আলশের রান্নাঘর

আলশের রান্নাঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলশের রান্নাঘর, Video Creator, Dhaka.
(42)

🥄 আমি রান্না করি ভালোবাসা আর নিয়্যতের সাথে
🕊️ "রান্না শুধু খাবার নয়, এটা ভালোবাসার দোয়া।”
📿 প্রতিটি পদ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে
🎥 ইসলামি আয়াত/হাদীস আর ঘরোয়া রেসিপির মিশেল
📩 প্রমো/কোলাবের জন্য মেসেজ করুন 💌
🇧🇩 আলশের রান্নাঘর 🇧🇩

মানুষের দোষ-ত্রুটি দেখা খুব সহজ…কিন্তু সেই ত্রুটির পরেও তাকে ক্ষমা করে দেওয়া, এটাই সত্যিকারের বড়ত্ব।আর এটাই সেই গুণ, যা...
07/08/2025

মানুষের দোষ-ত্রুটি দেখা খুব সহজ…
কিন্তু সেই ত্রুটির পরেও তাকে ক্ষমা করে দেওয়া, এটাই সত্যিকারের বড়ত্ব।
আর এটাই সেই গুণ, যা এক মুমিনকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়।

📖 আল্লাহ বলেন:
"যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে দেয় — আল্লাহ সেসব সৎকর্মশীলকে ভালোবাসেন।"
(সূরা আলে ইমরান ৩:১৩৪) 🤍

তুমি যদি পারো, কারো সীমাহীন ভুল-অন্যায় দেখেও তার জন্য দুআ করতে, তাকে ক্ষমা করে দিতে —
তাহলে তুমি দুর্বল না, বরং অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় ও মহৎ।

ক্ষমা করো… কারণ, আমরাও তো প্রতিদিন আমাদের রবের কাছে ক্ষমা চাই!
আর আজ তুমি কাউকে মাফ করলে, কাল কিয়ামতের ময়দানে তোমারই গুনাহ মাফ করে দেবেন — ইনশা’আল্লাহ! 🌸🌙🕊️💖

আলশের রান্নাঘর

✨ আজ সকালেও ভাবিনি…আর এখন, মাত্র ১২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ! 💥আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার পেছনে আপনারাই আছেন।চুপিচুপি দেখে ...
06/08/2025

✨ আজ সকালেও ভাবিনি…
আর এখন, মাত্র ১২ ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ! 💥
আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার পেছনে আপনারাই আছেন।
চুপিচুপি দেখে যাওয়ার জন্য নয়, মন থেকে দোয়া করার জন্য ধন্যবাদ 🤍

সবাই দুআ চায়, কিন্তু সবাই কি পারেও?হাত তো সবাই তোলে, কিন্তু কয়টা হাত উঠে রবের দরবারে পৌঁছায়?দুআ করতে পারাটা একটা বড় সৌভা...
06/08/2025

সবাই দুআ চায়, কিন্তু সবাই কি পারেও?
হাত তো সবাই তোলে, কিন্তু কয়টা হাত উঠে রবের দরবারে পৌঁছায়?

দুআ করতে পারাটা একটা বড় সৌভাগ্য। এটা শুধু মুখের কথা নয় – তৌফিক লাগে, নিয়ামত লাগে, কলবের এক টান লাগে।
চাইলেই যে কেউ ঘণ্টার পর ঘণ্টা কেঁদে কেঁদে মোনাজাত করতে পারে না।
সবাই পারে না উঠতে বসতে, হাঁটতে চলতে, এমনকি তুচ্ছ ব্যাপারেও রবের কাছে চাইতে।
এই 'চাওয়ার শক্তি'টা একটা বিশাল নেয়ামত – যা আমরা অনেকেই বুঝি না।

আল্লাহ কখনো দেন, কখনো জমিয়ে রাখেন – কিন্তু কাউকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন।
আপনার চোখে যদি অকারণেই পানি চলে আসে… যদি মনে হয় দুঃখেই বুক ভার হয়ে থাকে…
তাহলে জানুন, আপনি দুর্ভাগা নন – আপনি সৌভাগ্যবান।

কারণ, যিনি কাঁদতে কাঁদতে দুআ করতে পারেন, তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন।
রবের কাছে চাইতে পারা – এটাই তো সবচেয়ে বড় পাওয়া! 🤍🌧️🕋🌸

আলশের রান্নাঘর

05/08/2025

আলহামদুলিল্লাহ 🥰 30k এর পরিবার🥰 লাইভে যুক্ত হয়ে একটিভ বন্ধু বাড়িয়ে নি ন

🌸 ৩০ হাজার ভালোবাসা! 🌸আলহামদুলিল্লাহ, ত্রিশ হাজার ফলোয়ার — এটা শুধু সংখ্যা নয়, আপনাদের ভালোবাসার প্রতিচ্ছবি।সাথে থাকুন...
05/08/2025

🌸 ৩০ হাজার ভালোবাসা! 🌸
আলহামদুলিল্লাহ, ত্রিশ হাজার ফলোয়ার — এটা শুধু সংখ্যা নয়, আপনাদের ভালোবাসার প্রতিচ্ছবি।
সাথে থাকুন, দোয়ায় রাখুন 🤍

লাইভে আসতেছি চাইলে যুক্ত হতে পারেন 🥰

💫🌿

বলুন তো এটা কি মাছ?
05/08/2025

বলুন তো এটা কি মাছ?

