কিছুক্ষন

কিছুক্ষন ★ একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে, একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়। ★
(47)

দেশের প্রথম সফল নারী অ্যাগ্রো–ইনফ্লুয়েন্সার পপি, উদ্যোক্তা জুটি হিসেবে স্বামী- স্ত্রী দু'জনেই বেশ জনপ্রিয়!%%*বেগম রোকেয়া...
04/08/2025

দেশের প্রথম সফল নারী অ্যাগ্রো–ইনফ্লুয়েন্সার পপি, উদ্যোক্তা জুটি হিসেবে স্বামী- স্ত্রী দু'জনেই বেশ জনপ্রিয়!%%

*বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই আবু সাঈদ আল সাগরের সঙ্গে লালমনিরহাটের উম্মে কুলসুম পপির পরিচয়।
* ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে পড়তেন পপি আর সাগর ছিলেন পরিসংখ্যানের ছাত্র।★

কয়েক বন্ধু মিলে ‘ক্রিয়েটিভ সোসাইটি’ নামে একটা সংগঠন গড়ে তুলেছিলেন সাগর। *উপস্থাপনা শেখার পাশাপাশি সেখানে গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ের কাজ শিখতেন তাঁরা। পপিও সেখানে যোগ দিলেন। %

★এই প্ল্যাটফর্মই পরে ২০১৬ সালে ‘বিডি অ্যাসিস্ট্যান্ট লিমিটেড’ নামে একটি ব্যবসায়িক উদ্যোগে রূপ বদল করে।* মাঝপথে পড়াশোনা থেমে গেছে, এমন তরুণদের ইলেকট্রনিক যন্ত্রপাতি সারাইয়ের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো। %%

★ফেসবুক পেজের মাধ্যমে কাজের অর্ডার নেওয়া হতো। এই তরুণেরা দিতেন হোম সার্ভিস।%
*ক্যাম্পাসের বাইরে অফিস নেওয়া হলো। এ সময় তাঁদের একটি বিজনেস আইডিয়া পুরস্কার পেল।* মুম্বাই যাওয়ার সুযোগ তৈরি হলো। কিন্তু বাড়ি থেকে পপিকে যেতে দিল না। একাই গেলেন সাগর।

★একসময় পপি ও সাগরের মনে হলো, তাঁদের দুজনের ভাবনা ও স্বপ্নের ঠিকানা যেহেতু কাছাকাছি, তাই সম্পর্কটাকে পাকাপাকি করা দরকার। #বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। এবার আর কোথাও যেতে বাধা নেই।%%%

*এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। Premium Fruits সহ তাদের বেশ কিছু উদ্যোগ দেশব্যাপী সাড়া ফেলেছে।
★কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পপি সবার মনে জায়গা করে নিয়েছেন।%%

আমার প্রিয় একজন কন্টেন ক্রিয়েট। *কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে...
03/08/2025

আমার প্রিয় একজন কন্টেন ক্রিয়েট। *কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড। ★
*নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি।

★ কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য।**

★ কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।%%
#কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।%

★উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো!!

#সংগৃহীত #রিমঝিম
#চাষবাস #খেতি #কৃষিবিদ্যা #কৃষক #সংগৃহীত

ধানেরর জমিতে
01/08/2025

ধানেরর জমিতে

🌞 সূর্যাস্তের আগে এক ঝলক প্রকৃতি — মনটা ভরে গেলো…🌿 এইটুকু শান্তির জন্যই তো বাঁচা!
30/07/2025

🌞 সূর্যাস্তের আগে এক ঝলক প্রকৃতি — মনটা ভরে গেলো…
🌿 এইটুকু শান্তির জন্যই তো বাঁচা!

