16/10/2025
শাহবাগে গাছ কেটে বিলবোর্ড, রোগীদের ক্ষোভ
ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছায়াদানকারী গাছ কেটে সেখানে মেরিল কোম্পানির একটি বড় আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এই ঘটনা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের রোগী ও পথচারীরা।
দুর-দুরান্ত থেকে চিকিৎসার জন্য আসা অনেক রোগী বলেন, “গাছ আমাদের ছায়া দেন, গাছ আমাদের জীবন বাঁচান। এত গরমে একটু আরাম পেতে এই গাছগুলোর নিচে দাঁড়িয়ে থাকতাম। এখন সব কেটে ফেলেছে, শুধু বিলবোর্ড বসানোর জন্য!”
স্থানীয় পরিবেশকর্মীরা জানান, গাছ কেটে বাণিজ্যিক প্রচারণার জন্য জায়গা তৈরি করাটা পরিবেশ বিধ্বংসী ও অমানবিক। ঢাকার মতো দূষণ ও তাপপ্রবণ শহরে প্রতিটি গাছ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তারা আরও বলেন, এই গাছগুলো শুধু সৌন্দর্য নয়, বায়ু বিশুদ্ধ করে, ছায়া দেয়, পাখিদের বাসস্থান হয় এবং রোগীদের সাময়িক আরাম দেয়।
নাগরিকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে যেন গাছ কাটা বন্ধ হয় এবং যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।