Zahed's Analysis

Zahed's Analysis “Try not to become a man of success. Rather become a man of value.”

15/02/2025

পুলিশের ওই লাঠি হাতে ফেইক থ্রেট দেয়ার ভাইরাল ভিডিওটার অসম্ভব ভালো লাগার পাশাপাশি একটা নেগেটিভ দিকও আছে, এই টৃক ধীরে ধীরে অকেজো হয়ে যাবে। যে কোন ইস্যুতে প্রোটেস্ট করা লোকজন ভাবা শুরু করবে, আরে পুলিশ তো পেটাবে না।

তখন ক্যাজুয়াল্টির সম্ভাবনা বাড়বে।

24/07/2024

পরপর কয়েক দিনের ভয়ংকর বীভৎসতার মধ্য দিয়ে গেল এই পরিস্থিতিতে সরকার যা করলো, সেটার সুদূরপ্রসারী প্রভাব থাকবে আমাদের ভবিষ্যত জীবনে।

The government has decided to impose curfew and deploy military after at least 60 people were killed in one of the deadl...
19/07/2024

The government has decided to impose curfew and deploy military after at least 60 people were killed in one of the deadliest single day violence in the Bangladesh's history.

There have been two consecutive days of murders and mayhem all over the capital Dhaka and some extraordinary breakdown of law and order situation.

The death toll since Tuesday has reached 105. But I fear the number is much higher than what we have got from a limited number of hospitals.

01/11/2023

"যদি আসলেই এই বাংলাদেশ পুরুষ ক্রিকেট টিমকে সাপোর্ট করতে চান, তাহলে সব সাপোর্ট সরায় নেন। স্পনসরশিপ সরান, ব্র‍্যান্ড এম্বাসাডরশিপ সরান, সবকিছু সরান। শুধুমাত্র তখনই বোর্ড এবং প্লেয়ারদের মনে হবে ডিম পাড়া হাঁসটাকে বাঁচানো দরকার।
যতদিন তারা ওইসব ঠিক করবে ততদিন অন্য কাউকে সাপোর্ট দিয়ে উঠান।"

এটা এমন একজন মানুষের কথা, যে বাংলাদেশের সবচেয়ে বড় ৫ মার্কেটিং এজেন্সির একটির সিওও।
একটু বুঝায়ে বলি, এজেন্সির কাজ হয় ব্র্যান্ডের সাথে। ব্র্যান্ডই আমাদের রুটি রুজি, সে ব্র্যান্ড গুলো কাজ করায় সেলেব্রেটিদের দিয়ে।
তো এখানে এই স্ট্যাটাসে অনেক ব্র্যান্ডের রোষের মুখে পরার বেশ ভালো সম্ভবনা আছে। যেখানে ঊনার এজেন্সিতে এমন ব্র্যান্ড মিনিমাম ৩/৪টা আছে যারা ক্রিকেটারদের এন্ডোর্স করে।
তারপরও উনি শুধুই ক্রিকেটের একজন একনিষ্ঠ প্রেমিক বলেই এমন কথা পাবলিক প্ল্যাটফর্মে বলেছেন।

আমি একজন ব্র্যান্ড প্র্যাকটিশনার এ্যান্ড আ ব্র্যান্ড কিউরেটর। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি।
যখনই কোন ক্রিকেটারের নাম সাজেসনে আসবে প্ল্যানারদের তরফ থেকে, যে উনাকে কাস্ট করালে ব্র্যান্ড ম্যাক্সিমাম এক্সপোজার পাবে। তখনই আমি তাকে কাস্ট করতে না করে দিব।
এবং যারা ক্রিকেটারদের এন্ডোর্স করে, এমন ব্র্যান্ডের প্রোডাক্ট আমি যতদূর আমার পক্ষে সম্ভব হয় আমি ব্যবহার করা বন্ধ করে দিব।
এই ক্রিকেটারদের সবচেয়ে বড় ইনকাম সোর্স হল এন্ডোর্সমেন্ট। এটা বন্ধ হলে শুধু বিসিবির বেতনে চলতে হলেও টনক নড়বে। এবং তাদের সাথে বিসিবিরও, যেহেতু তারাও চুক্তিভুক্ত ক্রিকেটারদের ইনকামের একটা অংশ পায়।

আমি কাউকে আহবান জানাচ্ছি না এগুলো করতে, শুধু জানাচ্ছি আমার নিজের অবস্থানটা।
ধন্যবাদ।

28/09/2023

২০০৭ বিশ্বকাপের আগে তামিম, সাকিবরে কে চিনতো? এরা বিশ্বকাপের আগে ৩/৪ টা ওয়ানডে খেইলা বিশ্বকাপে গেছিল।
পাইলটরে বাদ দিয়া মুশফিককে নেয়ায় অনেক হাউ কাউ হইছিল।
সেই সময় রিয়াসাদ আজিম আর একাত্তর টিভির কিছু ফাজিল থাকলে আর ফেসবুক থাকলে আজকে আমরা মুশফিক, সাকিব, তামিমকে পাইতাম কিনা সন্দেহ আছে।
এদের কথা না শুনে এদের ভিউ না বাড়িয়ে এই ইয়াং টিমটারে সবাই সাপোর্ট করেন।
দিনশেষে এইটাই আমাদের বিশ্বকাপ টিম।

বিঃদ্রঃ ২০১৯ বিশ্বকাপে আনফিট মাশরাফি ৩০০ এর উপরে রান দিয়ে ২ উইকেট পাইছে, অনেক ম্যাচে পুরো ১০ ওভার বলও করে নাই। অথচ আমরা আবেগ সামলাইলে একটা বোলার খেলাইতে পারতাম।কিন্তু সাকিবের অমানবীয় পারফরম্যান্স এর পরও টিমের রেজাল্ট আমরা সবাই জানি, এর থেকে বাজে অন্তত হবে না।

দুপুর ২.৩০ এ শ্রীলঙ্কার সাথে ওয়ার্ম আপ ম্যাচটা দেখি না কি হয়।

© Emel Haque

26/09/2023

আবেগী কনস্পিরেসি থিওরি বাদ দিয়ে একটা প্রশ্নের উত্তর দেন:

তামিম যে অনেকদিন যাবত নিজের ফিটনেস নিয়ে উদাসীন, এই দায় কার? ক্যাপ্টেনের নাকি কোচের? নাকি বোর্ড প্রেসিডেন্টের? ইভেন মাহমুদুল্লাহ ও নিজের ফিটনেস ইমপ্রুভ করে ব্যাক করছে, কেউ আটকাতে পারছে? ফিটনেস নিয়ে সচেতন থাকলে তামিমকে বাদ দিত? কোন অজুহাতে বাদ দিত?

হ্যাঁ, আমারও খারাপ লাগছে তামিম বিশ্বকাপে যাচ্ছে না। একইভাবে নাসিম শাহ যাচ্ছে না, হাসারাঙ্গা যাচ্ছে না। ইনজুরির ওপর কারো হাত নাই কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকলে হয়তো ইনজুরির সম্ভাবনা কম হতো।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahed's Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share