Universal Voice

Universal Voice প্রকাশ্যে ও নেপথ্যে,
সৎ, সত্য ও নিরপেক্ষ।

কেন্দ্রীয় সংসদে প্রার্থিতা করছেন তারা....       #ডাকসু
07/09/2025

কেন্দ্রীয় সংসদে প্রার্থিতা করছেন তারা....

#ডাকসু

30/08/2025

বক্তব্য রাখছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন..
ঢাকা ইউনিভার্সিটি ডিবেট সোসাইটি আয়োজিত নির্বাচনী বিতর্ক: কার্জন হল প্রাঙ্গণ থেকে সরাসরি...

শাহরিয়ার লিওন ২০২৩ সালে ছাত্রদলের জহুরুল হক হল কমিটিতে উপ-দপ্তর সম্পাদক পদ পান। সে বছর তার নিজ এলাকা খুলনায় নৌকার নির্বা...
11/08/2025

শাহরিয়ার লিওন ২০২৩ সালে ছাত্রদলের জহুরুল হক হল কমিটিতে উপ-দপ্তর সম্পাদক পদ পান। সে বছর তার নিজ এলাকা খুলনায় নৌকার নির্বাচনী প্রচারণা অংশ নেন এবং ভাইরাল হন।

দলীয় নেতাকর্মীরা বলছেন, ছাত্রদলের পদে বহাল থেকে নৌকার যে প্রচারণা তিনি করেছেন, তা সম্পূর্ণ দলীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী এবং সাংগঠনিক শাস্তিযোগ্য অপরাধ।

#ছাত্রদল

06/08/2025

গতকাল ইসলামী ছাত্রশিবির তাদের প্রোগ্রামে ৭১ এ যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শন করে। একে কেন্দ্র করে ফুঁসে ওঠে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় বাম সংগঠনের তোপের মুখে ছবিগুলো অপসারণ করে প্রক্টরিয়াল টিম তাদের গাড়িতে রাখে। কিন্তু সন্ধ্যার পর থেকেই বেশ কয়েক ঘণ্টা শিবির-বাম দ্বন্দ্বে উত্তেজিত ছিল টিএসসি এলাকা। ৭১ এর প্রশ্নে ছাড় নয়, শিবির ২৪ দিয়ে ৭১ এর ইতিহাস মুছে ফেলতে চায় এমন অভিযোগও করেন অনেকে।

ডাকসু নির্বাচনে কুড়িগ্রামের যেসব শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার গুঞ্জননিজস্ব প্রতিবেদকদীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হ...
22/06/2025

ডাকসু নির্বাচনে কুড়িগ্রামের যেসব শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন (ডাকসু)। জুলাই গণ-অভ্যুত্থানের পর আবারও এ নির্বাচন হতে যাচ্ছে ছয় বছর পর। জানা গেছে, চলতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু। নির্বাচনের জন্য ইতোমধ্যে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান করে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এরই মধ্যে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের সক্রিয়তা বেড়েছে। ডাকসু নির্বাচন নিয়ে টিএসসি থেকে শুরু করে আলোচনা চলছে অনলাইন ময়দানেও। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা শিক্ষার্থীদের নিয়ে কী কাজ করবেন জানাচ্ছেন ইশতেহার হিসেবে। কুরবানীতে বিশেষ আয়োজন, হলে হলে পানির ফিল্টার কিংবা সাইকেলের সহায়িকা স্থাপন সবকিছুতে নজর কাড়ছেন প্রার্থীরা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদের তুলোধুনো করার প্রচেষ্টায়ও রয়েছেন অনেকে। সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে এ নিয়ে সন্দেহ নেই।

তবে কুড়িগ্রাম থেকে ঢাবিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অবস্থা কী? আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন দলে যুক্ত কিংবা ছাত্রকল্যাণে কাজ করা যেসব শিক্ষার্থীরা প্রার্থী হতে যাচ্ছেন তাদের নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন।

