Digital Marketing Expert

Digital Marketing Expert Digital Marketing Expert
1. page
(1)

🌟⭐ স্টার চ্যালেঞ্জ সহজ করুন! ⭐🌟আপনি কি স্টার চ্যালেঞ্জে আটকে আছেন? 😓আর দুশ্চিন্তার কোনো কারণ নেই! আমাদের দক্ষ টিম আছে আপ...
03/12/2024

🌟⭐ স্টার চ্যালেঞ্জ সহজ করুন! ⭐🌟
আপনি কি স্টার চ্যালেঞ্জে আটকে আছেন? 😓
আর দুশ্চিন্তার কোনো কারণ নেই! আমাদের দক্ষ টিম আছে আপনার পাশে 🙌

🎉 বিশেষ অফার:
✅ মাত্র ২-৩ মিনিটে চ্যালেঞ্জ সম্পূর্ণ করুন
✅ পেয়ে যান যেকোনো পরিমাণ স্টার★
✅ সাফল্যের নতুন মাত্রা যুক্ত করুন আপনার জীবনে

আমাদের কাছ থেকে বিঁকাঁশ, নঁগদঁ, রঁকেটঁ এর মাধ্যমে স্টাঁর কিনতেঁ পারবেন।

👉 দেরি না করে এখনই ইনবক্স করুন!
📢 দ্রুত সেবা, নির্ভরযোগ্য সমাধান (চার্জ প্রযোজ্য) 📢

✨ আপনার স্টার চ্যালেঞ্জ জয় করুন আজই!
আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার লক্ষ্য পূরণ করুন!

🌟 বিশ্বাস রাখুন, সাফল্য হাতের মুঠোয়! 🌟
Elias Kanchan

ফেসবুক মার্কেটিংয়ে আশানুরুপ রেজাল্ট না পাওয়ার কারণ-১। ভুল টার্গেটিং: আপনার টার্গেটেড অডিয়েন্স সঠিকভাবে সিলেক্ট করুন এবং ...
14/05/2024

ফেসবুক মার্কেটিংয়ে আশানুরুপ রেজাল্ট না পাওয়ার কারণ-

১। ভুল টার্গেটিং: আপনার টার্গেটেড অডিয়েন্স সঠিকভাবে সিলেক্ট করুন এবং তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার ও ডেমোগ্রাফিক ঠিক রেখে টার্গেট করুন।

২। অপ্রাসঙ্গিক কন্টেন্ট: অপ্রাসঙ্গিক কন্টেন্ট দেয়া যাবেনা। আপনার কন্টেন্ট জেন্ আপনার প্রোডাক্ট ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ কন্টেন্ট ইজ দ্যা কিং।

৩। অপর্যাপ্ত বাজেট: আপনার প্রোডাক্ট এর ক্যাটাগরি অনুযায়ী এড বাজেট নির্ধারণ করুন। এক্ষত্রে এক্সপার্টরা পরামর্শ দেয় একটা প্রোডাক্ট সেল করতে এভারেজ যত টাকা খরচ হয় কমপক্ষে তার ১০ গুন্ বাজেট রাখা দরকার।

৪। মূল্য নির্ধারণ: অনেক সময় পণ্যের ভুল দাম নির্ধারণের কারণে কাস্টমার আগ্রহ হারিয়ে ফেলে তাই দাম নির্ধারণের মার্কেট রিসার্চ করে দেখা দরকার।

৫। অপর্যাপ্ত কাস্টমার সার্ভিস: অনেক সময় দেখা যায় কাস্টমার পারচেজ করতে এসেও অপর্যাপ্ত ইনফরমেশনের অভাবে পারচেজ না করেই চলে যায়। তাই সেল বাড়াতে চাইলে সেল শেখা জরুরী। কারণ সেলিং কোনো সাধারণ বিষয় না, আর্ট!

