Mufti Kawsar Bin Hossain

Mufti Kawsar Bin Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufti Kawsar Bin Hossain, Video Creator, Dhaka,Bangladesh, Dhaka.

আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তার দ্বীনকে সকল মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মৃত্যুর আগ পর্যন্ত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে পথ চলা!
ইসলামের যে কোন বিষয়ে কোন জিজ্ঞাসা করুন, প্রজ্ঞার সাথে দলিল ভিত্তিক উওর পাবেন ইনশাআল্লাহ!

হারিয়ে যাওয়া সুন্নাহ: ফজরের পর না ঘুমানো আমাদের ব্যস্ত জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা ভুলে গেছি। এমনই একটি সুন্না...
29/07/2025

হারিয়ে যাওয়া সুন্নাহ: ফজরের পর না ঘুমানো
আমাদের ব্যস্ত জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা ভুলে গেছি। এমনই একটি সুন্নাহ হলো, ফজরের পর না ঘুমানো।
ঘুমে বিভোর থাকার সময়।
ফজরের নামাজ আদায় করে....
দুআ, রাকাআত, আল্লাহ তা'আলা,
দিনের ব্যস্ততার পর রাতে একটি ভালো ঘুম মানুষের শরীরের জন্য প্রয়োজন। এশা থেকে ফজর পর্যন্ত সময়টা ঘুমের জন্য স্বাস্থ্যসম্মত সময়। কোষ চব্বিশঘণ্টা সচল থাকে। ঘুমালে, এই কোষ আরো এক্টিভ হয়ে যায়। ফজরের সময় থেকে মানুষের দেহের কোষগুলো সচল হয়ে ওঠে। এই সময় ডোপামিনের পিক টাইম এবং পড়াও খুব ভালো স্মরণে
থাকে ।
এ সময় অলস শুয়ে থাকা স্বাস্থ্যের পক্ষে সুখকর নয়। তবে আমাদের জীবনবাস্তবতায় এ সময়টাই হয়ে উঠেছে ঘুমমগ্নতার সময়।
ইসলাম এ সময়কে বিশেষ বরকতময় সময় হিসেবে ঘোষণা দিয়েছে। ফজরের নামাজ শেষ করে সূর্যোদয় পর্যন্ত দুআ-দরুদ-জিকিরে মশগুল থাকতে উৎসাহিত করেছে। ঘুমিয়ে থাকতে বারণ করেছে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, সূর্যোদয় পর্যন্ত নামাজের স্থানে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে, এরপর দুই রাকাআত (ইশরাক) নামাজ আদায় করে, তাঁর জন্য একটি হজ ও ওমরাহর পূর্ণ সওয়াব, একদম পূর্ণ সওয়াব।’ (তিরিমিজি: ৫৮৬)
ফাতেমা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমার পাশ দিয়ে গেলেন। তখন সকাল, আমি ঘুমিয়ে ছিলাম। তিনি পা দিয়ে আমাকে নাড়া দিলেন এবং বললেন, ‘মেয়ে আমার, ওঠো।
তোমার রবের রিজিক বণ্টন দেখো। অলসতায় থেকো না। কারণ আল্লাহ তা'আলা সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের রিজিক বণ্টন করেন।’ (শুআবুল ইমান: ৪৪০৫)
অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘হে আল্লাহ, আমার উম্মতদের ভোরে বরকত দাও।’ রাসুলুল্লাহ (সা.) যখন কোনো সৈন্য দল পাঠাতেন, তখন দিনের প্রথম প্রহরেই পাঠাতেন। সাখর গামেদি (রা.) ও একজন ব্যবসায়ী। তিনি নিজের ব্যবসায়িক যেকোনো কার্যক্রম ভোরে পরিচালনা করতেন। ফলে তিনি নেহাত লাভবান হয়েছেন এবং প্রচুর সম্পদের অধিকারী হয়েছেন। (আবু দাউদ: ২৬০৬)
চলুন আমরা নবীজির এই প্রিয় সুন্নাহটি আবার জীবনে ফিরিয়ে আনি— ফজরের পর আর না ঘুমিয়ে জীবন বরকতময় করি।

