31/12/2023
দীর্ঘদিন ক্ষমতায় থেকেও যদি আপনি আঞ্চলিক শান্তি রক্ষার্থে কোন বিশেষ ভূমিকাই নিতে ব্যার্থ হন, তবে স্বইচ্ছায় ক্ষমতা ত্যাগ করা আপনার উচিত ছিল।
যাই হোক এর উল্টোটা দেখা যাচ্ছে। এখন কাকে ভরসা করা যায় ? এটাই কি গনতন্ত্র?
যারা আওয়ামী লীগ করে তারা দল খারাপ হলেও তাই করে যারা বিপরীত বা ভিন্নটা করে তারাও একই রকম আচরণ প্রদর্শন করে। এজন্যই কি গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এটাই আমাদের রাজনীতি আর এটা এমনি হবার কথা ছিল?
আপনি নিজে ক্ষতিগ্রস্ত তাও আপনি এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না, নিছক কিছু স্বার্থের জন্য পা চাটা থেকে নিজেকে স্বাধীন করতে পারছেন না।
সুযোগ ও ক্ষমতাটা পেয়ে গেলেই একেকজন হয়ে উঠে অসাধারণ ধরাছোঁয়ার বাইরের অভিজাত শ্রেণির একজন। নির্বাচনের আগে যেমন দোয়ারে দোয়ারে ঘুরেন আপনার আচরণ একইরকম থাকা উচিত ছিল শেষ পর্যন্ত।
রাজনৈতিক নেতা হিসেবে আপনার কোন গুণটা আছে বিশেষ ভাবে হিসেব করেছেন?
আর আপনি জনগণ আপনার কি দায়িত্ব?
কেউ একজন ৫০০/১০০০ টাকা দিয়ে আপনার ভোট কিনে নিতে পারে বাহ!! আবার শান্তি আর উন্নতি কামনা করেন , আপনিতো নির্বোধ মূর্খ ও অসভ্য। আপনি নিজেই আঙুলের টিপসই সিগনেচার করে সকল দায়-দায়িত্ব কাওকে দিয়ে এসেছেন। এখন সে টাকা সম্পত্তি মেরে খেলেও আপনিই দায়ী।
আরেকদল বসে আছে হা করে বহুদিনের উপোস কবে সুযোগ হবে আর খাবে। তোমাদের রেকর্ড সকলেই জানে। বলতে পারো এবার তোমরা খাওয়া বন্ধ করো আমরা খাই। এরা হয়ত নিজেদেরকে বুজুর্গ মনেকরে🥴।
ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন ও ভোটের জন্য প্রস্তুতি নিন। দেখে পথ চলুন সাবধানতা অবলম্বন করুন।
এই হচ্ছে রাজনীতি আর গনতন্ত্র।