ফেসবুকে বিক্রি করাটা যেমন রকেট সায়েন্স না, তেমনি দল ভাত ও না। কিন্ত আপনি যদি সাথী প্রসেস মেনে কাজ করেন ফেসবুক আপনার ব্যবসার জন্য হবে আশীর্বাদ।

যারা ফেসবুক বুষ্ট, ভিডিও বুষ্ট, পেজ সেটআপ, পেজ বুষ্ট,করতে চান ইনবক্স ✅❤️Contact numbers:-+8801324363224
14/05/2024

যারা ফেসবুক বুষ্ট, ভিডিও বুষ্ট, পেজ সেটআপ, পেজ বুষ্ট,
করতে চান ইনবক্স ✅❤️
Contact numbers:-+8801324363224

আপনার ব্যবসাকে উন্নতি করতে আমরা digital marketing expert আছি আপনাদের সাথে। আপনার স্কুল-কলেজ ও ব্যবস্যা প্রতিষ্ঠানের বিজ্...
14/05/2024

আপনার ব্যবসাকে উন্নতি করতে আমরা digital marketing expert আছি আপনাদের সাথে। আপনার স্কুল-কলেজ ও ব্যবস্যা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন ফেসবুক পেজের মাধ্যমে।

🔰$ রিয়েল ডলারে কাজ করার গ্যারান্টি।।
সব চাইতে বেশি কাস্টমার পেতে আপনার পণ্য বা প্রতিষ্ঠান বুঝে আমাদের এক্সপার্ট ডিজিটাল মার্কেটার টিম আপনাকে পরামর্শ দিবে⚡

আমাদের সার্ভিস সমূহ:-

✅পেজ প্রমোট/ পেজ লাই-ক/ পোস্ট বু*স্ট/ ভি‌ডিও বু*স্ট
✅টার্গেটড কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅বয়স,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅লোকেশান অনুযায়ী এড দেওয়ার সুবিধা।
✅কতজন মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখলো তা দেখার সুযোগ।
✅প্রফেশনাল পেইজ সেট-আপ
✅প্রফেশনাল-লোগো কভার,এবং পোস্ট ডিজাইন

🔴এ্যাড এ্যাক্টিভ হওয়ার পর আমাদেরকে টাকা দেওয়ার সুবিধা। এড একটিভের আগে আমরা কোনো টাকা গ্রহণ করি না।🔴

🔰পেমেন্ট পদ্ধতিঃ
📛বিকাশ, নগদ, রকেট
বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন ফেসবুক পেইজে অথবা WhatsApp নাম্বারে- +8801324363224

ধন্যবাদ।

আপনি যদি চান আপনার পেইজ বুষ্ট , ভিডিও বুষ্ট,সেল বাড়াতে তাহলে এখনি ইনবক্স
13/05/2024

আপনি যদি চান আপনার পেইজ বুষ্ট , ভিডিও বুষ্ট,সেল বাড়াতে তাহলে এখনি ইনবক্স

কেন আপনার অনলাইন বিসনেসের জন্য ফেইসবুক বুস্টিং জরুরি?যদি আপনি আপনার ব্যবসায়ের জন্য ফেসবুক ব্যবহার করেন তবে আপনি সম্ভবত ...
13/05/2024

কেন আপনার অনলাইন বিসনেসের জন্য ফেইসবুক বুস্টিং জরুরি?

যদি আপনি আপনার ব্যবসায়ের জন্য ফেসবুক ব্যবহার করেন তবে আপনি সম্ভবত আপনার পোস্টগুলির নীচে নীল “বুস্ট পোস্ট” বাটন দেখতে পেয়েছেন। কিন্তু এটা কি কাজ করে?

আপনার পেইজে একটি পোস্ট বুস্ট করার জন্য একটি ছোট এমাউন্ট ইনভেস্ট করে, আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার পোস্টগুলি আপনার কাস্টমারের নিউজফিডে টপে প্রদর্শিত হচ্ছে। আদর্শভাবে আপনি কোনও পোস্টকে বুস্ট করতে যত বেশি ইনভেস্টমেন্ট করবেন, তত বেশি অডিয়েন্স আপনার পোস্টটি দেখতে পাবে এবং তার সাথে ইন্টারঅ্যাক্ট করবে।

বুস্ট করা পোস্টগুলি আপনার পোস্টগুলিকে আরও ভালভাবে পারফর্ম করতে সহায়তা করে। এখনকার ব্যবসায়ের জন্য ফেসবুক এত গুরুত্বপূর্ণ একটি মার্কেটিং টুলে পরিণত হয়েছে। বলা হয় যে, কেবল অরগ্যানিক পোস্টগুলি পোস্ট করা (সাধারণ পোস্টগুলি যে বিজ্ঞাপন নয়) আর যথেষ্ট নয়। বিজনেস করতে চাইলে আপনার ফেসবুক বুস্টে টাকা বিনিয়োগ করতে হবে।