ডাকসু ভিপি পদে নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লার। ২০১৪-১৫ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও মাস্টার দা সূর্যসেন হলের সাবেক সভাপতি মোহাম্মদ শামিম আকতার শুভ। ২০১১-১২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি রৌমারী উপজেলায়।

রয়েছেন ঢাবি ছাত্রদলের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, ১৯ এর নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলের পাঠকক্ষ সম্পাদক পদপ্রার্থী ও বর্তমানে জেলা ছাত্রকল্যাণের (KSWAD) সভাপতি মো. ইমন মিয়া। ২০১৭-১৮ সেশনের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি উলিপুর তনুরামে।

এ ছাড়াও রয়েছেন:
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ রৌমারীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ২০১৭-১৮ সেশনের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি রৌমারী উপজেলার যাদুর চরে।

ঢাকা মহানগরী পূর্ব শিবিরের বর্তমান সেক্রেটারি ও ঢাবি শিবিরের সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ। ২০১৭-১৮ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলায়।

ঢাবি ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ও ঢাবিস্থ কুড়িগ্রামের শিক্ষার্থীদের সংগঠন–ডুসাকের আহ্বায়ক চেমন ফারিয়া ইসলাম মেঘলা। ২০১৮-১৯ সেশনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি কুড়িগ্রাম সদরে।

ঢাবিস্থ কুড়িগ্রাম ছাত্রকল্যাণ– ডুসাকের সদস্যসচিব নূর রাফসানে সিদ্দিক সিয়াম। ২০১৯-২০ সেশনের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি চিলমারী উপজেলায়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব ও ডুসাকের সদস্য সজীব ইসলাম। ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মিডিয়া সেলের সদস্য মো. জামিউল ইসলাম। ২০২০-২১ সেশনের ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজেস (ইসোল) বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি উলিপুর উপজেলার দুর্গাপুরে। পাশাপাশি কুড়িগ্রাম সংবাদের সহযোগী সম্পাদক, ইউনিভার্সাল ভয়েস ও উলিপুর পোস্টের সম্পাদক তিনি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব শরিফুল ইসলাম সোহাগ। ২০২০-২১ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

ঢাবিস্থ কুড়িগ্রামের শিক্ষার্থীদের সংগঠন – ডুসাকের কার্যকরী সদস্য মো. শামসুদ্দোহা শাকিল। ২০২১-২২ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী তিনি। তার বাড়ি উলিপুর পৌরসভায়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার সংগঠক ও ডুসাকের কার্যনির্বাহী সদস্য রিফাত রিদওয়ান৷ ২০২২-২৩ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তিনি৷ তার বাড়ি রাজারহাটে।

২২ জুন, ২০২৫ ইং পর্যন্ত আমাদের হাতে পাওয়া কুড়িগ্রামের এই ছাত্রনেতারাই লড়বেন আসন্ন ডাকসু নির্বাচনে।

/উলিপুর_পোস্ট/ইউনিভার্সাল_ভয়েস/কুড়িগ্রাম_সংবাদ/

#ডাকসু

এনসিপির এই নেতা আরো বলেন, 'যদি বলা হয় গত ৫৩ বছর ধরে কোন কোন জেলাকে বৈষম্য করা হয়েছে, তাহলে এই কুড়িগ্রাম জেলাকে এক নম্বরে...
13/06/2025

এনসিপির এই নেতা আরো বলেন, 'যদি বলা হয় গত ৫৩ বছর ধরে কোন কোন জেলাকে বৈষম্য করা হয়েছে, তাহলে এই কুড়িগ্রাম জেলাকে এক নম্বরে রাখতে হবে। আমরা জানি কোনো একটা রোগ হলে সেটার প্রতিষেধক সেখান থেকে শুরু করতে হয়। তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবার আগে বৈষম্যমুক্ত করতে হবে কুড়িগ্রাম জেলাকে।'

এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, মোজাম্মেল বাবু, হাফিজুর রহমান খান, জেলা সদস্য আসাদুজ্জামান আসাদ, লিটু সরকার, তাইজুল ইসলাম, শ্রমিক নেতা মমিনুর রহমান, রায়হান রাজু, রংপুর মহানগর সংগঠক আলমগীর কবির, রাজারহাট উপজেলা কমিটির মঞ্জুরুল ইসলাম, আরিফুল ইসলাম, শ্রমিক নেতা নুরুজ্জামান, উলিপুর উপজেলা সংগঠক নেসার উদ্দিন, আলমগীর, রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

#এনসিপি #রাজনীতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট...
06/06/2025

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট...

