Centrepiece.biz

Centrepiece.biz Power of News!
(2)

২০২৫ সালের  #এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।এ বছর ৬৯ ...
16/10/2025

২০২৫ সালের #এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

এ বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে #ফলাফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করেছে।

ঢাকা #শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড #সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছেন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী #পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন #নারী শিক্ষার্থী।

ডেইলি স্টার বাংলা

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী  #বিএনপি চেয়ারপারসন বেগম  #খালেদাজিয়াকে  #এভারকেয়ার হ...
16/10/2025

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী #বিএনপি চেয়ারপারসন বেগম #খালেদাজিয়াকে #এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে ভর্তি করার সিদ্ধান্ত নেন #মেডিকেল বোর্ডের সদস্যরা।


সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন #বেগমখালেদাজিয়া। ফাইল ছবি
খালেদা জিয়ার ব্যক্তিগত #চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার তাঁর কয়েকটি #পরীক্ষা হবে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানান ডা. জাহিদ।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন  #ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। ...
16/10/2025

চাকসুতে ২৬টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন #ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি #এজিএস পদে পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী #ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এ ছাড়া সহ #খেলাধুলা ও #ক্রীড়া #সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী।

#ভিপি পদে #ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে #নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনটির #চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।
#জিএস পদে ৮ হাজার ৩১ ভোট নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি #বিশ্ববিদ্যালয় শাখা #ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের #স্নাতকোত্তরের #শিক্ষার্থী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।
চাকসুর ইতিহাসে #ছাত্রশিবিরের সর্বশেষ #জয় এসেছিল ১৯৮১ সালে। তখন ভিপি হন জসিম উদ্দিন সরকার আর জিএস হন আবদুল গাফফার। দুজনই #ইসলামী ছাত্রশিবিরের #বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন নেতা।

#প্রথমআলো

রাজধানীতে বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ক এক  #কর্মশালায় আজ বুধবার বিডার নির্বাহী  #চেয়ারম্যান আশিক চৌধু...
15/10/2025

রাজধানীতে বিদেশিদের কাজের অনুমোদন এবং নিরাপত্তা ছাড় বিষয়ক এক #কর্মশালায় আজ বুধবার বিডার নির্বাহী #চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশে #সরকারি- #বেসরকারি বিভিন্ন খাতে কাজ করতে আসেন বিভিন্ন দেশের #নাগরিকরা। যার #পরিসংখ্যান নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। কর্মরত #বিদেশিদের নিয়মের মধ্যে আনতে চলতি মাস থেকে #কাজ এবং #নিরাপত্তা ছাড় অন লাইন প্রক্রিয়ায় নিয়ে আসতে চায় #বিডা।

মতবিনিময়ে #বিডা চেয়ারম্যান বলেন, বিভিন্ন #দপ্তরের মধ্যে সমন্বয় কম থাকায় নানা জটিলতা তৈরি হয়। তাই পুরো প্রক্রিয়াকে শৃঙ্খলায় আনতে #ভিসা #নীতিমালা করা হচ্ছে।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

জানুয়ারিতে  #মেট্রোরেল স্টেশনে চালু হবে বিপণি বিতান। উত্তরা থেকে  #মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে ৩৩টি দোকান। পাও...
15/10/2025

জানুয়ারিতে #মেট্রোরেল স্টেশনে চালু হবে বিপণি বিতান। উত্তরা থেকে #মতিঝিল রুটের স্টেশনে বরাদ্দ দেওয়া হবে ৩৩টি দোকান। পাওয়া যাবে খাবার, পোশাক ও #নিত্যপণ্য। ট্রেনের ভেতরে চলবে #ডিজিটাল বিজ্ঞাপন। #বাণিজ্যিকভাবে মেট্রো #স্টেশন ব্যবহারের সিদ্ধান্তে খুশি নগরবাসী।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে  #বাংলাদেশব্যাংক জানায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী  #জালনোট তৈরি, বহন এবং লেনদেন করা একটি গুর...
15/10/2025

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে #বাংলাদেশব্যাংক জানায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী #জালনোট তৈরি, বহন এবং লেনদেন করা একটি গুরুতর #অপরাধ এবং #শাস্তিযোগ্য। #জাল #টাকার বিস্তার রোধে বাংলাদেশ ব্যাংক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী #বাহিনী সচেতন এবং নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

জাল নোটের প্রচলন প্রতিরোধে এবং নগদ লেনদেনে সতর্কতা অবলম্বনের জন্য #বাংলাদেশ #ব্যাংক নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছে:

নোট গ্রহণের সময় জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যাচাই করা।
বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা।
নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।
সন্দেহজনক নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা ৯৯৯ নম্বরে #যোগাযোগ করা।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

