PES Bangladesh

PES Bangladesh Inside the eFootball. Specially TROLLED based content. Review eFootball and more....

Page of admins from eFootball PES Bangladesh.

I want something just like this.... পেস১৮ এর সেই বিখ্যাত সাউন্ডট্রাকের মতই আমিও মাঝে মাঝে কোনামির কাছে এমন কিছুই চাই৷ 💙দ...
05/09/2025

I want something just like this.... পেস১৮ এর সেই বিখ্যাত সাউন্ডট্রাকের মতই আমিও মাঝে মাঝে কোনামির কাছে এমন কিছুই চাই৷ 💙

দেশি একটা বিজ্ঞাপন আছে। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই ভালো। হ্যা ভাই আসলেই ভালো। হালের কস্টাকুয়ের্টা,টনি এডামস,বাতিস্তুতা,নাকাটা অনান্য এদের মত ফ্রি বাট নট ফ্রি লিগেসি-ধারী অন্যতম আরেক প্লেয়ার ডিয়েগো ফোরলান। ফরলান না বলে তাকে স্কোরলান বলাই যায়। কি দুর্দান্ত, অপ্রতিরোধ্য। কোনামির প্রতি মাঝে মাঝে কৃতজ্ঞতা না দেখাইলেই না হয়।

আচ্ছা, যারা কার্ডটা পেয়েছেন কিংবা নিয়েছেন তারা কি জানেন এটা কত সাল বা কোন বিশ্বকাপের কার্ড? ভাই আগেই বলে নেই, কোনামি কিন্তু সবসময় একটা সিস্টেমিটিক উপায়ে সব কিছু পরিচালনা করে। গেম্পলে থেকে শুরু করে প্লেয়ার এড ইত্যাদি সব।

আসুন একটু ইতিহাসে ফিরি। ২০১০ বিশ্বকাপ। দুর্দান্ত দুর্দান্ত ন্যাশনাল টিম এবং তাদের প্লেয়ার। যদিও আধুনিক ফুটবল কিন্তু আমার কাছে টোটাল ফুটবলটা তখনো ভিন্টেজ। গ্রামে থাকি। সাদাকালো টিভি। বাসায় কেউ খেলা দেখতো নাহ। আব্বা ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুই দলেরই নাম জানতো। আমিও হাতেগোনা কয়েকটা দেশের নাম ছাড়া তেমন কিছুই চিনি নাহ। কোয়ালিফায়ার ম্যাচগুলো রাত ৮-১২ টার মধ্যেও শেষ হলেও লাস্টের নকআউট ম্যাচগুলো ১-৩ টার মধ্যে চলে যায়৷ তাই মোবাইল বিহীন যুগেও রাত ১ টায় উঠে খেলা দেখাটা যদিও খুব কঠিন কাজ ছিলো কিন্তু কিভাবে যেনো উঠে যেতাম।
লাস্টের ম্যাচগুলো একাই দেখেছিলাম। ফাইনালের দিন স্পেন জিতার পরে প্রাইজ সেরিমনিতে ডিয়াগো ফোরলান নামে কাউকে গোল্ডেন বল না যেনো এমন কিছু জিততে দেখলাম। কি জিনিস এটা খায় না মাথায় দেয় সেই সময় বুঝার কোন উপায় ছিলো। গোল, হার- জিত আর আর্জেন্টিনা-মেসি, ব্রাজিলই চিনতাম তখন। যাই হোক পরে যারা বড় ভাই ছিলো তাদের কাছ থেকেই মূলত ফোরলান এবং গোল্ডেন বল এর পরিচয় জানি। আমার কাছে ব্যাপারটা এখনো নস্টালজিক লাগে।💚
জ্বী, ২০১০ এর সেই গোল্ডেন বলজয়ী ফোরলানেরই কার্ড এটা। কি পারফরম্যান্স ই না দেখিয়েছিলো সেবার। দুর্দান্ত সব লং রেঞ্জ শুট, ক্লিনিক্যাল ফিনিশিং, একুরেট সেটপিস, পুরো চোখ ধাধানো। জার্মানির বিপক্ষে সেই ভলি গোলটা এখনো মাঝে মাঝে চোখে ভাসে।এখনো সময় পেলে ইউটিউবে ফোরলানের গোলগুলো
দেখার চেস্টা করি।

আমি নিতান্তই কিপ্টে প্রকৃতির লোক। নিজের প্রয়োজনের টাকাও খরচ না করার চেস্টা করি। আর সেখানে টাকা দিয়ে কয়েন কিনে ড্রিম টিম বানানোর মত সামর্থ্য থাকলেও ইচ্ছা আমার নেই। তাই ১৫০ জনের বক্সে যখন আসে তখন নেয়ার চান্সই ছিলো নাহ।
কিন্তু হঠাৎ করেই যখন কোনামি ফ্রি দিলো তখন খুব করে চাইছিলাম যাতে ফ্রি ড্র তে পাই। কিন্তু অইযে কোনামি। যাই হোক পরে সিলেকশন কার্ড দিয়ে নিছি। ড্রিম প্লেয়ার। একটা খটকা ছিলো, হাজার হলেও ফ্রি কার্ড। প্রথম কয়েক ম্যাচে তাই সত্য হতে লাগলো। কিন্তু কিন্তু। ডাবল টাচের সাথে সোল কন্ট্রোল সেট আপ করে লেফট সাইড CF এ বসাইয়া দিলাম। কাজ শেষ, বিদায় বাংলাদেশ।

