পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম

পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম আমরা ইসলামকে অনেক কঠিন বানিয়ে ফেলেছি!
প্রকৃতপক্ষে ইসলাম— সহজ, সুন্দর, শান্তি ও পরিশুদ্ধির ধর্ম।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ-
وَ الۡعَصۡرِ ۙ﴿۱﴾
اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ ۙ﴿۲﴾
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ
وَ تَوَاصَوۡا بِالصَّبۡرِ ٪﴿۳﴾

07/08/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

মানুষের শরীরে এমন একটি গোশতপিণ্ড রয়েছে যা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে; আর তা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়। আর তা হলো ক্বলব বা হৃদয়।

— [সহীহ বুখারী: ৫২]

07/08/2025

ছবিটি উম্মুল মুমিনীন আম্মাজান আয়েশা (রাঃ)-এর ঘরের অনুচিত্র। ডানপাশে কবরের মতো যে অংশগুলো দেখছেন, এগুলো নবীজি (ﷺ) ও তাঁর প্রিয় সাথীদ্বয় আবু বকর সিদ্দিক এবং উমর ইবনুল খাত্তাব (রাঃ)-গণের কবর।
এখানে যে অরিয়েন্টেশনে সাজানো, বাস্তবে কবরগুলো ঠিক সেভাবেই আছে। পাশের বিছানাটায় আমাদের মাঁ আয়েশা (রাযি.) থাকতেন। আল্লাহর রাসূল (ﷺ) এবং তাঁর পিতা আবু বকরকে কবর দেওয়ার পরও।
আয়েশা (রাযি.) বলেন, “আমার যে ঘরে আল্লাহর রাসূল (ﷺ) এবং আমার বাবা আবু বকর (রাযি.)-কে দাফন করা হয়েছে, আমি সেই ঘরে প্রবেশ করতাম। পর্দা ছাড়াই প্রবেশ করতাম এবং নিজেকে বলতাম, এখানে শুধু আমার স্বামী আর বাবা আছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন উমার (রাযি.)-কেও এখানে দাফন করা হলো, আল্লাহর কসম, আমি পর্দা ছাড়া একদিনও প্রবেশ করিনি। আর এটা ছিলো উমারের প্রতি আমার লজ্জা।”
এই বানানো অনুচিত্রটি মদিনায় দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। সত্যিকার ছবি পাওয়া দুর্লভ। কারণ, আয়েশা (রাযি.)-এর ঘরের অনেকগুলো দেয়ালে চারদিক ঘিরে রাখা হয়েছে।

— Guidelines to Jannah

এক টাকার ওজন💰মসজিদে মাইক লাগানোর জন্য চাঁদা তোলা হচ্ছিল। বড় বড় ধনী ব্যক্তিরা ৫০০, ১০০০ করে টাকা দিচ্ছিল। সবাই বাহবা দিচ্...
01/08/2025

এক টাকার ওজন💰

মসজিদে মাইক লাগানোর জন্য চাঁদা তোলা হচ্ছিল। বড় বড় ধনী ব্যক্তিরা ৫০০, ১০০০ করে টাকা দিচ্ছিল। সবাই বাহবা দিচ্ছিল, ছবি তুলছিল।
এক বৃদ্ধ এসে কাঁপা হাতে পকেট থেকে মাত্র ১ টাকা বের করলেন।
হাফেজ সাহেব বললেন,

▪️“চাচা, আপনি দিতে আসলেন?”
বৃদ্ধ মাথা নিচু করে বললেন,
“এই টুকুই আছে বেটা। আজ দুপুরে খাওয়ার টাকা ছিল না। তারপরও মনে হল— আল্লাহর ঘরে কিছু না দিলে লজ্জা লাগে।”

এই কথা শুনে এক পাশে বসা ধনী ব্যবসায়ী চুপ হয়ে গেলেন। কারণ তিনি প্রচুর টাকা দিচ্ছিলেন ঠিকই, কিন্তু মনে ছিল অহংকার।
হাফেজ সাহেব মাইকে ঘোষণা দিলেন—

▫️“আজ মসজিদের ইতিহাসে সবচেয়ে বড় দান এই ১ টাকা। কারণ এতে ছিল ‘নিয়ত’, ‘ত্যাগ’ আর ‘ভালোবাসা’। আল্লাহর কাছে এই এক টাকাই হয়তো পাহাড়সম দানের চেয়েও ওজনদার।”

🌾 ছোট হাদীস:

“আল্লাহ তাকেই কবুল করেন, যে হালাল সম্পদ থেকে সদকা করে — তা যদি একটা খেজুরের সমানও হয়।”
— (সহীহ বুখারী: ১৩৪৪)।

📚 শিক্ষণীয় বার্তা:

1. দান কখনো পরিমাণ দিয়ে বড় হয় না, নিয়ত দিয়ে বড় হয়।
2. গোপনে দান করা বেশি পছন্দনীয়।
3. দান করার জন্য ধনী হতে হয় না, ইমানদার হলেই হয়।
4. ছোট দানকে হালকা মনে কোরো না— আল্লাহর কাছে তা পাহাড়ের সমান হতে পারে।

📖💎✨

31/07/2025

Beautiful Quran recitation 📖❤️‍🩹
Beautiful Voice.




#سورةالفرقان

পৃথিবীতে নবী-রাসুলদের আগমনের ধারা—
31/07/2025

পৃথিবীতে নবী-রাসুলদের আগমনের ধারা—

31/07/2025

সদাচারের ভিত্তিতে এক মুসলিমের ওপর অপর মুসলিমের ০৬টি হক রয়েছে—

১. যখন দেখা হবে তখন সালাম দেবে।
২. দাওয়াত দিলে (ওজর না থাকলে) দাওয়াত কবুল করবে।
৩. কোনো উপদেশ কামনা করলে তাকে সৎ উপদেশ দেবে।
৪. যখন হাঁচি দেবে (ও আলহামদুলিল্লাহ বলবে)। তখন জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে।
৫. যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাবে।
৬. যখন মৃত্যুবরণ করবে তখন জানাযায় শরীক হবে।

— সহীহ মুসলিম : ২১৬২

27/06/2025

আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি।

অর্থঃ হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন। আমার প্রয়োজন পুরো করে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন।
— (তিরমিজি, হাদিস : ২৮৪)

Address

Dhaka

Telephone

+8801311158538

Website

Alerts

Be the first to know and let us send you an email when পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম:

Share

Category