Hedden team Fans

Hedden team Fans Together, we make humanity stronger.
(1)

31/10/2025

শাকিব খানের কাছ থেকে স্পেশাল গিফট দিয়েছিল

30/10/2025

আজকে ধানমণ্ডি ১১/এ থেকে 'রমজান' বাসে করে আমার ভাগ্নি ও স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর আসার পথে বাসে এক শাহবাগি উঠে। উনার কাছে টাকা না থাকায় উনি হেল্পারকে ফ্রি আনার জন্য বলেছিলেন। তিনি হেল্পারকে হয়ত রুডলি/ আক্রমণাত্নক কিছু বলেছিলেন যে কারণে হেল্পার ভাড়া তুলার সময় এসে বললেন যে মুরুব্বিদের সম্মান করতে। তারপর অই মহিলা উনার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তারপর হেল্পার বললেন যে যেমন চেহারা তেমন পোশাক আর তেমন ব্যবহার। এরপর উনি উত্তেজিত হয়ে বিকট শব্দে চিল্লাচিল্লি শুরু করেন। এবং অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করেন।

বাসের এক ছেলে আর এক আপু উনার প্রতিবাদ করা শুরু করলে আরও অনেকেই উনার প্রতিবাদ করেন। উনি বার বার বলতে থাকে যে আমারে জাজ করার আপ্নারা কে(!) এবং ধানমণ্ডি ১৫ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত চিল্লাচিল্লি করতে থাকেন। এরপর বসিলার কাছাকাছি এসে বাস অলমোস্ট খালি হয়ে গিয়েছিলো তখন সে নামার সময় হেল্পারের ছবি তুলতে নিয়েছিলো। এবং মকারি করে বলছিলো -"একটু হাসো(!)" এরপর হেল্পার কিছু বললে তাকে খুবই বিশ্রী ভাষায় বাবা-মা তুলে গালাগালি করতে থাকে আর বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। (ভিডিওতে) এরপর আমাকে ভিডিও করতে দেখে আমার উপর চড়াও হয় এবং আমাকে ভিডিও ডিলিট করতে বলে। তারপর আমি বলি যে আপনি হেল্পারের ছবি তুলেন আর আমি ভিডিও করলেই দোষ। আমার সাথে তর্কে না পেরে আমাকে হুমকি দিতে থাকে আর আমার জামা টেনে ধরে। পরে আমার স্ত্রী আমাকে ছাড়াতে গেলে তারও হিজাব টেনে ধরে আর আমার ছোট ভাগ্নির সাথে হাতাহাতি হয়। পরে এক আন্টির সহায়তায় ওর থেকে ছাডিয়ে আমরা নেমে পড়ি। পুরো ঘটনয়ায় তারা খুবই ভীত আর আতংকিত হয়ে পড়েছিলো। আমার স্ত্রী আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলো, এই ঘটনায় উনি আরও অসুস্থ হয়ে পড়েছে। এদের দৌরাত্মের শেষ কোথায়? আপনাদের কাছে অনুরোধ, এসব আক্রমণাত্মক শাহবাগিদের যেখানেই পান প্রতিহত করুন। তারা যে আইডিওলোজি ধারণ করুক তাতে আমার আপত্তি নেই কিন্তু তারা যা করে এটা সত্যিই নিন্দাজনক।

(পুরুষতত্ত্ব গ্রুপ থেকে)

#ধানমন্ডি #মোহাম্মদপুর #শাহবাগি_সন্ত্রাস

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।কেনো নেন নি?শোনেন ঘরে আম...
30/10/2025

'রিক্সাওয়ালা জানালেন আজ পাঁচ কেজি চাল, দু’কেজি ডালের একটা ত্রাণ প্যাক পেয়েছিলেন, তিনি তা নেন নি।
কেনো নেন নি?
শোনেন ঘরে আমার এখনো দশ কেজি আছে, বাপ-বেটির আরো দশ দিন যাবে। আমি যদি নেই তো যার ঘরে নাই তার কী হবে!