07/07/2024
পদ্মা সেতুর মোট নির্মাণ ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।এর পুরো টাকা ১ শতাংশ সূদে ঋণ হিসেবে দিয়েছে বাংলাদেশ অর্থ বিভাগ।যা পর...
04/07/2024

পদ্মা সেতুর মোট নির্মাণ ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।
এর পুরো টাকা ১ শতাংশ সূদে ঋণ হিসেবে দিয়েছে বাংলাদেশ অর্থ বিভাগ।
যা পরিশোধ করতে সময় নেয়া হয়েছে ৩৫ বছর।
প্রতি অর্থ বছরে ৪ টি করে কিস্তির মাধ্যমে মোট ১৪০ টি কিস্তির মাধ্যমে সুদ ও আসলে পরিশোধ করবে বাংলাদেশ সেতু বিভাগ।
ইতিমধ্যে আটটি কিস্তির মাধ্যমে ৯৪৮ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৮৫ টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ।

💠 গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-জায়তুনের আশেপাশের একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ্রায়েলি বাহিনী। ছবিতে দ...
02/07/2024

💠 গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-জায়তুনের আশেপাশের একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ্রায়েলি বাহিনী।

ছবিতে দেখা যাচ্ছে রক্তে রঞ্জিত রুটি রাস্তায় পড়ে আছে।

20/06/2024

যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে মূল্য'বান স'ম্পদ কি আপনার জন্য। আপনার উত্তর কি হবে???

এই টুক বিবেক থাকা উচিত।
16/06/2024

এই টুক বিবেক থাকা উচিত।

ময়দানে আরাফার অপূর্ব দৃশ্য।আজ থেকে প্রায় ১৪৫৫ বছর আগে,মক্কার এক পাহাড়ে দাঁড়িয়ে একজন মানুষ ঘোষণা দিয়েছিলেন,‘আল্লাহ ছাড়া আ...
16/06/2024

ময়দানে আরাফার অপূর্ব দৃশ্য।
আজ থেকে প্রায় ১৪৫৫ বছর আগে,
মক্কার এক পাহাড়ে দাঁড়িয়ে একজন মানুষ ঘোষণা দিয়েছিলেন,
‘আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আল্লাহর প্রেরিত রাসুল।
সেদিনের একজন থেকে আজ দুই বিলিয়নের বেশি মানুষ ইসলামের অনুসারী। সেই মহান মানুষটির উদাত্ত আহ্বান আজ বিশ্বের দিকে দিকে পৌঁছে গেছে।
بأبي أنت وأمي يا سيدي يا رسول الله ﷺ
হাবীবী ইয়া রাসুলাল্লাহ।
আমার বাবা-মা আপনার জন্য কুরবান হোক।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

16/06/2024

প্রিয় প্রবাসীভাইদের জানাই
❣️❣️ ঈদ মোবারক❣️❣️
تقبل الله منا و منكم
আপনাদের কষ্টে আজ হাজারো পরিবার সুখী

15/06/2024

আগামী কাল রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত
মোট ২৩ ওয়াক্তে প্রত্যেক ফরজ সালাতের পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। নিজে আমল করুন অন্যকে উৎসাহিত করুন।ইন শা আল্লাহ

ভারতের নির্বাচনের চোখ রাখছি। আপাতত ভালো খবর কয়েকটি—ক. নিশ্চিত হয়েছে মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না।খ. মুসলমানদের এ...
05/06/2024

