
19/03/2024
আমি ইএমআই ইনফ্লুয়েন্সার সুমন বলছি। স্যার আপনি কি অনলাইনে কাজ করতে আগ্রহী??
বর্তমানে চালমান ফ্রড বা স্ক্যাম এটাই।২০০ টাকার কাজ করলে ৩০০ টাকা পাওয়া যাবে।৩০০ পাওয়ার পর আপনাকে অন্য টাস্ক দিবে ৫০০ টাকার যা করলে পাবেন ৭৫০।
এরপর আপনাকে একটা আইডি খুলে দেওয়া হবে এবং টেলিগ্রাম গ্রুপে এড করা হবে।যে গ্রুপের অধিকাংশ সদস্য স্ক্রিনশট দিতে থাকবে যে ' এইমাত্র এত টাকা ইনকাম করলাম'।হয় গ্রুপের সদস্যদের এই ধরণের স্ক্রিনশট দেওয়া টা একটা টাস্ক অথবা এরাও এই জালিয়াতির সাথে জড়িত।
আপনি বিশ্বাস করে পরবর্তী ধাপে যাবেন ও লাখ টাকা দিয়ে পরবর্তী কাজ করবেন। এখান থেকে শুরু হবে আপনাকে ব্লাকমেইল করা। এই লাখ টাকা যদি উঠাতে হয় তাইলে আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে আপনার অনিচ্ছা সত্বেও । আপনি পরবর্তী ধাপে না গেলে আপনার এই টাকা টা মাইর যাবে। পরবর্তী ধাপে যেতে হবে ওদের দেওয়া সীমিত সময়ের ভিতরে নাইলে আগের টা মাইর।
এখন আপনি কি করবেন?? এই পর্যন্ত স্টপ থাকবেন নাকি পরবর্তী ধাপে যেয়ে আপনার টাকা ক্যাশ করতে চাইবেন??যদি স্টপ থাকেন তাহলে আপনি এই এই ১ লাখ টাকা জালিয়াতির শিকার হলেন।আর এই ১ লাখ টাকা উঠাতে চাইলে ৫-৭ লাখ টাকার জালিয়াতির শিকার হবেন। কিভাবে??
পরবর্তী ধাপে আপনাকে বলা হবে আপনি এই ১ লাখ টাকা ক্যাশ করতে চাইলে আরো ৫ লাখ টাকা এড করতে হবে। এড করার সাথে সাথে আপনাকে সব কিছু থেকে ব্লক করা হবে।
২০০ টাকা থেকে ৩০০ টাকা বানাতে যেয়ে আপনার ৫-৭ লাখ টাকা নাই।সবাই এই স্ক্যাম থেকে সতর্ক হোন।