪ বেড
↪️ ৪ বাথ
↪️ ৪ বারান্দা
↪️ ড্রয়িং
↪️ ডাইনিং
↪️ ফ্যামিলি লিভিং
↪️ বিগ কিচেন
↪️ সার্ভেন্ট বেড+বাথ
↪️ ১টি কার্গো লিফট
↪️ ১টি প্যাসেঞ্জার লিফট
↪️ কার পার্কিং
📣📣প্রকল্পের বৈশিষ্ট্যঃ ১৮০০ স্কয়ার ফিট)
↪️শেয়ার মূল্য ২৯ লক্ষ টাকা
↪️ ৪ বেড
↪️ ৩ বাথ
↪️ ৩ বারান্দা
↪️ ড্রয়িং
↪️ ডাইনিং
↪️ ফ্যামিলি লিভিং
↪️ বিগ কিচেন
↪️ ১টি কার্গো লিফট
↪️ ১টি প্যাসেঞ্জার লিফট
↪️ কার পার্কিং
📣📣প্রকল্পের সুবিধাঃ
↪️ প্রেয়ার হল
↪️ হেলথ ক্লাব
↪️ কনফারেন্স রুম,
↪️ বারবিকিউ জোন
↪️ বাগান
↪️খেলার মাঠ
↪️ ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি।
➡️ কিস্তিতে এবং স্বল্প মূল্যে নিজের বাড়ি নিজেই গড়ার সুবিধা। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে উঠুক নিজ আবাসনে।
✅জমির লোকেশন ভিজিট করে, কাগজ-পত্র যাচাই-বাছাই করে তারপর বুকিং দিন।

☎️বিস্তারিত জানতে কল করুনঃ +8801719443335, +8801793259900

Address

House/37/1-ka (Ground Floor), Lane-01, Block-A, Section-6, Mirpur
Dhaka
1216

Telephone

+8801927335615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golden Ratio Property Management Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share