kanta khan lifestyle

kanta khan lifestyle Daly vlog

02/06/2024

বাবার টাকা সম্পদের
চেযে বাবা বেচে ও কাছে থাকাটা বেসি প্রয়োজন
চিন্তা বাদ দিয়ে ধৈর্য ধরো
সফলতা তোমার ও আসবে,
তবে পরিশ্রম একটু বেসি হবে
ইনশাআল্লাহ তুমি জইয়ি হবেই,

আমার জীবনটা ছোট হলেও
জীবনে ঘটে যাওয়া গল্প গুলো অনেক বড়
বাবা তো বটের ছায়া
গর্ব তো তখনি হয বাবাকে নিয়ে কোন আলোচনা হয়,
আবার যদি কেউ কথায কথায় বলে তোমার বাবা ভালো মানুষ ছিল,
বাবা আমি তোমাকে ভীসন মিচ করছি,,চলে গেছ না ফেরার দেশে
আসবেনা যানি ফিরে

ভালো রাখে যেন আমার রব তোমাকে
দোযা করি এই প্ররন্ত থেকে
বেচে যাদের বাবা মা ভারো রেখো সবাইকে,, দুনিয়ার বালা মছিবত থেকে,
পড়ো পাড়ে গেছেন চলে যেই বাবা মা
দোজগের সান্তি দিও গো মাপ করে

বাবা তোমায় মনে পড়ে
যখন থাকি একা
দুই চক্ষ দিয়ে গড়িয়ে পড়ে পানি
বুক যায় ফাটি
বাবা তুমি আছো মাটি নিচে ছোট একটা ঘরে
আলো বিহিন ঘরে
বাবা আমি ও আসবো তোমারি কাছে,,
দোয়া করি বাবা তোমার কবরের আজাব আল্লাহ তালা দেয় যেন মাপ করে,,,

কান্তা খাঁন

01/06/2024

সুখে থাক তুমি
কান্তা খান

আমি ভুল করিয়া তোরে দিছি কলিজাতে ঠাই,তোর মত বেইমান জগতে নাই,,,বুকেরি পাজরে বসে খাও আমার কলিজা,
কলিজা খাওয়া সেস হলে খাবে আমার স্বপ্ন টা,,সুখে থাকো সুখি হও এটাই আমার চাওয়া বুঝবে তুমি যেদিন সেই দিন হয়তো আর ফিরে পাবে না তুমি আমাকে থাকো অনলাইন আর নতুন নতুন প্রেমিকা নিয়,মেতে হাজারো নারী অনলাইন ডায়মন্ড থাকবে না আর চিরদিন তোমারি হয়ে যাকে কষ্ট দিলে, এ দিন কাঁদবে তোমার স্বপ্ন ভঙ্গবে,তখন তুমি দেখবে কেউ নেই তোমার পাসে যেই রং তামসায় তুমি ছিলে মেতে, সুখে আছো সুখে থাকো এই আমার কামনা তোমার প্রতি নেই কোন আমার অফীযোগ,আছে শুধু আমার বুকে তুমি হারানোর যন্ত্রণা,

