05/08/2024
স্বাধীনতা যদি আসে তা যেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী সবার হয়। কারণ আন্দোলনে সকল ধর্ম, বর্ণের মানুষ ই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলো! যদি স্বাধীনতা আসেই, কাউকে যেন ভয়ে থাকতে না হয়, কথা বলতে গেলে যেন থেমে যেতে না হয়, পূজার সময় যেন কাউকে মন্দির হামলার ভয় পেতে না হয়, যেন পাহাড় থেকে সমতলে সবাই সমান সুযোগ সুবিধা পায়! স্বাধীনতা কাগজে কলমে নয় যেন বাস্তবে ও দেখা যায়! স্বাধীনতা যেন সবার হয়,
সবার।
আমি না হয় সেদিন লিখব দেশটা আমার স্বাধীন! যেদিন কোনো মন্দির মসজিদ গির্জা ভাঙবে না! আযানের সময় আযান যেমন শোনা যায়, তেমনি বারো মাসে তেরো পার্বণ আমরাও নির্বিঘ্নে পালন করতে পারবো! সেদিনই নাহয় বুঝবো দেশ স্বাধীন! সেদিনই বলব দেশ স্বাধীন যেদিন আমার পরিচয় হিন্দুর আগে আমার পরিচয় বাংলাদেশী হবে! ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ বলে পরিগণিত হবো!
Ipl Highlights