19/09/2025
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী তে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “টিইসিএন জব ফেয়ার ২০২৫”। টিইসিএন ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন A. H. M. Habibur Rahman director and CEO Paramount Textile PLC.
দিনব্যাপী এই আয়োজনে দেশের স্বনামধন্য তিনটি টেক্সটাইল ও অ্যাপারেল প্রতিষ্ঠান—Fakir Knitwears Ltd, Paramount Textile PLC এবং Anwar Group (Textile Division)—অংশগ্রহণ করবে। শিক্ষার্থীরা সরাসরি এসব প্রতিষ্ঠানের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি বুথে গিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা করতে পারবে। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য অন-দ্য-স্পট সাক্ষাৎকারের সুযোগও থাকবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত থাকবেন সাওফেন হুদা শাহেদ ( সিনিয়র এক্সিকিউটিভ, স্ট্র্যাটেজিক এইচার, ফকির গ্রুপ)
আজিমুল আলম আরিফ (এক্সিকিউটিভ, গ্রুপ এইচআর, আনোয়ার গ্রুপ)
মো: সোহেল রানা (সিনিয়র এজিএম মার্কেটিং, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিইসিএন অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি সাইদুল করিম রিয়াজ(মার্চেন্ডাইজিং ম্যানেজার, হামিম গ্রুপ), আতাউল্ল্যাহ ফারহান(ম্যানেজার, গ্লোবাল কেমি ইন্ডাস্ট্রিস লিমিটেড), মো: শাহীন খন্দকার নাঈম (ম্যানেজার ওয়াশিং প্ল্যান্ট, ফকির ফ্যাশন লিমিটেড) তামিম পারভেজ (সহকারী ম্যানেজার, পন পিউর কেমিক্যালস বাংলাদেশ)
আজকের অনুষ্ঠানের সভাপতিত্বে থাকবেন অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রকিব। আয়োজক টিইসিএন ক্যারিয়ার ক্লাব জানিয়েছে, জব ফেয়ারের মূল লক্ষ্য চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ও নতুন স্নাতকদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপের ব্যবস্থা, ক্যারিয়ার পরিকল্পনায় দিকনির্দেশনা প্রদান এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধি। এতে শিক্ষার্থীরা শিল্পখাতের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং নিয়োগদাতারা নতুন প্রজন্মের প্রতিভাবান জনবল চিহ্নিত করতে সক্ষম হবেন।
এই আয়োজনে স্পন্সর ও সহযোগিতার মধ্যে রয়েছে: Title Sponsor She_STEM, Collaboration Partner TECN Alumni Association, Official Print & Media Partner The Business Standard, Official Magazine Partner Textile Focus, Online Media Partner Textile Today, Video & Photography Partner TECN Art and Photography Society, এবং অন্যান্য মিডিয়া পার্টনার হিসেবে Tex Times ও TEX MEDIA।
টিইসিএন ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইমরান হোসেন অনিক ও সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন বাপ্পী জানিয়েছেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও শিল্প-শিক্ষার সংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন ভবিষ্যতের জন্য দিকনির্দেশক ভূমিকা পালন করবে।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হিসেবে টেক্সটাইল শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরিতে এই জব ফেয়ারকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, শিক্ষার্থীদের জন্য এটি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিল্প-শিক্ষার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।