04/08/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Emam Hossain, Riyazul Islam, Hriday Munshi, Arosh Khan, Md Minto, Mohammad Osman Bin Abutaher, Dalim Miah, Samim Aktar, Rasel Serkar, Ahmed Mamun

🌟 ২৭ মিলিয়ন ভিউ!একটা ছোট রান্নাঘর থেকে শুরু, আজ লক্ষ লক্ষ চোখে দেখা —আলহামদুলিল্লাহ!এটা শুধু সংখ্যার গল্প না,ভালোবাসা, ...
03/08/2025

🌟 ২৭ মিলিয়ন ভিউ!
একটা ছোট রান্নাঘর থেকে শুরু, আজ লক্ষ লক্ষ চোখে দেখা —
আলহামদুলিল্লাহ!
এটা শুধু সংখ্যার গল্প না,
ভালোবাসা, সময় আর বিশ্বাসের সম্মান।
শুকরিয়া সবার প্রতি 🤍

ভাইরে খুব বেশি বড় তো হ্ই নাই 🥱 আর এখনই তোমরা শুরু করে দিলা এগুলা 😔
03/08/2025

ভাইরে খুব বেশি বড় তো হ্ই নাই 🥱 আর এখনই তোমরা শুরু করে দিলা এগুলা 😔

আমি আন্তরিকভাবে দুঃখিত যারা শেষের দিকে আসছিলেন ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবারে আবার যুক্ত হয়ে যাবেন
01/08/2025

আমি আন্তরিকভাবে দুঃখিত যারা শেষের দিকে আসছিলেন ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবারে আবার যুক্ত হয়ে যাবেন

01/08/2025

নতুন বন্ধুরা সব কোথায় চলে আসুন তাড়াতাড়ি আড্ডা দেয়া যাক। 😌☕

আমরা কী মানুষ হিসেবে এতটাই নিষ্ঠুর হয়ে গেছি?একটা ভয়ানক ঘটনা ঘটে…সবার ওয়ালে চোখে পড়ে, কিছুদিন কান্না চলে, রিয়্যাক্ট পড়ে… ...
01/08/2025

আমরা কী মানুষ হিসেবে এতটাই নিষ্ঠুর হয়ে গেছি?
একটা ভয়ানক ঘটনা ঘটে…
সবার ওয়ালে চোখে পড়ে, কিছুদিন কান্না চলে, রিয়্যাক্ট পড়ে… তারপর?
চুপচাপ! 😶

👉 পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলা সেই ভাইটার কথা মনে আছে?
যার করুণ চিৎকারে চারদিক কেঁপে উঠেছিল, কিন্তু আমরা শুধু ভিডিও শেয়ার দিয়েছিলাম!
আমরা কি একবারও ভেবেছিলাম — সে কারো বাবা ছিল, কারো ভাই, কারো স্বামী… 🥀

👉 মাইলস্টোন স্কুলের সেই নিষ্পাপ শিশু-কিশোররা…
তারা কেবল ক্লাসে যেতে চেয়েছিল, কিন্তু ফিরে এলো আগুনে পুড়ে কয়লা হয়ে… 🔥🧒👧
আমরা কয়েকদিন পোস্ট দিলাম, কান্নার ইমোজি দিলাম, তারপর জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম।

👉 কিন্তু মা-বাবারা আজো নিঃশ্বাস নিতে পারেন না!
তারা প্রতিদিন সন্তানকে চোখে খোঁজেন… প্রতিদিন যেন তাদের হৃদয়ও আগুনে পুড়ে যায়! 😭💔

❗ আল্লাহ বলেন:

> "তোমরা ন্যায়ের আদেশ দাও, অন্যায় থেকে বিরত থাকো, এবং মানুষের হক আদায় করো।"
📖 (সূরা নাহল: ৯০)

❗ রাসূল (ﷺ) বলেছেন:
“তোমরা যখন কোনো অন্যায় দেখো, তা হাত দিয়ে প্রতিরোধ করো। না পারলে মুখে বলো। না পারলে অন্তরে ঘৃণা করো, আর এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর।”
📚 (মুসলিম: ৪৯)

আলশের রান্নাঘর

Address

Dhaka
1212

Website

https://www.youtube.com/@alsherrannaghor

Alerts

Be the first to know and let us send you an email when আলশের রান্নাঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category