Rider On Duty

Rider On Duty "SOLDIER BY PROFESSION☠️
"RIDER & ADVENTURER BY PASSION😊

"SO DON’T EXPECT THIS PAGE TO BE ABOUT JUST ONE THING❌
(2)

পাহারের ভালোমানের ওয়াশরুম
16/10/2025

পাহারের ভালোমানের ওয়াশরুম

ছোট বেলা থেকে বড় হয়েছি এই গল্প শুনতে শুনতে যে সাপ ও নাকি প্রতিশোধ নেয়।।কেউ তো বলে কোন এক লোক নাকি গরুর জন্য ঘাস কাটতে গি...
14/10/2025

ছোট বেলা থেকে বড় হয়েছি এই গল্প শুনতে শুনতে যে সাপ ও নাকি প্রতিশোধ নেয়।।
কেউ তো বলে কোন এক লোক নাকি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের মাথা কেটে দুই ভাগ করে দিছে আর সেই অর্ধেক সাপের মাথা নাকি শামুকের মধ্যে করে নদী, খাল পেরিয়ে সেই লোককে মারার জন্য তার বাড়িতে গিয়ে উঠে 😆
আবার অনেকে বলে তাকে রাত ২/৩ টার সময় সাপে কামড়ায় আর তারপর তার মাথায় বিষ উঠে যায় সে ওজার কাছে গেলে সে নাকি বিষ নামিয়ে সুস্থ করে দেয়🫣🤭
তাদের বল্লাম যে এগুলা সব ভূয়া,ওজা কিচ্ছু করতে পারেনা,হয়তো কোন বিষধর সাপ ছিলো না বা ড্রাই বাইট ছিলো,কিন্তু তারা তাদের কথাই বলে।।
আচ্ছা সত্যিই কি সাপ প্রতিশোধ নেয় বা নিতে পারে?

ব্যাটালিয়ন আনসার এর সিপাহী।আনসার মানেই যারা পুজা মন্ডপে ডিউটি করা ভিডিপিদের চিনেন তাদের জন্য একটা কথা হলো গুগল করে খোজ ন...
11/10/2025

ব্যাটালিয়ন আনসার এর সিপাহী।

আনসার মানেই যারা পুজা মন্ডপে ডিউটি করা ভিডিপিদের চিনেন তাদের জন্য একটা কথা হলো গুগল করে খোজ নিয়ে নিয়েন ব্যাটালিয়ন আনসার কী?
আনসার ব্যাটালিয়ন সম্পূর্ণ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। এবং সশস্ত্র ইউনিট সম্পুর্ণ সরকারি চাকরি।

আনসার বাহিনীর ৪ টা প্রকার আছে

১.সাধারন আনসার [তাদের চাকরি সরকারি না] তবে ৩ মাসে এরাও ভালোই ট্রেনিং পায়। এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত থাকে। ব্যাটালিয়ন আনসার এর পরেই এরা।

২.ভিডিপি টিডিপি[এদের এটা কোন চাকরি না] তবে এরা যুদ্ধ লাগলে গেরিলা যোদ্ধা হয়ে কাজ করবে। সেনাবাহিনীর আন্ডারে।

৩.উপজেলা আনসার[এরাও ভিডিপির মতো সেচ্ছাসেবী এবং পুজায় ডিউটি করে।

৪.ব্যাটালিয়ন আনসার[ যারা সম্পূর্ণ সরকারি অন্যান্য বাহিনীর মতো। সকল সুবিধা পায় এবং কমব্যাট পোশাক পরে। ভারি ভারি অস্রসহ সকল ধরনের প্রশিক্ষণ পায়। এ বাহিনীর বিষয়ে কীছুই না জেনে একদল মুর্খসোদা কমেন্ট করবে এখন। আগে না জেনে না বুঝে তারপর কমেন্টে উল্টাপাল্টা করলে শুদ্ধ ভাষায় সহবাস করিয়া দেওয়া হইবে।
সারা দেশে মোট ৪২ টি ব্যাটালিয়ন আছে। এদের ট্রেনিং ৬ মাস আবার ৬ মাস ট্রেনিং শেষে ইউনিটে এসে ৩ মাস ওয়ারেয়েন্টিশন কোর্স মোট ৯ মাস ট্রেনিং পায়। এদের মুল কাজ পাহাড়ে সন্ত্রাস দমন এবং যুদ্ধের জন্য রিজার্ভ থাকা।

