Chandpur TV Live

Chandpur TV Live Chandpur TV Live is committed to give you latest updates, news, views, entertainment and what not.

22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব-তো এমনি হয়!❤️‍🩹

মাইলস্টোনে দূ-র্ঘট-নার পর বেঁ'-চে যাওয়া একজন
ছাত্র তার আহ-ত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা-য়ার ব্রি-গে*ডের অ'ফিসার বাঁ-ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা-রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ-তদে-হ দেখে ফায়ার ব্রি-গে-ডের অ-ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ-ল্য নেই।
সে মা-রা গেছে।

ছাত্রটি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী-বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞। (cp)

22/07/2025

২০ শিক্ষার্থীকে বাঁচানো সেই শিক্ষিকা
মাহরিন ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি...

#জিয়াউর_রহমানের_ভাতিজি #শিক্ষিকার_বীরত্ব িক্ষার্থী_উদ্ধার

22/07/2025

হারানো / নিখোঁজ বিজ্ঞপ্তি...
নাম: সিয়াম আহমেদ
বয়স: ১২ বছর
গায়ের রং: শ্যামবর্ণ
বাবার নাম: নাসির মোল্লা
দাদার নাম: নুর মোহাম্মদ মোল্লা
ঠিকানা: মোল্লা বাড়ি, মধ্য লুধুয়া, মতলব উত্তর চাঁদপুর।

লুধুয়া আহমদিয়া মাদ্রাসা থেকে আজ ২২ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় পালিয়ে যায়, এর পর পর খোঁজা শুরু হয়, এখনো কোনো খোঁজে পাওয়া যায়নি। পোস্টটি শে-য়ার করে সিয়াম আহমেদকে খুঁ-জে পেতে সহযোগিতা করুন।

#মতলব #নিখোঁজ

22/07/2025

আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে বলেছিল, "ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি।"

মনসুর হেলাল, নি-হ-ত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী...

22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি। 🇧🇩
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি। 🇧🇩

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। 🇧🇩

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।” 🇧🇩

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী। 🇧🇩

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে। 🇧🇩

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে। 🇧🇩

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমীন।।। 🙏

©Ma'ruf Raihan Khan

22/07/2025
21/07/2025

পাশের আরব দেশগুলোর মুসলিমরা খাবার অপচয় করে ডাস্টবিনে ফালাচ্ছে আর ফি-লি-স্তি-নের গা-জায় ক্ষুধার তাড়নায় মানুষ মা-রা যাচ্ছে। হে আল্লাহ তুমি মানুষকে সহীহ বুঝ দান করো ও গা-জা-বাসীকে রক্ষা করো। আমীন।।।

21/07/2025

Address

Gazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur TV Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chandpur TV Live:

Share