06/06/2025

অতিরিক্ত ভাড়া আদায়ে শাস্তি দিল সেনাবাহিনী

#ঈদ #যাত্রা

ঈদে ঢাবিতে সনাতন শিক্ষার্থীদের জন্য দুই খাসি কুরবানী করবে বাগছাসজামিউল ইসলাম, ঢাবিঅন্যান্য ঈদের মতোই এবার ঈদ উল আজহায় বা...
05/06/2025

ঈদে ঢাবিতে সনাতন শিক্ষার্থীদের জন্য দুই খাসি কুরবানী করবে বাগছাস

জামিউল ইসলাম, ঢাবি

অন্যান্য ঈদের মতোই এবার ঈদ উল আজহায় বাড়ি ফেরা হয়নি অনেক ঢাবি শিক্ষার্থীর। কেউ হয়তো নিবেন চাকরির প্রস্তুতি, কেউবা স্বজন না থাকায় যাননি গ্রামে। এছাড়া নানা প্রয়োজন কিংবা অনেকে আবার শখের বশেই রয়ে গেছেন প্রিয় ক্যাম্পাসে। তবে গত কয়েক বছরের তুলনায় তাদের এবারের ঈদ হবে ভিন্ন। হল কর্তৃপক্ষের নিয়মিত কুরবানীর পাশাপাশি এবার দুই ছাত্র সংগঠন ক্যাম্পাসেই কুরবানীর আয়োজন করেছে। ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চার স্থানে চলবে কুরবানী ও ভূড়িভোজ। এর মধ্যে গণতান্ত্রিক ছাত্রসংসদের অনন্য এক আয়োজন সনাতনীদের জন্য দুই খাসি।

সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, 'গণ-অভ্যুত্থান থেকে শুরু করে সরস্বতী পূজাসহ ক্যাম্পাসের যেকোনো সংকটে, উৎসবে আমরা একসাথে অংশগ্রহণ করেছি, উদযাপন করেছি। ঈদ-উল আজহার ছুটিতে জগন্নাথ হলের অনেক সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা বাড়িতে না গিয়ে হলে অবস্থান করছেন। জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য আমরা ঈদের দিন দুইটা খাসির ব্যবস্থা করেছি। ক্যাম্পাসের সিনিয়ররাই আমাদের এই উদ্যোগে সহায়তা করেছেন৷ জগন্নাথ হলের শংকর দা'র ক্যান্টিনে এ আয়োজন করা হবে। ঈদের দিন দুপুর বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করব।'

গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার যুগ্ম সদস্যসচিব মো. মারুফ হাসান বলেন, 'ঈদ মানে আনন্দ। এই আনন্দের ধারা বজায় রাখতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে গরু কুরবানীর পাশাপাশি আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য খাসির ব্যবস্থাও করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ পরবর্তী সময়ে সহনশীলতার যে পরিচয় দিয়েছে, আমরা বিশ্বাস করি সামনেও তা অব্যাহত থাকবে। আমরা যেমন সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজায় নাড়ুর আশায় থাকি এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি, তেমনি ঈদ উপলক্ষে তাদের সঙ্গে আমাদের আনন্দ ভাগাভাগির একটি মাধ্যম এটি। মধ্যমপন্থার একটি ছাত্রসংগঠন হিসেবে আমাদের এই ধারা সবসময় অব্যাহত থাকবে।'

