Fancy by Keya

Fancy by Keya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fancy by Keya, Dhaka.
(1)

24/06/2025

-বিশ্বাস ঘাতকতা সবাই করতে পারে না,
যারা করে তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ! তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমন ভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন,

একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?

-তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন!

-কিন্তু এই ভালো মানুষির মুখোশটা আসলে মিথ্যা, আপনার জন্য একটা সাজানো ফাঁদ! আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততোই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।

-ততো দিনে, আপনি তাদের প্রতি এমন ভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি এক সময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেক বল রয়েছে তাদের জন্য।

-একটা সময়ে আপনি বুঝবেন জীবন খেলায় তারা মেসির চেয়েও বড় খেলোয়াড়, সব কিছুই আসলে মিথ্যা।
ততো দিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে।
তখন তাদের বিষে আপনার মন বিষন্ন হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে।

-তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। অনুভূতি বা মায়া বলতেও কিছু নেই.
সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে বা মুখোশ উন্মোচিত হলে তারা চলে যায়।

-সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়, অন্ধবিশ্বাস বা কারো প্রতি মায়া, অতিরিক্ত মূল্য দেয়া শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

তার চোখে লুকানো এক গল্প আছে ! ❣️
23/06/2025

তার চোখে লুকানো এক গল্প আছে ! ❣️

যে পাখির ভিন্ন দরজায় উরার স্বভাব, সে পাখি কি ভাবে বুঝবে এক দরজার অভাব..!
20/06/2025

যে পাখির ভিন্ন দরজায় উরার স্বভাব,
সে পাখি কি ভাবে বুঝবে এক দরজার অভাব..!

❣️❣️
19/06/2025

❣️❣️

13/05/2025

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো।🖤

06/05/2025

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গভীরতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে! অথচ হয়তো একটু সামনা সামনি দেখা হলে, কথা হলে, দুজন দুজনকে জড়িয়ে ধরলে, হাতে হাত রাখলে আজ কত সুন্দর হতো সম্পর্ক গুলো! সম্পর্কে দেখা করাটা খুবই প্রয়োজন!'🤍

03/05/2025

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।

ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।

যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো। এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুজে ভালোবাসি !

30/04/2025

I need someone যে ঝগড়ার পর বলবে - রাখো তো সব ভুল বোঝাবুঝি। শ্বাস কখন ব'ন্ধ হয়ে যায় কে জানে? তোমার সাথে কথা বলার তীব্র ক'ষ্ট নিয়ে ম'রতে চাই না বুঝলে? তোমাকে ছাড়া থাকতে আমার ভাল্লাগে না।🖤

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fancy by Keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share