Bangla binodhon

Bangla binodhon "জীবন তো একটাই
বাঁচবো ভরপুর "

Bangla binodhon হলো একটি বিনোদন মূলক চ্যানেজ।
আপনার বিনোদনের জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। আশা করি সবাই পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন।
সবাইকে ধন্যবাদ

30/05/2025

বন্ধু আড্ডা গান

28/05/2025

সবাই শুকরিয়া আদায় করে লিখি
আলহামদুলিল্লাহ

28/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Badsa Khan, Md Suhel

26/05/2025

বৃষ্টিস্নাত মধ্য দুপুর।
কর্মব্যস্ত শহরবাসীর জীবন


25/05/2025

এই তো জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক।
23/05/2025

আসসালামু আলাইকুম।
সবাইকে জুম্মা মোবারক।

21/05/2025

এই শুনেছো
আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে
ভিজবে সারা শহর,ভিজবে সারা গ্রাম,ভিজবে তোমার বাড়ি, দরজাটা খোলা রেখো এক গুচ্ছ কদমফুল নিয়ে হয়তো আসতে পারি।

20/05/2025

হে পরম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি
সবার হৃদয়কে শান্ত করে করে দিন।
সবাই লিখি আমিন।

অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন।প্রথম জন ভেতরে ঢুকলেন।অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে...
18/05/2025

অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন।

প্রথম জন ভেতরে ঢুকলেন।

অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?
চাকুরি প্রার্থীঃ ট্রেনের জানালা খুলে দেবো।
অফিসারঃ বাহ, খুব ভালো।

এখন বলুন,
জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?
চাকুরি প্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন।

এবার দ্বিতীয় জন ভিতরে ঢুকলেন।
অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ কোট খুলে ফেলবো।
অফিসারঃ তারপরেও গরম লাগলে কী করবেন?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জামা খুলে ফেলবো।
অফিসারঃ তারপরেও গরম লাগলে?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ প্যান্ট খুলে ফেলবো।

(বিরক্ত হয়ে) অফিসারঃ তারপরেও গরম লাগলে?
দ্বিতীয় চাকরিপ্রার্থীঃ জাঙ্গিয়া খুলে ফেলবো।
(প্রচণ্ড রেগে গিয়ে) অফিসার : তারপরেও যদি গরম লাগে?
দ্বিতীয় চাকরিপ্রার্থী : স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু ট্রেনের জানালা খুলবো না!

গল্প ২

পিতা ও পুত্রের কথোপকথন -
পুত্র: বাবা রাজনীতি কি?
পিতা: রাজনীতির সংজ্ঞা আমি তোমাকে সরাসরি বলবোনা।কিছু হিন্ট দেই তুমি এগুলোর যোগসূত্র মিলিয়ে নিও।তাহলে নিজেই বুঝে যাবে রাজনীতি কি জিনিস।
পুত্র: ওকে।
পিতা: ধরো এই সংসারের যাবতীয় ব্যয় তোমার আম্মার হাত দিয়ে হয়।সে তোমাদের দুই ভাইকে দেখাশোনা করে। সংসার পরিচালনার দায়িত্ব তার উপরে। সে হলো সরকার।
তার সকল অর্থের যোগান দেই আমি।সুতরাং আমি হইলো পুঁজিবাদ কিংবা পুঁজিবাদী।
আমাদের সংসারের কাজ করে যে কাজের মেয়েটি সে হচ্ছে শ্রমিক সমাজ।
আমার যোগান দেয়া অর্থে তুমি এবং তোমার ভাই লালিত পালিত হচ্ছো। তুমি হচ্ছো জনগণ।এবং তোমার ৬মাসের ভাইটি যে এখনো অনেক ছোট সে হলো আগামী প্রজন্ম।এবার তুমিই রাজনীতির সংজ্ঞা খুঁজে নাও।
পুত্র সারাদিন রাত ভেবেও কোনো কুলকিনারা পেলোনা।শেষরাতে তার ছোট ভাইটির কান্নার শব্দে সে বাবা মায়ের রুমে উঁকি মেরে দেখলো বাচ্চাটি প্রস্রাব করে নোংরা বিছানায় পড়ে কাঁদছে।সে দেখলো তার মা অঘোরে ঘুমাচ্ছে।কিন্তু পাশে বাবা নেই।সে খুজতে খুজতে গেলো কাজের মেয়েট

  সবাইকে শুভ সকাল
18/05/2025



সবাইকে শুভ সকাল

যারা 'সানডা' ও 'কফিলের' কাহিনী জানেন না, তাদের জন্য এই পোস্টঃ'সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌ...
17/05/2025

যারা 'সানডা' ও 'কফিলের' কাহিনী জানেন না, তাদের জন্য এই পোস্টঃ

'সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়, সেখানের মানুষের কাছে এটার মাংস অনেক প্রিয়। কেনো প্রিয় সেইটা হচ্ছে ব্যাপার, তাদের ধারনা সানডা'র মাংস বা তেল 'পুরুষত্ব' বৃদ্ধি করে, কিন্তু আসলে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই!

এটা হঠাৎ ভাইরাল হবার কারন হচ্ছে সেদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি মানুষ রা!

রাজুদা'র কথা মনে আছে না? হুট করেই তার ভিডিও আসা শুরু হয়েছিলো সবার হোমপেইজেই। সেইভাবেই বাংলাদেশ থেকে কাজ করতে যাওয়া মানুষজনের ''কফিলদের জন্য সানডা ধরা,রান্না করা,সান্ডার বিরিয়ানি, কফিলের ছেলের সান্ডা বেশি প্রিয়'' টাইপের ভিডিও আমাদের সবার হোমপেইজে আসা শুরু করে। দুই তিন টা ভিডিও আগ্রহ সহকারে দেখার কারনে ফেসবুকের এলগরিদম এর বদৌলতে বারবার সানডা'র ভিডিও সবার হোমপেইজেই আসতে থাকে!
সানডা এভাবেই বাংলাদেশের মানুষের হোমপেইজের 'হট টপিক' হয়ে যায়!

আরেকটা প্রশ্ন অনেকের,'কফিল' কি? যারা সৌদি আরবে কাজ করে,যেই মালিকের অধীনে কাজ করে, তাকেই 'কফিল' বলে। এই কফিলের জন্য ই সানডা এতো জনপ্রিয় এখন 🙂

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Bangla binodhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla binodhon:

Share