ফেসবুকের বর্তমান অ্যালগরিদমের সাথে, আপনার ফলোয়ার্সদের 2% বা তার চেয়ে কম আপনার অরগানিক ফেসবুক পোস্টগুলি দেখছেন। এই সমস্যাটি ওভারকাম করতে এবং আপনার পোস্টগুলি ঠিক মত টার্গেটেড কাস্টমার এর কাছে পৌঁছাচ্ছে কিনা, নিশ্চিত করার জন্য, পেইড বুস্টিং খুবই গুরুত্বপূর্ণ।

আপনার পোস্টগুলিকে বুস্ট করার মাধ্যমে টার্গেট অডিয়েন্স এর নিউজফিডের টপ প্লেস এ দেখা যায়, যার মানে আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্টস দেখার অনেক বেশি সুযোগ পাবে আর যত বেশি ইউজার আপনার পোস্ট দেখতে সক্ষম হবে।

শুধু তাই না, আপনি বিভিন্ন Ad Objective সিলেক্ট করে, আপনার কাঙ্ক্ষিত অ্যাড রেজাল্ট পেতে পারেন।

বুস্টিং বাজেট এবং বুস্টিং টাইম :

মেসেঞ্জারে তিন দিনের বুস্টের জন্য অত্যন্ত ৫০০-১০০০টাকা (৫-১০ ডলার) বরাদ্দ রাখবেন। প্রতি ১০০টাকায় অত্যন্ত ৫-৬টি মেসেজ পাবেন। ১-২ দিন বুস্ট রান করবেন না, কারণ ফেসবুক কিন্তু ১ দিন ধরে অডিয়েন্স বুঝার চেষ্টা করে এবং ওই টাইমে ১০০ টাকার মতো খরচ হয়ে যায়। তাই ৩ দিন অত্যন্ত বুস্ট রান করবেন।

অডিয়েন্স :

কাকে এই অ্যাড দেখাবেন? সত্যি কথা বলতে এখন সবারই এই সব প্রোডাক্ট দরকার। কিন্তু সবাই কিন্তু এই সব প্রোডাক্ট কিনবে না। চিন্তা করে দেখুন আপনার নিজের পরিবারে কে কে এই সব প্রোডাক্ট কেনার দায়িত্বে থাকে, মা, বাবা, বড় ভাই অথবা বোন? বাংলাদেশে বেশির ভাগ পরিবারে উপার্জনকারী সদস্যই বাজারের দায়িত্বে থাকে। আমাদের পরামর্শ অনুযায়ী অডিয়েন্স সিলেক্ট করলে ১ সপ্তাহে পেয়ে যাবেন ১০০ জন কাস্টমার। নিম্নোক্ত ভাবে বুস্টিং এর সেগমেন্ট গুলো ইনপুট দিতে পারেন এবং আপনার প্রয়োজন মত চেঞ্জ করতে পারেন-

আসসালামু আলাইকুম সততাই ব্যবসার মূলধন।😍আমাদের রয়েছে দক্ষ টিম ও ৫ বছরেও বেশি অভিজ্ঞতা😘আমাদের সার্ভিসসমহঃপেজ Set-up ✅পোস্ট ...
13/05/2024

আসসালামু আলাইকুম

সততাই ব্যবসার মূলধন।😍

আমাদের রয়েছে দক্ষ টিম ও ৫ বছরেও বেশি অভিজ্ঞতা😘

আমাদের সার্ভিসসমহঃ
পেজ Set-up ✅
পোস্ট বুস্ট✅
ভিডিও বুস্ট✅
বেটিং সাইড বুস্ট✅
লটারি ভিডিও বুস্ট✅
জব বুস্ট ✅

আমাদের এজেন্সি থেকে বুস্ট করলে যে সকল সুবিধা গুলি পাবেন

24 ঘন্টা সাপোর্ট
টার্গেট ওডিয়েন্স অনুযায়ী বুস বুষ্ট
এরিয়া ভিত্তিক বুস্ট
আপনার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী বুস্ট
আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী বুস্ট
কত ডলার স্পেন্ড হচ্ছে কতগুলো মেসেজ আসতেছে কত রেস হচ্ছে সকল এনালাইসিস দেখার সুবিধা

