Raduan Ahmed Rony

Raduan Ahmed Rony Hello,my self Raduan Ahmed Rony.I can create logo,banner for your business or services.

বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর জীবন শুধুমাত্র লেখাপড়ার মাঝেই সীমাবদ্ধ নেই । বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ছাত্র জীবন থে...
24/09/2024

বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর জীবন শুধুমাত্র লেখাপড়ার মাঝেই সীমাবদ্ধ নেই । বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ছাত্র জীবন থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্যারিয়ারের জন্য যুদ্ধ। সাধারণত ছাত্র জীবনে লেখাপরার পাশাপাশি একজন ছাত্রের আরো নানাবিধ কাজে অর্থের প্রয়োজন হয়। এই সময়টা এমন একটা সময় আমরা চাইলেও সকল প্রয়োজনের জন্য টাকা পরিবারের কাছ থেকে চাইতে পারেনা। হয়তোবা নতুন একটা জিনিস কিনতে ইচ্ছে করলো কিন্তু পরিবারের কাছে টাকা চাইতে হয়তোবা নিজের কাছেই বাধো বাধো ঠেকলো, কারণ তারা এমনিতেই আমাদের পড়াশোনার পেছনে অনেক টাকা-পয়সা খরচ করেন, আবার নিজের কম রেজাল্টের কথা ভেবে চুপসে যাই। বর্তমান সময়ে উপার্জনের জন্য সবচাইতে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং ( ঘরে বসে আয়) কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় মুক্তপেশাজীবী এ ধরণের কাজে কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে, এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেট ভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
এখন আপনি যদি ছাত্র হয়ে থাকেন এসএসসি /এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন আপনার এই সোনালী সময়টাকে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন ফ্রিল্যান্সার।
আয় করতে পারেন নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং দেশের জন্য এটি বিশেষ ভূমিকা পালন করতে পারবেন ইনশাআল্লাহ।
আপনার একটি সঠিক সিদ্ধান্তই হতে পারে আপনারfollowerুন্দর একটি ভবিষ্যৎ।
ধন্যবাদ। 🌹🌹

Address

Kaji Nozrul Islam Shoroni
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Raduan Ahmed Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share