মাঝে মাঝে মনে হয় তার ব্লিটজ কার্লার আছে। নাইলে এত একুরেট লং রেঞ্জ কার্লারের মাধ্যমে গোলগুলো যাস্ট দুর্দান্ত। আর কিকিং পাওয়ার? কিছু বলা লাগবে?পেস২১ যারা তার আইকনিক কার্ড খেলাইছেন তারা মোটামুটি জানার কথা ফোরলানের কিকিং পাওয়ার সম্পর্কে। মারাত্মক ভাই মারাত্মক।

ভাই বেশি বকবক করে ফেলছি। Double Touch, Sole Control আর হাতে গোনা কিছু স্কিল দিলেই হবে। সব মনে নাই ভাই। নাহলে বলে দিতাম।

ও হ্যা। একটা প্রেডিকশন বলে দেই। মিলাইয়া নিয়েন। সামনের যে ফোরলানের কার্ড আসবে সেটা অবশ্যই অবশ্যই Blitz Curler & Phenomenal Finishing ই দিবে দেইখেন।

এখন বলেন কে কেমন পারফরম্যান্স পাচ্ছেন তাকে খেলিয়ে?

বি.দ্র.- মোটামুটি রচনা লেখার জন্য দু:খিত।

খুব করে ভিয়েরি চাইছিলাম। পারফেক্ট প্লেয়ার। ২০০০ কয়েন ছিলো। লাস্টের ৯০০ তে গ্লিচ এনিমেশন এ পাইলাম। যেহেতু আগের ক্যানাভারো...
01/09/2025

খুব করে ভিয়েরি চাইছিলাম। পারফেক্ট প্লেয়ার।
২০০০ কয়েন ছিলো। লাস্টের ৯০০ তে গ্লিচ এনিমেশন এ পাইলাম। যেহেতু আগের ক্যানাভারো গিফট কার্ডে দিছিলো তাই এটা স্ট্যাবল হবে আশাকরাই যায়।

পুরো মারাত্মক একটা বক্স। ৩ টা কার্ডই পারফরম্যান্স বেইসড 🤟
কয়েন থাকলে ড্র দিতে পারেন।

ভালোই পাইলাম। কি কন? বারেসি চাইছিলাম। ব্যাপার নাহ।সবচেয়ে বড় কথা, ট্রেজার শেয়ার এর জন্য কাউকে বলা লাগে নাই। অনলাইন খেলছি ...
30/08/2025

ভালোই পাইলাম। কি কন?
বারেসি চাইছিলাম। ব্যাপার নাহ।

সবচেয়ে বড় কথা, ট্রেজার শেয়ার এর জন্য কাউকে বলা লাগে নাই। অনলাইন খেলছি Golden Goal. ৪ টা খেলছি যার তিনজনেরই স্পেশাল বক্স ছিলো। ক্লেইম করে নিছি। কাজ শেষ, বিদায় বাংলাদেশ।

কে কি পাইলেন?

My life my rule 🫡© from Somewhere.
27/08/2025

My life my rule 🫡

© from Somewhere.

15/08/2025

Whattaaa... Gameplay... 🐸

পুরাই উঙ্গা-ভুঙ্গা 🙃

13/08/2025

Everlasting voice and facts 💙

I pomise vai pomise.

সব ভালো তার শেষ ভালো যার 🤟শেষদিনের শেষ এড দেখে ৫০ কয়েন পাইছি।  আশাকরি ইফুটবল২৬ কয়েন-ময় হবে আমার জন্য। 😌কোনামি আমাদের বাং...
13/08/2025

সব ভালো তার শেষ ভালো যার 🤟

শেষদিনের শেষ এড দেখে ৫০ কয়েন পাইছি। আশাকরি ইফুটবল২৬ কয়েন-ময় হবে আমার জন্য। 😌

কোনামি আমাদের বাংলাদেশ রিজিওনে এই এড দেখার সিস্টেম টা চালু রাখুক। ব্যাপক কাজের একটা জিনিস ছিলো 💙

11/08/2025

#শুনলাম আপডেট আসবে 💀

Proud Moment 🇧🇩💚
09/08/2025

Proud Moment 🇧🇩💚

For the first time ever, Bangladesh enters the FIFAe World Cup 2025 Regional Qualifiers! 🇧🇩

Competing in eFootball Mobile & Console against 90+ nations for a place in the Riyadh Finals.

১৫০০ কয়েনে কেনা আমার সব থেকে সেরা প্যাক 💙মেসি, কুটি রোমেরো আর ডে-পল এই তিন কার্ডের পারফরম্যান্স  🔥
07/08/2025

১৫০০ কয়েনে কেনা আমার সব থেকে সেরা প্যাক 💙

মেসি, কুটি রোমেরো আর ডে-পল এই তিন কার্ডের পারফরম্যান্স 🔥

05/08/2025

Aukat ki bahar babu bhiya 😔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PES Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PES Bangladesh:

Share