গত শতকের  #নব্বই দশক থেকে বাংলাদেশের অগণিত  #কিশোর-কিশোরীর সবুজ মনকে রোমাঞ্চে রাঙানো লেখক,তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হা...
15/10/2025

গত শতকের #নব্বই দশক থেকে বাংলাদেশের অগণিত #কিশোর-কিশোরীর সবুজ মনকে রোমাঞ্চে রাঙানো লেখক,তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার #ধানমন্ডির #গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার মৃত্যু হয় বলে #হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের পর ডায়ালাইসিস করাতে এসেছিলেন রকিব হাসান। তবে ডায়ালাইসিস শুরুর আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি ওয়েটিংয়ে ছিলেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু বাঁচানো যায়নি।”

রবার্ট আর্থারের ‘ #থ্রিইনভেস্টিগেটরস’ সিরিজ থেকে বাংলায় #তিনগোয়েন্দার সূচনা হলেও রকিব হাসানের লেখনিতে তা ভিন্ন মাত্রা পায়।

বুধবার আদালতপাড়ায়  #সুব্রতবাইনকে পেছন থেকে হাতে হ্যান্ডকাফ লাগানোর কথা বলেন এক পুলিশ সদস্য। তখন সুব্রত রেগে বলেন, ‘কিসে...
15/10/2025

বুধবার আদালতপাড়ায় #সুব্রতবাইনকে পেছন থেকে হাতে হ্যান্ডকাফ লাগানোর কথা বলেন এক পুলিশ সদস্য। তখন সুব্রত রেগে বলেন, ‘কিসের হ্যান্ডকাফ, বেরি লাগানো আবার হ্যান্ডকাফ কিসের।’ রেগে গিয়ে #পুলিশ সদস্যকে উদ্দেশ করে সুব্রত বলেন, ‘কবের থেকে #ডিউটি করেন এখানে, আমি কয়বার আসছি এখানে, এই কোর্টে।’ তখন এক পুলিশ #কর্মকর্তা তাঁর (সুব্রত) বেরি ধরতে চান। এর উত্তরে সুব্রত বলেন, আপনি বেরি ধরবেন কীভাবে। পুলিশ বলেন, বেরি ধরার নিয়ম আছে। এরপর তাঁকে #আদালতে নিয়ে যাওয়া হয়।

ইনডিপেনডেন্ট টেলিভিশন

রাজধানীর  #কলাবাগান এলাকায় স্ত্রী তাসলিমা আক্তারের (৩৬)  #মরদেহ  #ফ্রিজে রেখে পলাতক স্বামী নজরুলকে  #গ্রেপ্তার করেছে  #প...
15/10/2025

রাজধানীর #কলাবাগান এলাকায় স্ত্রী তাসলিমা আক্তারের (৩৬) #মরদেহ #ফ্রিজে রেখে পলাতক স্বামী নজরুলকে #গ্রেপ্তার করেছে #পুলিশ। আজ বুধবার এক খুদে বার্তায় এই জানিয়েছে #ঢাকা #মেট্রোপলিটন পুলিশ ( #ডিএমপি)।

বিকাশের গ্রাহক নগদে,  #নগদের গ্রাহক  #বিকাশে-এভাবে সব  #এমএফএস গ্রাহকের ভিন্ন  #মোবাইল ব্যাংকিংয়ে  #লেনদেন চালু হবে ১ নভ...
15/10/2025

বিকাশের গ্রাহক নগদে, #নগদের গ্রাহক #বিকাশে-এভাবে সব #এমএফএস গ্রাহকের ভিন্ন #মোবাইল ব্যাংকিংয়ে #লেনদেন চালু হবে ১ নভেম্বর: #বাংলাদেশব‍্যাংক

 #হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার  #ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত ...
15/10/2025

#হজযাত্রী নিবন্ধনের সময় ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার #ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। খবর বাসসের।

২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ #এজেন্সি, #হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে এ পত্রে বলা হয়েছে— বিশেষ বিবেচনায় #সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী #নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ #অক্টোবর ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

জাতীয়  #নাগরিক পার্টিকে ( #এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত  #প্রতীকের তালিকা থেকে  #বিকল্প বাছাই করে  #নি...
14/10/2025

জাতীয় #নাগরিক পার্টিকে ( #এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত #প্রতীকের তালিকা থেকে #বিকল্প বাছাই করে #নির্বাচন কমিশনকে ( #ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার দুপুরে #রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন #ভবনে #সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, #এনসিপিকে এ-সংক্রান্ত #চিঠি দেওয়া হয়েছে।

#প্রথমআলো

Address

Road 02, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Centrepiece.biz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Centrepiece.biz:

Share