26/06/2024
বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, ফ্রিল্যান্সিং জগতে আজকের দিনে ওয়ার্ল্ডওয়াইড ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় 1.57 বিলিয়ন বলে অনুমান করা হয়েছে, যা পুরো বিশ্বের কর্মশক্তির প্রায় 46.7%।
মানুষ কেনো দিন দিন ফ্রিল্যান্সিং কাজের প্রতি এতো ঝুকে চলছে জানতে চান ??
চলুন আজ জেনে নেই,
ফ্রিল্যান্সিং মানে অন্য কারো অধীনে না হয়ে স্বাধীনভাবে কাজ করাকে বুঝায় । আজকের বিশ্বে, ফ্রিল্যান্সিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে।কারণ, যারা ফ্রিল্যান্সিং করে তারা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে, তাদের নিজস্ব সময়সূচী বেছে নিতে পারে এবং তারা নিজের পছন্দের বিষয়ের ওপর কাজ করতে পারে।
তাদের এই কাজের সাধীনতার কারনেই ফ্রিল্যান্সিং এত জনপ্রিয় হয়ে উঠেছে।
বর্তমানে অনেক ধরনের ফ্রিল্যান্স কাজ আছে মার্কেটপ্লেসে , যার মধ্যে টপ ডিমান্ডের কিছু হলো,
১/ কন্টেন্ট রাইটিং,
২/ গ্রাফিক ডিজাইন,
৩/ প্রোগ্রামিং,
৪/ ডিজিটাল মার্কেটিং (SEO),
৫/ লিড জেনারেশন,
৬/ ইমেইল মার্কেটিং ইত্যাদি ।
তাছাড়া, Upwork এবং Fiverr-এর মতো আরো অনেক ইন্টারনেশনাল মার্কেটপ্লেস আছে যা ফ্রিল্যান্সারদের কে ক্লায়েন্টদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেয়।
তবে এই মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে ‘দক্ষ’ হতে হবে।
নিজের দক্ষতা কে প্রতিনিয়ত প্রাক্টিসের মাধ্যমে আরো উন্নত করে হতে পারেন আপনিও একজন সফল ফ্রিল্যান্সারদের মধ্যের একজন ।
তাই আমাদের Rahee TeCH Solutions -এ থাকছে টপ ডিমান্ডের কোর্সগুলো ।
ফ্রি কাউন্সিলিং নিতে কল করুনঃ- 01975363903
অথবা, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই পেইজে ম্যাসেজ করুন।