
07/08/2025
মানুষের দোষ-ত্রুটি দেখা খুব সহজ…
কিন্তু সেই ত্রুটির পরেও তাকে ক্ষমা করে দেওয়া, এটাই সত্যিকারের বড়ত্ব।
আর এটাই সেই গুণ, যা এক মুমিনকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়।
📖 আল্লাহ বলেন:
"যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে দেয় — আল্লাহ সেসব সৎকর্মশীলকে ভালোবাসেন।"
(সূরা আলে ইমরান ৩:১৩৪) 🤍
তুমি যদি পারো, কারো সীমাহীন ভুল-অন্যায় দেখেও তার জন্য দুআ করতে, তাকে ক্ষমা করে দিতে —
তাহলে তুমি দুর্বল না, বরং অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় ও মহৎ।
ক্ষমা করো… কারণ, আমরাও তো প্রতিদিন আমাদের রবের কাছে ক্ষমা চাই!
আর আজ তুমি কাউকে মাফ করলে, কাল কিয়ামতের ময়দানে তোমারই গুনাহ মাফ করে দেবেন — ইনশা’আল্লাহ! 🌸🌙🕊️💖
আলশের রান্নাঘর