23/08/2024
নির্বাক-ধূসর শূন্যতা নিয়ে তাকিয়ে থাকি
ভেসে যায় কাগজের নৌকা, ঘরবাড়ি
ভেসে যায় জমানো স্বপ্ন, শেষ সম্বল
সুখ ডুব দেয় জলের গভীরে, দুঃখ ভাসে
তবুও কান্না করতে ভয় লাগে
যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়
ডুবে যায় জীবনে সবটুকু আলো!
লেখা — সবুজ আহম্মদ মুরসালিন📝
Collected