এমন বিবেকবান রিক্সাওয়ালা!
হ্যাঁ!
তার কারণ তিনি স্ব-শিক্ষিত! তার একমাত্র কন্যা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছে। মেয়ের বয়স যখন ৬/৭ তখন তার স্ত্রী মা--রা যায়। মেয়েকে বুকে আগলে রেখে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। মেয়ের অমর্যাদা হবে ভেবে উত্তরা থেকে এসে তেজগাঁও-মগবাজার এলাকায় রিক্সা চালান। এখনো নিজে রান্না করে মেয়েকে খাইয়ে কাজের জন্য চলে আসেন।❤️

এমন বাবার প্রতি শ্রদ্ধা তো রাখাই যায়!
কাজ ছোট হলেই মানুষ ছোট হয় না!!💔

29/10/2025

Girls are always winner 🤡

29/10/2025

প্রিয় মানুষ কে খুশি রা'খ'তে চাকরি ছে'র বেকার হওয়ার পরে অন্যের হাত ধ'রে চলে গেল একা করে আমাকে 😭😭

29/10/2025

নারায়ণগঞ্জ কোর্টে — বাবাকে মারছে, ছোট্ট ছেলে বাবার পিছে পিছে দৌড়াচ্ছে!

28/10/2025

আমরা ধানের শীষে ভোট দিলে জান্নাত পাবো 😁😁😁😁

28/10/2025

কুকুর মানুষ খাচ্ছে সত্যি অবিশ্বাস্য ঘটনা।

28/10/2025

বান্ধবী ললিতারা 🐸🤣

28/10/2025

গাজীপুরের কাপাসিয়ার নলগাঁও গ্রামে সম্পত্তির জন্য হাত পা বেঁধে বাবাকে জবাই করার প্রস্তুতি।
সম্পত্তির জন্য মানুষ এমন নরপশু হতে পারে আমার জানা ছিল না।



মানুষের বিয়া সাদি হইতেছে হউক এডা নিয়া কিছু কইতে ইচ্ছা করে না..তবে যারা দুই তিনটা বিয়া করে আমগো এদিকে ঐডারে বিয়ে বলে না হ...
28/10/2025

মানুষের বিয়া সাদি হইতেছে হউক এডা নিয়া কিছু কইতে ইচ্ছা করে না..তবে যারা দুই তিনটা বিয়া করে আমগো এদিকে ঐডারে বিয়ে বলে না হা-ঙা বলে..যাউগ্গা এরা দুইডা বিয়া করছে সব বুঝলাম..

কিন্তু আমার রাসেল পোলাডার কাছে প্রশ্ন..ভাই তুই ঐশির কাছে কি এমন ম-ধু পাইলি ঐডা আমারে একটু বুঝাইস..না মানে তুই ভালো অবস্থানে আছস..সুন্দর একটা পোলা..তুড়ি দিলেই কত মাইয়া পাস..তাহলে তুই ঐশী মতন একটা বা-রো ব্যাটারিরে কেমনে বিয়া করলি..আমার না এ্যান্টেনায় কাজ করে না..মানে এডা কেমনে কি..যে মাইয়া নিজের জামাই থাকতেও ল-ট-র-প-ট-র করছে কয়েকটা লগে..সে মাইয়ারেই বিয়া করলি..

তোর রু-চি-র মায়রে সালাম ভাই 🙂

- তুলন

27/10/2025

সন্তান মায়ের গায়ে হা*ত তুলেছিলো, গ্রাম্য সালিশে সন্তানের ১০০ বেত্রা*ঘাত হয়।
কিন্তু অর্ধেক বেত্রাঘাত করতে না করতেই মা এসে বাধা দেন, আহ্ #মা কী জিনিস।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hedden team Fans posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share