#বাগছাস

এবার ঈদে ঢাবি ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের কুরবানী আয়োজনজামিউল ইসলাম, ঢাবিপবিত্র ঈদ উল আজহার দিন অর্থ্যাৎ আগামী ৭ জুন ঢা...
04/06/2025

এবার ঈদে ঢাবি ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের কুরবানী আয়োজন

জামিউল ইসলাম, ঢাবি

পবিত্র ঈদ উল আজহার দিন অর্থ্যাৎ আগামী ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক অনন্য আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ইসলামী ছাত্রশিবির। হল কর্তৃপক্ষের পাশাপাশি এবার এই দুই ছাত্র সংগঠনও কুরবানীর আয়োজন করেছে যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে শিক্ষার্থীদের।

এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এক ফেইসবুক পোস্টে জানান, নানান প্রতিবন্ধকতার দরুন অনেক শিক্ষার্থীই ঈদ-উল আজহায় ক্যাম্পাসে থাকবেন, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারবেন না। সেদিক বিবেচনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে একত্রে ঈদ উদযাপনের চিন্তা করেছি। উপযুক্ত প্লেস হিসেবে হল পাড়ার জসীম উদ্দিন হলের মাঠে আমরা একটা গরু কুরবানী করার উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসে থাকা সকল শিক্ষার্থীরা মিলে একসাথে কুরবানী করব, খাওয়া-দাওয়া করব, ঈদ উদযাপন করব। গরু কেনার বিষয়ে ক্যাম্পাসের কয়েকজন সিনিয়র, শুভাকাঙ্ক্ষীর সাথে আলাপ করেছি, তারা সহায়তা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমাদের উদ্যোগের সাথে আপনারা কেউ শামিল হতে চাইলে যোগাযোগ করার অনুরোধ রইলো।

অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবারের ঈদ-উল-আজহায় আয়োজন করতে যাচ্ছে আত ত্বাকওয়া কুরবানী ফেস্ট।
ঢাবি ছাত্রশিবিরের ছাত্রকল্যাণমূলক প্রজেক্ট INSAF (Initiative for Safe and Assured Future) এর ব্যবস্থাপনায় আয়োজন হবে এই কুরবানী ফেস্ট।
ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, 'ছাত্রশিবিরের সকল কালক্রমই শিক্ষার্থীবান্ধব, ইতোমধ্যে হেলথ ক্যাম্প, ইফতার প্রোগ্রাম ও ঠান্ডা পানির রেফ্রিজারেটর স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। সামনে ঈদ উল আজহা, ঈদের এই আনন্দময় সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নানা কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না, সেইসব শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং এক ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে আমাদের এই ছোট্ট আয়োজন। সকলের দোয়া ও সহোযোগিতায় আমরা ঈদের আনন্দ একসাথে ভাগ করে নিতে চাই।'

ইনসাফের পরিচালক ও ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার জানান, আগামী ৭ জুন ২০২৫ তথা ঈদুল আজহার দিনে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভেন্যু– মুহসীন হল খেলার মাঠ ও কার্জন হলে আয়োজিত হবে আত ত্বাকওয়া কুরবানী ফেস্ট ২০২৫– যেখানে আমরা পশু কুরবানী পরবর্তী মেজবানী দুপুরে অংশ নিব।
তিনি আরও জানান, আমাদের হল প্রতিনিধিগণ প্রত্যেক হলের প্রত্যেক রুমে ঈদের দিন যে সকল শিক্ষার্থী হলে অবস্থান করবেন তাদের নিকট আমাদের দাওয়াতনামা পৌঁছে দিবেন। দাওয়াতনামা সাথে নিয়ে নির্ধারিত সময়ে শিক্ষার্থীগণ নিকটতম বা সুবিধাজনক ভেন্যুতে এসে আমাদের সাথে শামিল হতে পারবেন।

#বাগছাস #শিবির #ঢাকা_বিশ্ববিদ্যালয়

03/06/2025

কুড়িগ্রামের দুর্গাপুর হাটে কুরবানীর গরু

#কুরবানী

Address

Dhaka

Website

https://universalvoice24.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Universal Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share