ফজর ভাই Vlog

ফজর ভাই Vlog আমার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম 😜
ঢাকা,ধামরাইয়ের ছেলে

Party with friend
19/04/2025

Party with friend

13/03/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😪😪😪
আছিয়া আর নেই।।।

আমার মামুনি
10/03/2025

আমার মামুনি

09/03/2025

রহমতের বৃষ্টি হচ্ছে

08/03/2025
ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকেনা, বৌয়ের হয়ে যায়, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয়না | এই কথাটা অনে...
08/03/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে
আর নিজের থাকেনা,
বৌয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও
মেয়ে কোনোদিন পর হয়না |
এই কথাটা অনেকেই বলেন,
কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন,
আপনি যদি মেয়েকে কিছু দেন
তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা,
মেয়ে সুখে থাকলেই আপনি সুখি,
আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে
কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে
সেটাকে নিজের সমস্যা মনে করেন,
মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে,
জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন
আর ভাবেন যে একটা সময়
ছেলে এর বিনিময়ে কিছু দেবে,
অনেক সময় দাবীও করেন,
মনেও করিয়ে দেন যে তোর পিছে
এতো খরচা করেছি |
ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন | ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয়
যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,
তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা
অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে |
ছেলে বৌ কতটা সুখে আছে
এটা নিজেদের সঙ্গে তুলনা করে,
ছেলের বিবাহিত জীবনে সুখ
কতজন সহ্য করেতে পারে |
ছেলের বিপদে ছেলেকে একা করেন
কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান |

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা,
কোন দায়িত্ব আরোপ করেননা,
তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয়
আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে
আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন,
এখন ছেলে সেটা দিতে না পারলে
অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও
যেটুকু পারছেননা সেটুকু ভেবেই
ভাবেন যে ছেলে অনেক খারাপ |

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা
দিতে হলেও কি মেয়েকে পরে বলে
তোর জন্য এতো খরচা করেছি,
ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে |

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।ইউরোপের পুরুষদের একটা বউ থাকে আরে...
08/03/2025

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।

ইউরোপের পুরুষদের একটা বউ থাকে
আরেকটা গার্লফ্রেন্ড থাকে,
কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ড কে ।

সৌদি আরবের পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার ঊট কে ।

বাংলাদেশের পুরুষদের বউ থাকে একটা, গার্লফ্রেন্ড থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে পাশের বাসার ভাবিকে😎

সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে ❤️❤️❤️
07/03/2025

সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে ❤️❤️❤️

07/03/2025

একজন বন্ধু হলো সেই যে তোমার ব্যাপারে সবই জানে তারপরও তোমাকে ভালোবাসে।

06/03/2025

আমি ১০০ ভাগ বিশ্বাস করি আল্লাহ চাইলে এক মুহুর্তে ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন!
ইনশাআল্লাহ

বিয়ে বাড়ি
25/02/2025

বিয়ে বাড়ি

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফজর ভাই Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category