02/06/2024
বাবার টাকা সম্পদের
চেযে বাবা বেচে ও কাছে থাকাটা বেসি প্রয়োজন
চিন্তা বাদ দিয়ে ধৈর্য ধরো
সফলতা তোমার ও আসবে,
তবে পরিশ্রম একটু বেসি হবে
ইনশাআল্লাহ তুমি জইয়ি হবেই,
আমার জীবনটা ছোট হলেও
জীবনে ঘটে যাওয়া গল্প গুলো অনেক বড়
বাবা তো বটের ছায়া
গর্ব তো তখনি হয বাবাকে নিয়ে কোন আলোচনা হয়,
আবার যদি কেউ কথায কথায় বলে তোমার বাবা ভালো মানুষ ছিল,
বাবা আমি তোমাকে ভীসন মিচ করছি,,চলে গেছ না ফেরার দেশে
আসবেনা যানি ফিরে
ভালো রাখে যেন আমার রব তোমাকে
দোযা করি এই প্ররন্ত থেকে
বেচে যাদের বাবা মা ভারো রেখো সবাইকে,, দুনিয়ার বালা মছিবত থেকে,
পড়ো পাড়ে গেছেন চলে যেই বাবা মা
দোজগের সান্তি দিও গো মাপ করে
বাবা তোমায় মনে পড়ে
যখন থাকি একা
দুই চক্ষ দিয়ে গড়িয়ে পড়ে পানি
বুক যায় ফাটি
বাবা তুমি আছো মাটি নিচে ছোট একটা ঘরে
আলো বিহিন ঘরে
বাবা আমি ও আসবো তোমারি কাছে,,
দোয়া করি বাবা তোমার কবরের আজাব আল্লাহ তালা দেয় যেন মাপ করে,,,
কান্তা খাঁন