এরা বিজিবি সেনাবাহিনীর মতো প্রশিক্ষণ পায়। এবং সেনাবাহিনীর SI&T থেকে প্রশিক্ষণ করা স্টাফরাই প্রশিক্ষক থাকে। একজন মেজর জেনারেল এই বাহিনীর প্রধান হয়ে থাকেন। কিন্তু মন খরাপ হয় আমাদের দেশের মানুষ এদের তেমন একটা চিনেনা। এদের সম্পর্কে খুব একটা জানেও না।

02/10/2025

বড় উপকার হইছে🙂👍

আসিস লাংগের জন্য পদ্ম তুলতে 😾😄🫵🫵
24/09/2025

আসিস লাংগের জন্য পদ্ম তুলতে 😾😄🫵🫵

নব্বই দশকের যারা আছে তারাই চিনবে। সবাই ছন্দ টা বলে যান 😁।
26/08/2025

নব্বই দশকের যারা আছে তারাই চিনবে। সবাই ছন্দ টা বলে যান 😁।

এডিট না। ইনি একজন প্রেসিডেন্ট।সম্মেলনে যোগ দিতে উনি নিজস্ব ঐতিহ্যবাহীপোশাক পরে গিয়েছিলেন।
17/08/2025

এডিট না। ইনি একজন প্রেসিডেন্ট।
সম্মেলনে যোগ দিতে উনি নিজস্ব ঐতিহ্যবাহী
পোশাক পরে গিয়েছিলেন।

মনে পড়ে কীছু?🥱
07/08/2025

মনে পড়ে কীছু?🥱

এই জিনিসটার নাম বলতে পারলে বুঝবো আপনার শৈশব গ্রামে কাটিয়েছেন।
30/07/2025

এই জিনিসটার নাম বলতে পারলে বুঝবো আপনার শৈশব গ্রামে কাটিয়েছেন।

টাকা থাকলে, বাংলাদেশের চেয়ে সুখের দেশ আর কোথাও নেই। এদেশে নিজের মতো করে ধর্ম পালন করা যায়—মসজিদে গিয়ে নামাজ পড়া যায়...
24/07/2025

টাকা থাকলে, বাংলাদেশের চেয়ে সুখের দেশ আর কোথাও নেই। এদেশে নিজের মতো করে ধর্ম পালন করা যায়—মসজিদে গিয়ে নামাজ পড়া যায়, ঘুম ভাঙে আজানের শব্দে, আর ধর্মীয় রীতিনীতি পালনেও কেউ বাঁধা দেয় না। ভাষার টান আছে এখানে—চারপাশে সবাই বাংলায় কথা বলে, নিজের মনের কথা প্রকাশে বাধা নেই।

পরিচিত আত্মীয়স্বজনের মাঝে থাকা যায়। বন্ধুবান্ধবদের নিয়ে মোড়ের চায়ের দোকানে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে আড্ডায় মাতা যায়। পাড়ার গল্প, দেশের খবর, খেলাধুলা, রাজনীতি—সব নিয়েই চলতে থাকে প্রাণবন্ত আলাপ।

বাড়ির গেটে ভ্যানে করে প্রতিদিন সবজি এসে যায়, দরজায় ডাক পড়ে। মুদির দোকানে বাকির খাতা খোলা থাকে—বিশ্বাসই এখানে লেনদেনের বড় পুঁজি। দোকানদার চেনা-পরিচিত হলে প্রয়োজনে বাজার বাসায় পৌঁছে দেয়।

