Piyas sheikh

Piyas sheikh We will help your business to grow as fast as you expect. i am a Digital Marketing Expert.

প্রত্যেকের মাকে জানাই মা' দিবসের শুভেচ্ছা। 💖😍আমার ছেলেবেলার কথা মনে আছে, ছোটবেলায় মা দিবস মানেই ছিল স্কুলে তৈরি করা হাস...
12/05/2024

প্রত্যেকের মাকে জানাই মা' দিবসের শুভেচ্ছা। 💖😍

আমার ছেলেবেলার কথা মনে আছে, ছোটবেলায় মা দিবস মানেই ছিল স্কুলে তৈরি করা হাসির ফুল আর কার্ড। ✂️ মা যখন আমার কাছ থেকে সেই কার্ডটা পেতেন, তখন তাঁর মুখখানি আনন্দে ভরে উঠত।

এখন তো বড় হয়ে গেছি, তাই মা দিবসে মায়ের জন্য কিছু একটা স্পেশাল করার চেষ্টা করি। কখনো রান্না করে খাওয়াই, কখনো বাইরে নিয়ে যাই। মা যেতে খুশি হবেন, সেটাই করি।

আসলে, মা তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁদের ভালোবাসা, আদর-যত্নের তুলনা নেই। তাই এই দিনটা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটা সুযোগ।

তাহলে আর দেরি কেন? মাকে ফোন করে বলুন "মা, তোমাকে ভালোবাসি!"🥰❣️ না হয় একটি চকলেট বা একটি ফুল নিয়ে মাকে দিয়ে বলি ভালবাসি মা তোমায়।💖🥺

শুভ মা দিবস!💝☺️

ভাই ও বোনেরা আর কতদিন বসে বসে সময় নষ্ট করবেন এখনই তো সময় ডিজিটাল মার্কেটিং শিখুন ঘরে ইনকাম করুন। সময় নষ্ট না করে জয়ে...
03/05/2024

ভাই ও বোনেরা আর কতদিন বসে বসে সময় নষ্ট করবেন এখনই তো সময় ডিজিটাল মার্কেটিং শিখুন ঘরে ইনকাম করুন।

সময় নষ্ট না করে জয়েন হয়ে যান আজ সন্ধ্যা সাতটায় ফ্রি ফ্রিল্যান্সিং ওয়েবকাস্ট লাইভে।

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ✅ধের্য্য না থাকা।✅সঠিকভাবে স্কিল না শিখা।✅কাজ করতে বা শিখতে অলসতা করা।✅সঠিক গাইডলা...
30/04/2024

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ

✅ধের্য্য না থাকা।
✅সঠিকভাবে স্কিল না শিখা।
✅কাজ করতে বা শিখতে অলসতা করা।
✅সঠিক গাইডলাইন না পাওয়া।
✅সঠিক সাপোর্ট না পাওয়া।
✅ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা।
✅ক্লাইন্ট কমিউনিকেশন।
✅সহজে হাল ছেড়ে দেওয়া।
✅সময় না দেওয়া।
✅পরিশ্রম করতে না পারা।
✅ভালো মেন্টরশিপ না পাওয়া।
✅নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা।
✅দ্রুত ইনকাম শুরু করার চিন্তাভাবনা।
✅প্রতিযোগিতা অংশগ্রহন করতে না পারা।
✅মার্কেটপ্লেসের ওপর নির্ভর হয়ে থাকা।
✅নিজের কাজ নিজে খুজে বের করতে না পারা।

ডিজিটাল মার্কেটিং শিখুন ঘরে বসে আয় করুন,
বেকার মুক্ত সমাজ গড়ুন।💝❤️

Address

Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801758017066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piyas sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share