Salman Munna

Salman Munna জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ,
মৃত্যুই সেখানে শেষ কথা নয়!

10/09/2025

ভিপি, জিএস, এজিএসসহ ২৮ জনের মধ্যে মোট ২৩ জন শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

09/09/2025

খু/নি হাসিনার বিচার চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন

09/09/2025

অভিনন্দন
খায়রুল
প্রধানমন্ত্রী পদপ্রার্থী
সভাপতি জনকল্যাণ পার্টি 😅

09/09/2025

একবার রিফ্রেশ মারলে সাদিক ভাই জিতে
আরেকবার রিফ্রেশ মারলে আবিদ ভাই জিতে!

09/09/2025

১. ডাকসু ইলেকশনের রেজাল্ট দিতে দিতে প্রায় রাত ১/২ টা বাজবে।

২. এখনো ভোট গণনা চলছে এবং সেটা সকল কেন্দ্রের বাইরে লাইভ স্ক্রিনিং হচ্ছে।

৩. কোনো কেন্দ্রেরই রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি।

৪. যেসব জায়গায় দেখছেন ঔ কেন্দ্রে অমুক প্রার্থী এত ভোট, তমুক প্রার্থী অত ভোট পেয়েছে এসব গুজব, আর গুজবে কখনো কান দিবেন না৷

৫. ক্যাম্পাসে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি।

৬. ক্যাম্পাসের আসেপাশে বিভিন্ন জায়গায় যেমন পলাশী, নীলক্ষেত, কাটাবন, শাহবাগ এসব জায়গায় বেশ লোকসমাগম দেখা যাচ্ছে।

৭. আর যেকোনো আপডেটের জন্যা আপনারা নিউজ চ্যানেলগুলোর সংবাদ দেখতে পারেন।

- অনেকেই যারা আপডেট জানতে চাচ্ছিলেন -

ঢাবি ক্যাম্পাসের বড় ভাই জানালো❗

09/09/2025

ডাকসু নির্বাচন ফলাফল প্রসঙ্গে একজন আপডেট জানাইলো-
☞ ৩ কেন্দ্রে এগিয়ে রয়েছে ছাত্রদল। কেন্দ্র ৩টি হলো :
১. টেম্পুস্ট্যান্ড
২. বাসস্ট্যান্ড
৩. অটোস্ট্যান্ড

09/09/2025

শেখ হাসিনাও গোপনে জামাত করতো - এটা শুনা শুধু বাকি আছে!😅🙏

08/09/2025

ব্যালট ২১,২২ এ একসাথে ভোট দিয়ে দিয়েছি, এখন কি আমার ভোট বাতিল হয়ে যাবে? 😵‍💫

৫ বছরে ৫ লাখ ৫০ হাজার গাছ লাগিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন!আর তথাকথিত রাজনৈতিক দল ১০টা গাছ লাগালে ১০০ ছবি তুলে মার্কেটিং কর...
06/09/2025

৫ বছরে ৫ লাখ ৫০ হাজার গাছ লাগিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন!

আর তথাকথিত রাজনৈতিক দল ১০টা গাছ লাগালে ১০০ ছবি তুলে মার্কেটিং করে। একটা মরা গাছ লাগানোর পর যেমনে চিপকায় ধরে ছবি তোলে গাছের জান ওখানেই শেষ। কোন প্লান, পরিকল্পনা নাই। কোনো রকম গাছ লাগিয়ে প্রেস বিফিং করে লাপাত্তা। 'গাছ চর্চা' বলতে যে একটা জিনিস আছে এটা এরা ভুলে যায়।

29/08/2025

নুরুল হক নুরের মতো জাতীয় পর্যায়ের নেতাকে যদি এইভাবে আ'হত করা হয়, সাধারণ কেউ হলে যে রীতিমতো মে রে ফেলবে তা তো বোঝাই যায়।

কী ভয়ানক অন্ধকারের দিকে চলে যাচ্ছে দেশ আর দেশের রাজনীতি!

29/08/2025

কই আর সৈরাচার মুক্ত হলো
পেটুয়া বাহিনী এখনো পেটাচ্ছে

আওয়ামী লীগ ও হাসিনার বি টিম জাতীয় পার্টি মিলে আজ কিছুক্ষণ আগে নুরুকে হত্যার উদ্দেশ্যে মেরে রক্তাক্ত করে ফেলল। এ যাত্রায...
29/08/2025

আওয়ামী লীগ ও হাসিনার বি টিম জাতীয় পার্টি মিলে
আজ কিছুক্ষণ আগে নুরুকে হত্যার উদ্দেশ্যে মেরে রক্তাক্ত করে ফেলল। এ যাত্রায়ও মরতে মরতে হয়তো সে বেঁচে যাবে।
আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক।

বিকাশ নুরু ডাকতে ডাকতে এই ছেলেটাকে আপনারা হত্যাযজ্ঞ করে ফেললেন শেষ পর্যন্ত।

এই ছেলেটা ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই করেছে খুনি হাসিনা ও তার রেজিমের বিরুদ্ধে ।

এককভাবে সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে মনে হয় এই ছেলেটাই।সেই ২০১৮ সাল থেকে শুরু।

জুলাই বিপ্লবের পরও, হাসিনা রেজিমার পতনের পরও, আজকে তাকে সবচাইতে বেশি রক্তাক্ত হতে হলো।
সবচাইতে অকৃতজ্ঞের মতো আচরণ করা হয়েছে এই ছেলেটার সাথে। এর ফল একে একে অনেক বিপ্লবীকেও ভোগ করতে হতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salman Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share