29/10/2025
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর
৮৪ তম জন্মবার্ষিকীতে পার্বত্য টিভির বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আজ ২৯ অক্টোবর ২৫ (বুধবার) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর ৮৪ তম শুভ জন্মবার্ষিকী। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালের ১৫ই আগষ্ট পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন এবং ১৯৬৩ সালের ২৩ শে জুন জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। ১৯৬৭ সালের ৪ঠা অক্টোবর তাঁকে "সিতারা-এ-হার্ব" খেতাবে ভূষিত করা হয়।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে মতিউর রহমান ছিলেন তার গ্রামের বাড়ী রায়পুরের রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেলে তিনি অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলে বাঙালি যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন। এর পরই কর্মস্থলে ফিরে গিয়ে স্বদেশের পক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা মোতাবেক ২০ আগস্ট ১৯৭১-এ করাচির মাশরুর বিমান ঘাঁটি থেকে একটি টি-৩৩ বিমান নিজ মাতৃভূমিতে ছিনিয়ে আনার উদ্দেশ্যে উড্ডয়ন করেন। উড্ডয়নরত অবস্থায় ককপিটে থাকা অপর বৈমানিকের সাথে বিমানের কন্ট্রোল আয়ত্তে আনার দ্বন্দ্ব চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শাহাদাত বরণ করেন। বাংলাদেশ সরকার তার অসীম সাহসিকতা, বীরত্ব, দেশপ্রেম ও আত্নত্যাগের স্বীকৃতিস্বরুপ তাঁকে “বীরশ্রেষ্ঠ” খেতাবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন স্বাধীনতার এক অগ্রদূত ও অবিস্মরণীয় বীর হিসেবে।