08/07/2025
বারান্দা পেরুলেই উঠোন
তাতে লেগে থাকে নিত্যকার বদ অভ্যাস
তারই একটা কোণে পড়ে থাকুক কিছু স্মৃতি
একটু এগোলেই সিংহদ্বার
কিছু হতাশা এই পারে পড়ে থাক আজীবন
চলো শুদ্ধ হই
চলো আজ অধমের হাতে দিই উত্তম
এক একটা দিনের ক্লান্তি যখন রাত্রি ডেকে আনে
কিছু শ্লেষ মিশে থাকে গোধূলির রঙে
কিছু বিতৃষ্ণা নুয়ে পড়ে পাতার মতোন।
রাত্রি নিশুতি হলে আত্মাভিমান বেড়ে ওঠে
বুকের খাঁচায়
সেরিব্রামে ধ্বনিত হয় একটি মাত্র শব্দ
পরাজয়-পরাজয়।
।।১৮.০৯.২০২০ ।।