Al Amin

Al Amin এখানে দ্বীনি আলোচনা, মানব সেবা ও ইসলামিক বিনোদন নিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ

04/09/2025

আশরাফুল উলুম কৈলাটি মাদ্রাসা'র
হেফজ বিভাগ বৃহস্পতিবার মাগরিব বাদ ক্লাস,
তাই ছাত্র কমে।

20/08/2025
🌙🕋 ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা 🕋🌙আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!ত্যাগ ও কোরবানির মহিমান্বিত বার্তা নিয়ে ফিরে এলো পবিত...
06/06/2025

🌙🕋 ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা 🕋🌙

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

ত্যাগ ও কোরবানির মহিমান্বিত বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা।
এই ঈদ আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মহান আদর্শ।
আসুন, আমরা কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই।

🕋 আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আল্লাহ আমাদের সবার ত্যাগ কবুল করুন এবং জীবনভর নেক হেদায়েতের পথে পরিচালিত করুন। 🤲

ঈদ মোবারক! 🌙🐐

29/05/2025
27/05/2025

#নিচে #কুরবানির_পশু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা দেওয়া হলো, যা সকল মুসলমানের জানা জরুরি:

১. কুরবানির যোগ্য পশু

কুরবানির জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি হালাল চতুষ্পদ পশু হতে হবে।

পশুকে নির্দিষ্ট বয়স সম্পূর্ণ করতে হবে:

ছাগল/ভেড়া/দুম্বা: কমপক্ষে ১ বছর (তবে যদি ছয় মাসের ভেড়া দেখতে একবছরের মতো বড় হয়, তাহলে তা চলবে)

গরু/মহিষ: কমপক্ষে ২ বছর

উট: কমপক্ষে ৫ বছর

২. পশুতে কোন দোষ থাকা চলবে না

কুরবানির পশুতে নিচের যেকোনো একটি দোষ থাকলে তা কুরবানির উপযুক্ত নয়:

এক চোখে অন্ধ

খুবই দুর্বল বা রুগ্ন

এক পা কানা বা খুঁড়িয়ে হাঁটে

কানের একদম অগ্রভাগ কাটা (অল্প কাটা হলে চলবে)

পশুর দাঁত একেবারে পড়ে গেছে (সব পড়ে গেলে চলবে না)

জন্মগতভাবে কান বা লেজ না থাকা (অস্বাভাবিক হলে অযোগ্য)

৩. একাধিক ব্যক্তি কুরবানিতে অংশগ্রহণ

গরু বা উটে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে, কিন্তু সকলের নিয়ত কুরবানি বা সদকা ফি সাবিলিল্লাহ হতে হবে।

কারো নিয়ত শুধু মাংস খাওয়া হলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে।

৪. কুরবানির সময়

ঈদুল আযহার নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময় কুরবানির সময়।

গ্রামে যেখানে ঈদের জামাত হয় না, সেখানে ঈদের সময় হওয়ার পর কুরবানি করা যাবে।

17/05/2025

#কুরবানির_ইতিহাস_ও_শিক্ষা

কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি আত্মত্যাগ ও আনুগত্যের এক অনন্য নিদর্শন। ইসলামের ইতিহাসে কুরবানির সূচনা হয় হজরত ইব্রাহিম (আঃ) ও তাঁর পুত্র ইসমাইল (আঃ)-এর মাধ্যমে, যখন ইব্রাহিম (আঃ) আল্লাহর নির্দেশে তাঁর পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হন।

কুরবানির মূল শিক্ষা কী?

আত্মসমর্পণ: আল্লাহর আদেশ মেনে নিঃশর্তভাবে আত্মত্যাগ করা।

ত্যাগ ও সহনশীলতা: পার্থিব মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

সমাজকল্যাণ: কুরবানির মাংস গরিব ও অসহায়দের মধ্যে বিতরণের মাধ্যমে সমাজে সমতা প্রতিষ্ঠা করা।

আসুন, আমরা কুরবানির প্রকৃত শিক্ষা অনুধাবন করে আত্মশুদ্ধি ও মানবসেবায় নিজেদের উৎসর্গ করি।

ঈদুল আজহা মোবারক!

#কুরবানি #ইসলাম #ঈদুলআজহা #ত্যাগ #ইব্রাহিমআঃ #ইসলামিক_শিক্ষা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share