Jalal Uddin Rumi

Jalal Uddin Rumi Islamic Scholar, Lecturer।

ইমামতির বরকতপূর্ণ (!?) বেতনের নির্মম বাস্তবতা..৬ হাজার টাকা বেতনের ইমাম, অভাব যখন বউ তালাকের কারণ হয়।  আজ গিয়েছিলাম গফরগ...
11/06/2025

ইমামতির বরকতপূর্ণ (!?) বেতনের নির্মম বাস্তবতা..

৬ হাজার টাকা বেতনের ইমাম, অভাব যখন বউ তালাকের কারণ হয়। আজ গিয়েছিলাম গফরগাঁও উপজেলার এক গ্রামীণ সালিশে, আমার বাড়ি থেকে ৪০ কিলো, দূরে ছোটখাটো একটা পারিবারিক সমস্যা দেখতে গিয়েছিলাম নিরপেক্ষভাবে। তবে সেখানে গিয়ে চোখ খুলে দিলো এক করুণ বাস্তবতা।

একজন মসজিদের ইমাম আমাকে ডেকেছিলেন তার পক্ষে কথা বলার জন্য যেহেতু আমিও একজন আলেম সাংবাদিক। তিনি চেয়েছিলেন, আমি তাকে একটু সহানুভূতির চোখে দেখে বউটাকে সহজে ছাড়াছাড়ির ব্যবস্থা করে দেই । আমি ও মাসিক নকিবের সহযোগী সম্পাদক তাশরিফ আহমাদ কে নিয়ে গেলাম সেখানে।

কিন্তু সালিশে বসে যখন তার সংসারের বিবরণ শুনলাম, তখন নিজের অবস্থান বদলে গেল, তাশরিফ ভাইকে মোবাইলে লিখে দেখালাম মেয়েটা নির্যাতিত ও অসহায় এবং জামাই পাগল মেয়ে। শেষে ইমামের বিপক্ষেই রায় দিয়ে চলে আসতে হলো।

এই ইমাম সাহেবের মাসিক বেতন মাত্র ৬ হাজার টাকা। এই টাকায় তিনি একটি সংসার চালান।

চালান মানে—হাঁপিয়ে বেঁচে থাকা।
তার স্ত্রী—একজন পর্দানশীল গৃহিণী,
অসুস্থ হয়েও ঔষধ আনতে পারেন না।
চিকিৎসা করা তো স্বপ্ন।
টানা এক মাস আধা-কেজি সিলবার মাছ ও শুধু চেপা শুটকি আর ভাত খেয়ে কাটিয়েছেন মেয়েটি। ইমাম সাহেব মসজিদে থাকে সেখানেই খায়, সপ্তাহে বৃহস্পতিবার রাতে বাড়িতে যায় ।

এভাবেই দারিদ্র্য তাদের ভালোবাসার ভিত কাঁপিয়ে দিয়েছে। তালাক পর্যন্ত গড়িয়েছে সম্পর্ক। সংসারে অভাব অনটন ঝগড়াঝাটি বাড়িয়ে দিয়েছে। একে অপরের শত্রুর মতো আচরণ করছে।

তবুও, সেই স্ত্রী—সব সহ্য করেও—তার স্বামীকে ছাড়তে চান না।
তিনি তাকে আঁকড়ে ধরে থাকতে চান, কারণ স্বামী আলেম।
কারণ, সেই মানুষটিকে তিনি ভালোবাসেন। বাবার বাড়িতে যখন শুনেছেন স্বামী তাকে তালাক দিবে পাগলের মতো ছুটে এসেছে স্বামীর মসজিদে। হাতে পায়ে জড়িয়ে ধরেছে ক্ষমার আশায়। এটাই সমাধান নয়, পারিবারিক ভাবে ঝগড়া ছড়িয়ে পরেছে। এই বউ রাখবে না, বউয়ের অনেক দোষ।

বউটা কেঁদে উঠে বলে আমি অসুস্থ হলেও উনি একহালি ডিম অথবা ৫ টা ওরস্যালাইন এনে দিতে পারেন না, কিছু চাইলে বলেন উনার কাছে টাকা নাই।

একটা প্রশ্ন বারবার মনে ঘুরপাক খায়—
এভাবে কি কেউ বাঁচতে পারে?
এই সমাজ, এই ধর্মপ্রাণ লোকজন, এই মসজিদের ট্রাস্টি ও কমিটিরা—
সবাই কী চোখে দেখে একজন ইমামকে, যে মাস শেষে মাত্র ছয় হাজার টাকা পায়?

এতটুকু আয় নিয়ে কীভাবে চালানো যায় সংসার? এই মানুষটি কোনো অসুস্থ, কর্মহীন বা অক্ষম নন। তিনি সুস্থ, পরিশ্রমী।
তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান,
মানুষকে ধর্ম শেখান, মৃত্যুর সময় পাশে থাকেন, জানাজা পড়ান, কবর পর্যন্ত যান—
কিন্তু যখন তার স্ত্রীর জ্বর হয়, তখন তার ঘরে প্যারাসিটামল কেনার টাকাও থাকে না।

রাসূলুল্লাহ (সা.) নিজেও পরিশ্রম করতেন, অন্যের বাগানে কাজ করতেন, তাঁর স্ত্রী ছিলেন ঘরের ভেতরে সম্মান নিয়ে বসবাসকারী রমণী। তাঁরা একে অপরের পরিপূরক ছিলেন।ইমাম সাহেব কী অন্য কাজ করতে পারেন না?

