Life of Paradise

Life of Paradise لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
(1)

Alhamdulillah..... ..........
25/02/2025

Alhamdulillah.....
..........

হযরত আবু হুরায়রা (রা.) বলেন, আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার সব উম্মত মাফ পাবে, পাপ-প্রকাশকা...
16/02/2025

হযরত আবু হুরায়রা (রা.) বলেন, আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার সব উম্মত মাফ পাবে, পাপ-প্রকাশকারী ছাড়া। আর একপ্রকার প্রকাশ এই যে, কোনো ব্যক্তি রাতে কোনো পাপকাজ করে, যা আল্লাহ গোপন রাখেন। কিন্তু সকাল হলে সে বলে বেড়ায়, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করেছিল যে আল্লাহ তার পাপ গোপন রেখেছিলেন। কিন্তু সে সকালে উঠে তার ওপর আল্লাহর আবৃত পর্দা খুলে ফেলে। (বুখারি: ৬০৬৯)

14/02/2025
আয়েশা রা. থেকে বর্ণিত একটি হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোযা রাখতেন। আয়...
14/02/2025

আয়েশা রা. থেকে বর্ণিত একটি হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান ছাড়া শাবান মাসে সর্বাধিক রোযা রাখতেন। আয়েশা রা. বলেন―

فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُه أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ.

আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোযা রাখতে দেখিনি। আর আমি তাঁকে (রমযান ছাড়া) শাবান মাস অপেক্ষা অধিক রোযা রাখতে আর কোনো মাসে দেখিনি। ―সহীহ বুখারী, হাদীস ১৯৬৯

রাসূল (ﷺ)  বলেছেন,যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার (ঈমানের) নূর এক জুমাহ হতে পরবর্তী জুমাহ পর্যন্ত চম...
14/02/2025

রাসূল (ﷺ) বলেছেন,

যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, তার (ঈমানের) নূর এক জুমাহ হতে পরবর্তী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে।

• মিশকাতুল মাসাবিহ: ২১৭৫

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓئِكَ هُمۡ خَیۡرُ الۡبَرِیَّۃِ ؕ﴿۷﴾নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ...
14/02/2025

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓئِكَ هُمۡ خَیۡرُ الۡبَرِیَّۃِ ؕ﴿۷﴾

নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।

সূরা আল-বাকারার অন্যতম উদ্দেশ্য হল উম্মতকে পৃথিবী গড়ার জন্য প্রস্তুত করা, আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করা এবং মানুষের প্রকৃত...
13/02/2025

সূরা আল-বাকারার অন্যতম উদ্দেশ্য হল উম্মতকে পৃথিবী গড়ার জন্য প্রস্তুত করা, আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করা এবং মানুষের প্রকৃতি স্পষ্ট করে দেওয়া এবং এতে রয়েছে ইমানের ভিত্তি এবং শরীয়তের সম্পূর্ণতা। এটি কোরানের দীর্ঘতম সূরা। এতে পবিত্র কোরআনের শেষ আয়াত রয়েছে। এটি কোরানের দীর্ঘতম আয়াত (ঋণের দায়েনা আয়াত) ধারণ করে।

কোণঠাসা হয়ে পড়লে এই দোয়া করবেন....رَبِّ إِنِّي مَغْلُوبٌ فَانْتَصِرِউচ্চারণ: রব্বি ইন্নি মাগলুবুন ফানতাসির।অর্থ: হে আল্ল...
13/02/2025

কোণঠাসা হয়ে পড়লে এই দোয়া করবেন....

رَبِّ إِنِّي مَغْلُوبٌ فَانْتَصِرِ

উচ্চারণ: রব্বি ইন্নি মাগলুবুন ফানতাসির।

অর্থ: হে আল্লাহ, আমি তো অসহায়। অতএব তুমি আমাকে সাহায্য করো।

(সুরা: কামার, আয়াত: ১০, তাফসিরে তাবারি)

13/02/2025
সুরা কাহফ এর ফজিলত....
13/02/2025

সুরা কাহফ এর ফজিলত....

সূরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে। নবী করীম ( সাঃ ) এরশাদ করেন , যারা শুধু আল্লাহকে খুশী করার জন্য এ সূরাটি প্রত্যহ আ...
12/02/2025

সূরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে। নবী করীম ( সাঃ ) এরশাদ করেন , যারা শুধু আল্লাহকে খুশী করার জন্য এ সূরাটি প্রত্যহ আছরের নামায বাদ পাঠ করবে , তাদের চেহারা নূরানী হবে , স্ত্রী পুত্র তার তাবেদার হবে , তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Life of Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life of Paradise:

Share