26/07/2025
শুভ জন্মদিন, সজীব ওয়াজেদ জয় ভাই।
আপনার সঙ্গে আমার পরিচয় বহুদিনের, সেই শৈশবকাল থেকে, যখন সম্পর্কের পরিমাপক ছিল না রাজনীতি, নেতৃত্ব বা ক্ষমতার হিসাব—ছিল কেবল আন্তরিকতা, হৃদ্যতা ও নিঃস্বার্থতা।আপনি সবসময়ই আমার কাছে একজন বিনয়ী, মেধাবী ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত—রাজনীতির ভেতরে হোক বা বাইরে।
আজ আপনার জন্মদিনে, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ জন্মদিন।
জেনে রাখুন, অনেকেই আছেন—যাঁরা হয়তো হৃদয়ের গহীন থেকে আপনার জন্য শুভকামনা বয়ে বেড়াচ্ছেন, কিন্তু সময় বা পরিস্থিতির কারণে তা প্রকাশ করতে পারছেন না। আবার কেউ কেউ পরিস্থিতির প্রতিকূলতায় নীরব থেকেছেন বা নিজস্ব পথ খুঁজে নিচ্ছেন, আবার সুযোগ বুঝে ডুবও দিয়েছেন।
তবে আমি বিশ্বাস করি, প্রকৃত বিশ্বস্ততা এবং নির্ভরতার মানুষেরা কেবল সুসময়েই নয়, কঠিন সময়েও পাশে থাকে। সেই বন্ধনেই আজ আমি আপনার জন্য শুভকামনা জানাতে এসেছি—হৃদয় থেকে, নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে।
আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার জীবন হোক সুস্থ, সমৃদ্ধ ও সফলতায় ভরপুর।
ধন্যবাদ।