ভারতের নির্বাচনের চোখ রাখছি। আপাতত ভালো খবর কয়েকটি—

ক. নিশ্চিত হয়েছে মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না।

খ. মুসলমানদের একটি বড় কণ্ঠ আসাদুদ্দীন ওয়াইসি বিশাল ব্যবধানে জিতেছেন।

গ. অনিশ্চয়তায় পড়েছে কসাই মোদির প্রধানমন্ত্রিত্ব।

ঘ. কাজে এল না রামমন্দিরের প্রচার, যোগীর রাজ্যে এবার ‘মোদী ঝড়’ রুখে দিল অখিলেশ-রাহুলের জুটি।

ঙ. পশ্চিমবঙ্গে এবার আদাজল খেয়ে নেমেছিল বিজেপি জোট দিদিকে সরাতে। এবারো তারা ব্যর্থ। রাজ্য শাসন থাকছে মুসলিমদের প্রতি উদার মমতার হাতেই।

চ. পশ্চিমবঙ্গে সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানসহ এমপি হয়েছেন চার মুসলিম প্রার্থী।

ছ. সবচেয়ে বেশি ভোটার এবং দেওবন্দ মাদ্রাসার রাজ্য উত্তরপ্রদেশেও বড় ধাক্কা খেয়েছে উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যের বিজেপি।
২০১৪ ও ২০১৯ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি জোটের এক তৃতীয়াংশ আসন কেড়ে নিয়েছে সিএ।
উন্নতি করেছে কংগ্রেস।
মোদী ও যোগী ব্যক্তিগত আসনে জিতলেও, রাহুল গান্ধীও জিতেছেন তার আসন।

পুনশ্চ : মনে-প্রাণে চাইছি এবং একান্তভাবে দোয়া করছি, যে কোনোভাবে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসতে না পারুক, এলেও অন্ততপক্ষে অন্ধ মুসলিমবিদ্বেষী ও ইসরাইলপ্রেমী কসাই যেন প্রধানমন্ত্রী না হয়। ‌

(আনন্দবাজারের ইনফোগ্রাফগুলো লক্ষ্য করুন)

হ্যালো মিরপুরবাসী,  আপনারা যারা বইপ্রেমি তাদের জন্য একটা সুখবর। মিরপুরে নিরিবিলি পরিবেশে পড়ার মতো লাইব্রেরির সংখ্যা খুবই...
04/06/2024

হ্যালো মিরপুরবাসী,
আপনারা যারা বইপ্রেমি তাদের জন্য একটা সুখবর। মিরপুরে নিরিবিলি পরিবেশে পড়ার মতো লাইব্রেরির সংখ্যা খুবই সীমিত বা বলা চলে খুবই বিরল। কিন্তু সেই আক্ষেপের অবসান ঘটিয়ে মিরপুর ১১তে ( মেট্রোরেল স্টেশন এর একদম পাশে) " রিদ্ধি " লাইব্রেরি.. সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের ৭ দিনই খোলা। সকলের জন্য উন্মুক্ত। এছাড়া কোনো টাকার প্রয়োজন নেই পড়ার জন্য। অর্থাৎ আপনি বিনামূল্যে সকল বই পড়তে পারবেন। এখানে মোট ৩টা রুম রয়েছে। ১টায় আর্কাইভ করা বইসমূহ, আরেকটা রুম " কিড জোন। সব মিলিয়ে ৭০০০+ বই রয়েছে এখানে। সব ক্যাটাগরির বই এ পাবেন মোটামুটি।

যাইহোক, লাইব্রেরির সাথে আমার কোনা সম্পৃক্ততা নেই। আমি প্রায়ই অবসর সময়ে এই লাইব্রেরিতে গিয়ে সময় কাটায়। অনেকেই হয়তো লাইব্রেরির সন্ধান করছেন। তাদের উদ্দেশ্যে পোস্ট করা।

06/07/2023

- জান্নাতে সবথেকে বড় পাওয়া হলো দিদারে ইলাহি, অর্থ্যাৎ
- আল্লাহকে,স্বচোখে দেখা!🖤🥀🥰

Address

Dhaka,Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Kawsar Bin Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share