Akib TV

Akib TV AkibTV Official Page. www.youtube.com/akibtv

we make,,
1. short film
2. short Drama
3. Short Joks &

01/11/2024

একটি দোষ আপনার সকল গুণ গ্রাস করতে পারে!

যার যেমন সামর্থ্য আছে দয়াকরে বর্তমান বন্যা কবলিতদের সহযোগিতা করুন। বিকাশে করা যায়। যদি পদ্ধতি না জানেন আমার সাথে যোগাযোগ...
23/08/2024

যার যেমন সামর্থ্য আছে দয়াকরে বর্তমান বন্যা কবলিতদের সহযোগিতা করুন। বিকাশে করা যায়। যদি পদ্ধতি না জানেন আমার সাথে যোগাযোগ করবেন।🤝

বাহ🥴
29/04/2024

বাহ🥴

সরেন গায়ে পানি লাগবো।🫵
05/03/2024

সরেন গায়ে পানি লাগবো।🫵

এক ভয়ঙ্কর গল্পের সাথে সাতমারা গাঙয়ের কাহীনি। Vlog 10 | বাঁশগাড়ির পরিবেশ ও প্রকৃতী নিয়ে । AkibTV
12/01/2024

এক ভয়ঙ্কর গল্পের সাথে সাতমারা গাঙয়ের কাহীনি। Vlog 10 | বাঁশগাড়ির পরিবেশ ও প্রকৃতী নিয়ে । AkibTV

সুন্দরী বাঁশাগাড়ির এক চিলতে রূপ তুলে ধরার চেশটা করলাম। অনেকেই এধরণের অর্গানিক আঞ্চলিক গ্রামবাঙ্গলার পরিবেশ প্র...

02/01/2024

আহারে ক্ষিরা খাওয়া 🥴

31/12/2023

দীর্ঘদিন ক্ষমতায় থেকেও যদি আপনি আঞ্চলিক শান্তি রক্ষার্থে কোন বিশেষ ভূমিকাই নিতে ব্যার্থ হন, তবে স্বইচ্ছায় ক্ষমতা ত্যাগ করা আপনার উচিত ছিল।

যাই হোক এর উল্টোটা দেখা যাচ্ছে। এখন কাকে ভরসা করা যায় ? এটাই কি গনতন্ত্র?

যারা আওয়ামী লীগ করে তারা দল খারাপ হলেও তাই করে যারা বিপরীত বা ভিন্নটা করে তারাও একই রকম আচরণ প্রদর্শন করে। এজন্যই কি গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এটাই আমাদের রাজনীতি আর এটা এমনি হবার কথা ছিল?

আপনি নিজে ক্ষতিগ্রস্ত তাও আপনি এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না, নিছক কিছু স্বার্থের জন্য পা চাটা থেকে নিজেকে স্বাধীন করতে পারছেন না।

সুযোগ ও ক্ষমতাটা পেয়ে গেলেই একেকজন হয়ে উঠে অসাধারণ ধরাছোঁয়ার বাইরের অভিজাত শ্রেণির একজন। নির্বাচনের আগে যেমন দোয়ারে দোয়ারে ঘুরেন আপনার আচরণ একইরকম থাকা উচিত ছিল শেষ পর্যন্ত।

রাজনৈতিক নেতা হিসেবে আপনার কোন গুণটা আছে বিশেষ ভাবে হিসেব করেছেন?

আর আপনি জনগণ আপনার কি দায়িত্ব?

কেউ একজন ৫০০/১০০০ টাকা দিয়ে আপনার ভোট কিনে নিতে পারে বাহ!! আবার শান্তি আর উন্নতি কামনা করেন , আপনিতো নির্বোধ মূর্খ ও অসভ্য। আপনি নিজেই আঙুলের টিপসই সিগনেচার করে সকল দায়-দায়িত্ব কাওকে দিয়ে এসেছেন। এখন সে টাকা সম্পত্তি মেরে খেলেও আপনিই দায়ী।

আরেকদল বসে আছে হা করে বহুদিনের উপোস কবে সুযোগ হবে আর খাবে। তোমাদের রেকর্ড সকলেই জানে। বলতে পারো এবার তোমরা খাওয়া বন্ধ করো আমরা খাই। এরা হয়ত নিজেদেরকে বুজুর্গ মনেকরে🥴।

ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন ও ভোটের জন্য প্রস্তুতি নিন। দেখে পথ চলুন সাবধানতা অবলম্বন করুন।

এই হচ্ছে রাজনীতি আর গনতন্ত্র।

17/12/2023

ধিরে ধিরে বয়স বেড়ে যাচ্ছে হারাচ্ছি একের পর এক অভিভাবক বন্ধুবান্ধব পরিচিতজন ও হারিয়ে যাচ্ছে আমাদের সময়।

অল্প কিছুদিনের পার্থক্য মাত্র আমরাও একই পথের পথিক। কখন যে ফাইনালের ডাক আসে! অবাক লাগে সবই।

19/11/2023

খেলা দেখতেছিলাম অনুপ্রেরণায় ভালোই খেলছিল। উঠে আসলান এমনিতেই হেরে যাচ্ছে ইন্ডিয়া।🥴

এখানে ঘুরতে আসবেন??
03/11/2023

এখানে ঘুরতে আসবেন??

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akib TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akib TV:

Share