"চেহারায় শহর, মনটা গ্রামেরই রয়ে গেছে…প্রকৃতির কাছে গেলে, সত্যিকারের আমি জেগে ওঠে।"
29/07/2025

"চেহারায় শহর, মনটা গ্রামেরই রয়ে গেছে…
প্রকৃতির কাছে গেলে, সত্যিকারের আমি জেগে ওঠে।"

"সবুজের মাঝে নিজেকে খুঁজে পেলাম…না শহর, না কোলাহল — শুধু প্রকৃতি আর নিরবতা।"
29/07/2025

"সবুজের মাঝে নিজেকে খুঁজে পেলাম…
না শহর, না কোলাহল — শুধু প্রকৃতি আর নিরবতা।"

জীবন চলার পথে পাটনারের ভূমিকা অপরিসীম। %% যেমন ছবিটির দুজন ব্যাক্তি,তারা দুজনে মিলে এক বিরল উদাহরন*%আমরা অশ্লীল কে না বল...
28/07/2025

জীবন চলার পথে পাটনারের ভূমিকা অপরিসীম। %%
যেমন ছবিটির দুজন ব্যাক্তি,তারা দুজনে মিলে এক বিরল উদাহরন*%

আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।%
বাণিজ্যিক কৃষিতে গ্রাফটিং-র প্রয়োজনীয়তা ঠিক কতটুকু?

বাণিজ্যিক কৃষিতে গ্রাফটিং-র প্রয়োজনীয়তা অপরিসীম। দ্রুত একটি ভাল ফলনশীল জাতের বিস্তার গ্রাফটিং ছাড়া সম্ভব নয়।
চলুন জানি কিভাবে গ্রাফটিং করবেন.।

দুটি ভিন্ন গাছের অংশবিশেষ এর সংযোগে যে নতুন ভাল গুনবিশিষ্ট গাছ তৈরী হয় তাকে গ্রাফটিং করা বলে । %

গ্রাফটিং-এ দুটি জিনিস প্রয়োজন। প্রথমটি রুট স্টক অর্থাৎ একই প্রজাতির একটি বীজ থেকে উৎপন্ন একটি সতেজ চারা যেটিতে শিকড় থাকতে হবে এবং আরেকটি উন্নত গাছের একটি শাখা। এখন এই দুইটি অংশ ভালোভাবে জোড়া দেয়াকে গ্রাফটিং করা বলে ।%

আমাদের Premium Agro তে এখনো অল্প কিছু গাছে গ্রাফটিং এর কাজ চলমান। #গ্রাফটিং নিয়ে আমার করা ভিডিওটি দেখেছেন?%

কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড। %

নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি।

*কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।

কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।%

উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে

🌿 সবুজে ভেজা বিকেল, মনে পড়ে ফেলে আসা দিনগুলো…📍 গ্রাম মানেই ভালোবাসার ঠিকানা।
27/07/2025

🌿 সবুজে ভেজা বিকেল, মনে পড়ে ফেলে আসা দিনগুলো…
📍 গ্রাম মানেই ভালোবাসার ঠিকানা।

🌿 প্রকৃতির মাঝে কিছু শান্ত মুহূর্ত... 🍃সবুজে ঘেরা, মনের খোরাক পাওয়া যায় এখানেই। 🌾
27/07/2025

🌿 প্রকৃতির মাঝে কিছু শান্ত মুহূর্ত... 🍃
সবুজে ঘেরা, মনের খোরাক পাওয়া যায় এখানেই। 🌾

যারা ভালো কনটেন্ট  তৈরি করে তাদেরকে সাপোর্ট করা উচিৎ ❤️*কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়...
27/07/2025

যারা ভালো কনটেন্ট তৈরি করে তাদেরকে সাপোর্ট করা উচিৎ ❤️
*কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড। ★★
*নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি।

* কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য।%%

* কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।%
*কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।★
*উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন্ট ক্রিয়েটর দরকার। আর যারা ভালো কন্টেন্ট তৈরি করে আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ..!

সংগৃহীত ও সংশোধিত।

Address

Meherpara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কিছুক্ষন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share