31/05/2024

কান্তা খাঁন
আমার তুমি সেই মানুষ,যাকে ভালবাসি, সমস্ত সত্তা দিয়ে তোমাকে হারাবো বলে বলিনি কোন কথা কৃষ্ণচূড়া লাল রঙ এনে তার হয়তো আর হবেনা লাল টুকটুকি শাড়ি পরে তোমার পাশে বসা ভালো থেকো তুমি নিয়ে তোমার বুকের সেই নতুন ভালোবাসা তবে মনে রেখো যতটা ভালোবেসে ছিলাম আমি তোমাকে এতটা ভালোবাসা দিবে না সে নিরবে নিভৃতে বসে একদিন কাঁদবে তুমি আমি যে তোমার ছিলাম দামি ভালো থাকো তুমি আমাকে দিয়ে কষ্ট কোন নারীর বুকে বাধলে মাথা ইচ্ছে ছিল তোমার কাজের ফাঁকে ফাঁকে লাইনেই পড়ে থাকবো দুজনেই প্রেম মেতে ওপাশ থেকে তুমি ছাড়বে বড় বড় দীর্ঘ নিঃশ্বাস এপাশ থেকে আমি বলব কি হয়েছে তোমার আমি তো আছি তোমাকে হারাবো বললে বলিনি কোন কথা ভালোবাসা এমনই হয় একটু দূরে গেলে ছেলেরা সব ভুলে যায়।
ভালো থেকো তুমি সারাটি জীবন ভর তোমার দোয়া ও ভালোবাসা আমি হলাম পর তোমাকে হারাবো বললে জেনেছি আমি নতুন প্রেমে পড়েছ তুমি তবু একবার করিনি কোন প্রতিবাদ ভুল ভেঙ্গে ফিরে আসো যদি তুমি,, ভাঙ্গলো ঠিকই
ভুল না আমার ভালোবাসা আসলে না ফিরে তুমি আমি রইলাম তোমার অপেক্ষায় ফিরে যদি আসো কোনদিনই দেখবে সেখানেই বসে আছি আমি তোমার অপেক্ষায়। মানুষ❤️❤️

24/05/2024

একটা জীবন
কান্তা খাঁন

একটা জীবন এতো ছোট না
স্বপ্ন দেখার মত
স্বপ্ন দেখলাম সেস হয়ে গেল,
এক জীবনে থাকে হাসি আর কান্না
সুঃখ দুঃখের জোয়ার ভাটা,

যে একটা জীবনকে
সঠিক ভাবে চালাতে পাড়ে
সঠিক সময় সঠিক ডিসিসন নিতে পাড়ে
সেই বুঝে এক জীবনের কি মূল্য
নদির ছোট ছোট ঢেউ আসবেই
সেই ঢেউয়ে না পড়ে যদি
নিজেকে তীরে নিয়ে নিজের মত সাজাতে পাড়ে সেই হলো জীবন,
জীবনে চলার পথে আসে পাসে অনেকেই
পাসে থাকে
তাই বলে হাল ছাড়তে নেই
জোযারে আসে আবার ভাটায় চলে যায়
মিস্টি কথায় ভুলতে নেই
যে যতটা মিস্টি তার বাইরে সে ততটাই তিতো

মনে রাখতে হবে আধারের নিচেও ঘুট ঘুটে আধার আছে,,
আধার আছে বলেই আলোর প্রভাব,

আধার আর আলোর মাঝেই থাকুন,
আলো দেখে আনন্দতীন হবেন না,, হটাং ধস পড়ে যেতে পাড়ে,
তিনটি জিনিস থেকে বিরত থাকুন

১, মিস্টি বেবহার দেখে ভুলে যাবেন না
২, আপন মনে করে কাছে নিবেন না অন্তরের ভীতরে বসেই অন্তর কাটবে, দম পযন্ত নিতে দিবে না,
৩, দেখবেন যে আপনাকে ভালো বেসে পুরো দুনিয়া উল্টটি দিচ্ছে,, সেই আমার সময বুঝে মাথায় তুলে আছার মারছে,,,,
সবাইকেই ভালো বাসুন তবে মনের পাচ ওয়াট দিয়ে না,,
ফুল কপি না দিলে বাধা কপি দিন,,, 😭😭😭😭

23/05/2024

কবিতার মত আমার জীবন
পাখির সুরে সুরে বলি কথা
কাব্য কবিতার মত করে,
পথ চলি একা একা,,
মনের মাধরী মিশীসে লিখি কাব্য কবিতা।

নদি জলের, পাখির কোলাটানে,
বলি কথা খলে মনে খাতা,
চোখ মেলে দেখি যা,তাই নিয়ে লেখি কবিতা
কবির মত মন আমার
হাসি খুসি থাকি সাড়া বেলা,,,।

বাংলার মাটি জল কাদা,
মাখি আমার চোখে মুখে আর বুকে,
রঙ্গ বিরঙ্গের ফুল হয়ে ফুটি
গ্রস্ম বা বর্ষায,,,
নদির জলে ভাসি,