চাইলেই হাতের নাগালে পাওয়া যায় চা, পান, সিগারেট। কাজের লোক পাওয়া যায় সহজেই, রান্না-বাড়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা সব সামলে ফেলে তারা। পাড়ার মধ্যেই আছে লন্ড্রির দোকান, কাপড় ধুয়ে ইস্ত্রি করিয়ে নেওয়া যায় সকালে দিয়ে বিকেলে ফেরত।

রাস্তা পার হতে ট্র্যাফিকের নিয়ম নিয়ে মাথা ঘামাতে হয় না। আধুনিকতার ছোঁয়ায় এখন তো প্রায় প্রতিটা এলাকায় বিউটি পার্লার, জিম, সেলুন গড়ে উঠেছে।

আর ঢাকার কথাই যদি বলেন—উবার, পাঠাও, শপিং মল, রাস্তায় ফুচকা, চটপটি, গ্রামীণ গন্ধ মেশানো শহুরে ব্যস্ততা—এসব মিলেমিশে এক অদ্ভুত সুন্দর জীবনের টান।
টাকা থাকলে—এই দেশেই যেন সবকিছু হাতের মুঠোয়। এখানকার আবহ, সংস্কৃতি, সম্পর্ক, জীবনের সহজতা—এসবের বিকল্প সত্যিই আর কোথাও নেই। সুখ খুঁজতে বাইরে যাওয়ার দরকার কি, যদি ঘরেই সে সুখ ধরা দেয়?

সাপে কামড়ায় বেশিরভাগই গ্রামের মানুষ কে আর এনটিভেনম পাওয়া যায় শহরে এটা শুধু মুর্খামিই নয় তামাশা এবং হাস্যকরও বটে🙂
20/07/2025

সাপে কামড়ায় বেশিরভাগই গ্রামের মানুষ কে আর এনটিভেনম পাওয়া যায় শহরে এটা শুধু মুর্খামিই নয় তামাশা এবং হাস্যকরও বটে🙂

"কিনে রাখলাম রুপা যে হারে স্বর্ণের দাম বাড়ছে এতো স্বর্ণ কিনে রাখা পসিবল না। আমরা যখন ছোট ছিলাম স্বর্ণের ভরি ছিলো 5,6 হাজ...
27/06/2025

"কিনে রাখলাম রুপা যে হারে স্বর্ণের দাম বাড়ছে এতো স্বর্ণ কিনে রাখা পসিবল না। আমরা যখন ছোট ছিলাম স্বর্ণের ভরি ছিলো 5,6 হাজার টাকা🙄

তখন তো এতো কিছু বুঝতাম না। নইলে স্বর্ণ কিনে ফেলে রেখে দিতাম। রুপা ও একটা সময় এমন হবে । তাই নিজের জন্যই 80 ভরি রুপা কিনে রেখে দিলাম যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারি।

মন কে ও যেন বুঝ দিতে পারি স্বর্ণের বেলায় ছোট ছিলাম। রুপার বেলায় তো ছোট নাই। এগুলো সলিড রূপা। 24 ক্যারাট রুপা । এগুলো দিয়েই সব অর্নামেন্টস বানানো হয়।

স্বর্ণ যখন দুই আড়াই লক্ষ টাকা ভরি হবে তখন মধ্য বিত্ত এবং নিম্ন বিত্ত রা ঝুকবে রুপার মধ্যে। আর রুপার ও অত্যাধুনিক মেশিন বের হবে যেটা দিয়ে হুবহু স্বর্ণের মতো হবে ডিজাইন ।
তখন রুপার ভরি ও 25-30 হাজার হতে পারে।

তাই ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে কিনে রাখলাম। লস নাই। চাইলে আপনারা ও কিনে রাখতে পারেন। জমি কেনার মতো টাকা নেই সব চেয়ে বেস্ট জমি কেনা। এরপর বেস্ট গোল্ড কেনা। এরপর বেস্ট এখন রুপা অল্প ইনভেস্ট করে রেখে আশা করি ফিউচার এ ভালো ফল পাওয়া যাবে।

আপনারা কী বলেন? এটা কী ঠিক হবে?

Collected


Address

Assia
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rider On Duty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share