কিন্তু আজকের দিনে?
একজন ইমামকে আমরা দিয়েছি শুধু দায়িত্ব,
কিন্তু দেইনি তার জন্য ন্যায্য মর্যাদা,
দেইনি তার স্ত্রীর জন্য সামান্য সম্মান,
দেইনি ভালোবাসা টিকিয়ে রাখার ন্যূনতম সামর্থ্য।

এই সমাজে ইমাম শুধু নামাজ পড়ায় না,
সে একটা পরিবারের একমাত্র ভরসা,
একজন স্ত্রীর আশ্রয়, এক শিশুর নিরাপত্তা।

তাকে ৬ হাজার টাকায় বেঁধে রেখে আমরা তাকে তার সম্মান থেকে বঞ্চিত করি।
আর সেই কষ্টে একদিন ভালোবাসাও শুকিয়ে যায়, সম্পর্কও ফাটল ধরে।

সালিসের শেষ করলাম, হুজুরকে বললাম আপনি ইমামতির পাশাপাশি অন্য কিছু করুন, আর এই মেয়েকে তালাকের কথা বললে মনে করবেন ওর একটা ভাই হিসেবে ওর পাশে আমি আশরাফ দাঁড়াবো। এই কথা শেষ করতেই মেয়েটাকে বললাম রাগ করে চলে যাওয়াটা আপনার অপরাধ ছিলো, বলার সাথে সাথে স্বামী ও শশুরের পায়ে পরে মাফ চাচ্ছে।

সব শেষে তাদের একসাথে মিলিয়ে দিয়ে আসলাম।

আজকের সেই সালিশ থেকে ফিরে আসার পর আমার মনে একটাই কথা বাজছে—
এভাবে চলতে পারে না।
ইমামতির পেশা পবিত্র।
কিন্তু সমাজ যদি এই পবিত্র মানুষগুলোর পেট ভরতে না পারে, তাহলে এই সমাজের বিবেকের ইমামতিও প্রশ্নের মুখে পড়ে যায়।

কপি: Ashraf ali faruki

11/06/2025
07/06/2025

ঈদুল আজহার দ্বীতীয় দিন বরকতময় ফজর আলহামদুলিল্লাহ

আর আমরা আল্লাহর মেহমান! ❤️‍🔥সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ্!
07/06/2025

আর আমরা আল্লাহর মেহমান! ❤️‍🔥
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ্!

07/06/2025

ঈদুল আজহা মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল

দেশে এবং প্রবাসে সকল মুসলিম  ভাই বোনদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।আল্লাহ সকলের কোরবানী ত্যাগ কবুল করুক...
06/06/2025

দেশে এবং প্রবাসে সকল মুসলিম ভাই বোনদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
আল্লাহ সকলের কোরবানী ত্যাগ কবুল করুক..।
আমীন।

18/05/2025

ফজরের বাতাসে যেনো গা*জা*র শহীদদের পোড়া লাশের ঘ্রাণ আসছে।
হে জাজিরাতুল আরবের মোনাফেক শাসকগোষ্ঠী, তোমরা যা করছো তাতে ২০০ কোটি সাধারণ মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে।

15/05/2025

দোয়া কবুলের গল্প | দরুদের বরকত

এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা, যিনি একসময় নামাজহীন, গাফেল জীবনে ডুবে ছিলেন।
তিনি বলেন—
"আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তাম না, দ্বীন নিয়ে ভাবনাও ছিল না। জীবনে শুধু হতাশাই ছিল। চাকরি নেই, সংসারে টানাপোড়েন, আত্মীয়দের কাছে অপমান—সবমিলিয়ে হতাশার অতল গহ্বরে ডুবে যাচ্ছিলাম।
একদিন হঠাৎ করে ইউটিউবে দরুদের ফজিলত নিয়ে একটি লেকচার দেখি। ফজিলত দেখে নিয়ত করলাম, একবার চেষ্টা করে দেখি।
আমি ঠিক করলাম—প্রতিদিন ১০০০ বার দুরুদ পড়ব, ৪০ দিন পর্যন্ত।
প্রথম কয়েকদিনেই মনে হচ্ছিল, ভেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে। অজানা এক প্রশান্তি পেতাম।
দিন যেতে লাগলো। ঠিক ৩৪তম দিনে একটা কোম্পানি থেকে চাকরির কল আসে। যেই চাকরির জন্য আমি আগেও অনেকবার আবেদন করেও ব্যর্থ হয়েছিলাম—এবার একেবারে ডিরেক্ট রিক্রুট!
সেদিন শুধু সেজদায় পড়ে কেঁদেছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করে কেঁদেছিলাম। দুরুদের বরকতে আল্লাহ তায়ালা আমার জন্য অসম্ভব কে সম্ভব করে দিয়েছেন।

আল্লাহ দরুদকে আমার জন্য হিদায়াতের দরজা বানিয়ে দিয়েছেন।
এই দরুদই আমাকে নামাজে ফিরিয়েছে, হতাশা থেকে মুক্ত করেছে, আর প্রমাণ করেছে—দোয়া কবুল হয়, শুধু দরজা ঠিক রাখতে হয়।
আজও আমি ১০০০ দুরুদ পড়ি, তবে আর কোনো চাওয়ার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসার জন্য।
collected

আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ।

16/04/2025

আপনার জীবনে সবচেয়ে বড় নৈতিক পরাজয় কখন হবে জানেন? যখন আপনি কি বলবেন না বলবেন সেটা অন্যজন নির্ধারণ করে দিবে।হে আল্লাহ মানুষের সাধারণভাবে বেঁচে থাকার অধিকার যে কেরে নেয়, তার বিষয় টা আপনার উপর রাখলাম।

12/04/2025

মার্চ ফর গাজায় আজকে থাকছি, বায়তুল মোকাররম টু সোহরাওয়ার্দী উদ্যানে ইন শা আল্লাহ।
আপনি থাকছেন তো?

Address

Dhaka

Telephone

+8801784131258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalal Uddin Rumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share