19/06/2024
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সাপোর্টিং এন্ড এমপাওয়ারিং এক্টিভিটি টু রুরাল কমিউনিটি (সার্চ) এর সামাজিক সেবামূলক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে শেরপুর জেলার সকল ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
• পদের নাম : ফিল্ড সুপারভাইজার
• পদসংখ্যা : ১ টি
• শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান পাশ
• অভিজ্ঞতা : প্রযোজ্য নয়, তবে ইউনিয়ন সুপারভাইজার হিসেবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• বয়সসীমা : ২৫ থেকে ৪০ বছর
• বেতন : ১০,০০০ - ১৫,০০০ টাকা
• অন্যান্য সুবিধা : উৎসব ভাতা (০২টি), প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা
• আবেদনের শেষ সময় : ৩০/০৬/২০২৪ খ্রিঃ
--------------------------------------------------------------
• পদের নাম : ফিল্ড অফিসার
• পদসংখ্যা : ৫০ টি
• শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ বা তদুর্ধ
• অভিজ্ঞতা : প্রযোজ্য নয়, তবে মাঠকর্মী হিসেবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
• বয়সসীমা : ১৮ থেকে ৩৫ বছর
• বেতন : ৮,০০০ - ১২,০০০ টাকা
• অন্যান্য সুবিধা : উৎসব ভাতা (০২টি), প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা
• আবেদনের শেষ সময় : ৩০/০৬/২০২৪ খ্রিঃ
-------- আবেদন পদ্ধতি --------
আগ্রহী প্রার্থীগণদের আগামী ৩০/০৬/২০২৪ ইং তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বরারর ইমেইলে
(Email : [email protected]) আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস/মোবাইল কলের মাধ্যমে জানানো হবে।
নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সুপারিশকৃত সকল প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে।
Facebook : https://web.facebook.com/searc.org
Website : https://searc.org/