এছাড়াও সকল ধরনের সুবিধা পাবেন আমাদের থেকে 😍

তাই বুস্ট করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন

বুস্ট করতে অব্যশই WhatsApp যোগাযোগ করুন +8801324363224

ফেসবুক পেজ পোস্ট করার ১০ টি নিয়মফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম ও ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম সম্পর্কে তথ্য আলোচনা করব।ফে...
13/05/2024

ফেসবুক পেজ পোস্ট করার ১০ টি নিয়ম

ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম ও ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম সম্পর্কে তথ্য আলোচনা করব।

ফেসবুক পেজ বুস্ট করার জন্য অনেকগুলো নিয়ম রয়েছে। এটা করার অনেকগুলো ধাপ রয়েছে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা এই ধাপগুলো সমূহ জানে না, বা জানতে ইচ্ছুক কিন্তু অনেক জায়গায় খুঁজে পাই না।

আমরা তাদের জন্যই এই আর্টিকেলটি তৈরি করেছি যেন তারা বুঝতে পারে কিভাবে ফেসবুক পেজ বুস্ট করা যায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ফেসবুক বুস্ট করার দশটি নিয়ম সম্পর্কে। নিচে পয়েন্ট আকারে ফেসবুক পেজ বুস্ট করার দশটি নিয়ম লিখা হলো:

1. ফেসবুক পেজটি টাকা দিয়ে প্রচার করা।

2. জনপ্রিয় বিষয় সমূহ নিয়ে ভিডিও বানানো এবং পোস্ট করা।

3. অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পেজ প্রমোট করতে হবে।

4. অন্য গ্রুপে পেজ বেশি বেশি শেয়ার করতে হবে।

5. নিয়মিত পোস্ট করতে হবে।

6. সঠিক কনটেন্ট পোস্ট করতে হবে।

7. আলাদা আলাদা কনটেন্ট পোস্ট করতে হবে।

৪. আপনার চেনা পরিচিত লোকদের বলতে হবে এবং বন্ধুদেরও বলতে হবে।

9. নিজের ফেসবুক পেজের সম্পূর্ণ সেটিং করতে হবে।

10 Hashtag ( #) এর ব্যবহার করতে হবে

আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন। আপনারা যারা ফেসবুক , ভিডিও বুষ্ট, ফেসবুক পেইজ প্রমোট , ই-কমার্সের বিজনেস ...
13/05/2024

আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন।
আপনারা যারা ফেসবুক , ভিডিও বুষ্ট, ফেসবুক পেইজ প্রমোট , ই-কমার্সের বিজনেস করতে চাচ্ছেন
তাদের জন্য আমাদের এই সার্ভিস গুলো 🌹😍

আপনার পেইজের সকল ধরনের সেটআপ ঠিক আছে কিনা জানতে মেসেজ করুন ।সেটআপ করে নিন আপনার পেইজ । পরিপূর্ণ একটি পেইজ সেটআপ করতে আমা...
13/05/2024

আপনার পেইজের সকল ধরনের সেটআপ ঠিক আছে কিনা জানতে মেসেজ করুন ।
সেটআপ করে নিন আপনার পেইজ ।

পরিপূর্ণ একটি পেইজ সেটআপ করতে আমাদের মেসেজ করুন অথবা কল করুন +8801324363224

আমাদের দক্ষ টিম আপনাকে সেবা দিতে প্রস্তুত

27/04/2024

আপনি ফেসবুক মার্কেটিং সার্ভিস নিতে আগ্রহী হলে আমরা আপনাদের ব্যবসায়ের মার্কেটিং প্রোসেস উন্নত করতে সাহায্য করতে পারি। আমরা আপনার লক্ষ্যগুলি সম্পর্কে জানতে পারি, আপনার টার্গেট পাবলিকের সাথে সংযোগ করতে পারি, বিপুল লক্ষ্যমূলক বিজ্ঞাপন তৈরি করতে সাহায্য করতে পারি এবং সামাজিক মাধ্যম প্রচারের মাধ্যমে আপনার ব্র্যান্ড উন্নতি করতে সাহায্য করতে পারি। এছাড়াও, আমরা আপনার ব্যবসায়ের নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুযায়ী সার্ভিসগুলি কাস্টমাইজ করতে পারি।

Address

Narayanganj
Dhaka
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share