24/06/2025
-বিশ্বাস ঘাতকতা সবাই করতে পারে না,
যারা করে তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ! তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমন ভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন,
একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?
-তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন!
-কিন্তু এই ভালো মানুষির মুখোশটা আসলে মিথ্যা, আপনার জন্য একটা সাজানো ফাঁদ! আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততোই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।
-ততো দিনে, আপনি তাদের প্রতি এমন ভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি এক সময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেক বল রয়েছে তাদের জন্য।
-একটা সময়ে আপনি বুঝবেন জীবন খেলায় তারা মেসির চেয়েও বড় খেলোয়াড়, সব কিছুই আসলে মিথ্যা।
ততো দিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে।
তখন তাদের বিষে আপনার মন বিষন্ন হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে।
-তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। অনুভূতি বা মায়া বলতেও কিছু নেই.
সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে বা মুখোশ উন্মোচিত হলে তারা চলে যায়।
-সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়, অন্ধবিশ্বাস বা কারো প্রতি মায়া, অতিরিক্ত মূল্য দেয়া শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।