কাব্য গড়া জীবন আমার
বলি কথা নিজের মত করে।

✴️✴️ কান্তা খাঁন✴️✴️

20/05/2024

ওগো শুনছো
কান্তা খাঁন৷

ওগো শুনছো
আমি কিন্তু তোমাকেই বলছি
একটি বৃখ করিবো রোপন
নিজ হাতে জমিনে

বৃখের ডালে ফুটিবে ফুল
ধরিবে ফল আল্প কয়েক দিনে
ফুলে বসে গুনজনে
মধু করবে আহরন

ওগো শুনছো
আমি কিন্তুু তোমাকেই বলছি
বারান্দাতে বসে দু জন
করবো প্রেম কুজন
দেখবো খুলে আখি

তুমি আমি বাধীব ঘর
কোন এক নদির তীরে
যেখানে থাকবে পাখির কৃচির মিচির
ফুলের সৌরভ
নদির কোলাটান
ওগো শুনছো
আমি কিন্তু তোমাকেই বলছি
বেস কিছু দিন পড়ে
আসবে আমাদের কোল আলো করে খোকন সোনা
আমাকে ডাকবে মা
তোমাকে বাবা
ওগো শুনছো আমি কিন্তু তোমাকেই বলছি,,

19/05/2024

কবিতার নাম
এত গরম কেন

সূর্যি মামা রাগ করেছে
গরম দিচ্ছে তাই
বৃষ্টি আপুর বিয়ে হয়েছে
তাইতো তিনি আমাদের মাঝে আর নাই

বাতাস বাবুর জ্বর হয়েছে
ওষুধ আনতে গেছে
মেঘ নাকি দাওয়াত খেতে
শশুর বাড়ি গেছে

সূর্যি মামা রাগ করোনা
ঠান্ডা হয়ে যাও এবার
তোমার দেওয়া এত গরম
সহ্য হয় না আর
সূর্য মামা সূর্যি মামা রাগ করোনা আর
আকাশ থেকে কালো করে মিষ্টি দাও বারবার
বৃষ্টি আপু চলে এসো
সবাইকে ঠান্ডা করে দিয়ে যাও
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹কান্তা খাঁন❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

17/05/2024

এইতো আমি,
,,কান্তা খান
এইতো আমি এখনো বেচেই আছি
মরে যেতে বেসি নেইকো বাকি,
কে যানে কবে কখন ডাক পড়বে কবরের,
জীবন আর মরনের মাজ খানে দাড়িয়ে আমি,
দেখা স্বপ্ন, সেস না করা কাজ
কার কাছে যে যন্তনে রাকি
আমি মড়ে গেলে ঝরে যাবে আমার না ফুটা ফুল,
খুব ভেবে চিন্তে আসলাম তোমার কাছে
অ সম্পূন্য কাজ করবে তুমি শেস,
এসে দেখি আমার তুমি নেকো আগের মত
সবি আমার শেস,
তুমি ও হযে গেলে পড়,
আসার আলো নিভে গেল
ঝরে গেলে হাজার ও স্বপ্ন
তুমি ও হারিযে গেলে
শত শত মুখ - মুখোশের ভিরে
আমার আশার আলোর প্রদীব গেলো যে নিভে,,
এই তুমি সেই তুমি কেন এমন হলে????

16/05/2024

জীবন চলার পথে
কে আপন
কে পড় চিনে গেছি
নিজেকে আজ সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি,
কখন কখন কিছু মানুষ এসে সাজানো জীবনটা শূন্য করে
দিযে চলে যায়
আবার কিছু মানুষ আছে সূন্য জীবনকে পরীপূর্ন্য করে দিযে পাসেই রয়ে যায়
এরি নাম জীবন

16/05/2024

কাছে আসো তুমি🥰❤️🫣🤗🤭

28/04/2024

আমাকে বোঝা নাই তো সোজা 😊🤨kanta khan lifestyle 👍👍

27/04/2024

Atai sotti kotha 😔😔😔kanta khan lifestyle 👍👍

Address

Bhujeswar
Dhaka
8021

Alerts

Be the first to know and let us send you an email when kanta khan lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kanta khan lifestyle:

Share