
12/05/2024
প্রত্যেকের মাকে জানাই মা' দিবসের শুভেচ্ছা। 💖😍
আমার ছেলেবেলার কথা মনে আছে, ছোটবেলায় মা দিবস মানেই ছিল স্কুলে তৈরি করা হাসির ফুল আর কার্ড। ✂️ মা যখন আমার কাছ থেকে সেই কার্ডটা পেতেন, তখন তাঁর মুখখানি আনন্দে ভরে উঠত।
এখন তো বড় হয়ে গেছি, তাই মা দিবসে মায়ের জন্য কিছু একটা স্পেশাল করার চেষ্টা করি। কখনো রান্না করে খাওয়াই, কখনো বাইরে নিয়ে যাই। মা যেতে খুশি হবেন, সেটাই করি।
আসলে, মা তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁদের ভালোবাসা, আদর-যত্নের তুলনা নেই। তাই এই দিনটা তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটা সুযোগ।
তাহলে আর দেরি কেন? মাকে ফোন করে বলুন "মা, তোমাকে ভালোবাসি!"🥰❣️ না হয় একটি চকলেট বা একটি ফুল নিয়ে মাকে দিয়ে বলি ভালবাসি মা তোমায়।💖🥺
শুভ মা দিবস!💝☺️