Bengali pitha paradise

  • Home
  • Bengali pitha paradise

Bengali pitha paradise ঐতিহ্যের রং আছে পিঠায়,বাঙালির ঐ পরম্পরায়, সন্ধ্যা হতেই পিঠার বাসে,আবেশে মন জমে আসে।
(1)

11/01/2025

আল্লাহ কোনো মায়ের বুক এইভাবে খালি না করলে ওও পারো🥺🥺মৃত্যাু মানুষের কতো কাছে এসে থাকে মানুষ বুঝতেই পারে না😓আল্লাহ তুমি তারে জান্নাতুল ফেরদৌস দান করো।আমিন 🤲🤲।।

NadiaNadia Islam SmritiaSadia IsSuriya Islam Mimm Mimm Mim

30/11/2024

অভিযোগেরা করছে খেলা,
পাখিরা মেলেছে ডানা🕊️🕊️
দিনশেষে হারিয়ে গেলো,
অনুযোগের মেলায়🎡🎡

゚viralシNadiNadia Islam Smriti

30/10/2024

We,re adults now,so be clear about what you want. Stop lying, stop cheating, stop leading people on.if a season is over,let it be done..

Grow up and have some Integrity..

জীবনের একটি ভুল সারাজীবনের কান্না।। ঠিক তেমনিই জীবনে একটি ভুল করলে সারা জীবনের জন্য আফসোস করতে হবে।অতীত যেমন ফিরে আসে না...
29/10/2024

জীবনের একটি ভুল সারাজীবনের কান্না।।
ঠিক তেমনিই জীবনে একটি ভুল করলে সারা জীবনের জন্য আফসোস করতে হবে।অতীত যেমন ফিরে আসে না, ঠিক তেমন ভুল করলে সেটা কোনোদিন ফিরে আসবে না।সারাজীবন ভুলটাকে নিয়ে জীবনে চলতে হবে।তাই কোনো ডিসিশন নেওয়ার আগে সব সময় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশন নিবেন।কারো উপর রাগ করে অথবা আবেগে পরে ডিসিশন নিবেন না,আবেগে আর রাগ করে ডিসিশন নেওয়া জীবনের সব চেয়ে বড় বোকামি।😊

19/10/2024

আসসালামু আলাইকুম আপুরা।।আপনারা সবাই কেমন আছেন?? অনেক দিন পেইজে এ্যাকটিভ ছিলাম না।।আর কিছু দিন পরে প্রায়ই শীতকাল চলে আসবে।।আর শীতকাল মানেই অনেকরকমের পিঠাপুলির উৎসব।। আপনাদের সবাইকে পিঠার আমন্ত্রণ রইলো।।

Pitha paradise
Shawon
Farduse AkterSadia Islam BitheKhairun NaharSuriya Islam Mim

30/09/2024

বুঝলে বেণীমাধব মানুষ চিনতে একটা গোটা জীবন ও কম পরে।😊

NNadia Islam SmritiRRadbir Shawon

22/09/2024

""সব কথার জবাব দিতে নেই
কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়।

যত কম কথা বলা যায় আর যত কম
মানুষের সাথে মিশা যায় ততই
নিজের জন্য উত্তম।

কারুর উপর প্রতিশোধ নিতে চাইলে সবচেয়ে প্রধান এবং উত্তম রাস্তা হল একদম নীরব হয়ে যাওয়া,
নীরবতার মত ভয়ংকর আর কিছুই হতে পারে না
যদিও এটা খুব কঠিন কাজ।

যেখানে আপনার কোন অধিকার নেই সে জায়গাটা থেকে সরে আসাটাই উত্তম,,যদিও সব জায়গা থেকে সবাই সরে আসতে পারে না,,,কিন্তু সেই জায়গায় নীরবতা অবলম্বন করায়ই মানুষটার জন্য উওম...!

যেখানে আপনার কোন মূল্যায়ন নেই বা আপনার কোন অধিকারের জায়গা নেই সে জায়গায় অধিকার খাটাতে যাবেন না অধিকার খাটাতে গেলে অধিকার তো পাবেনই না বরং চরম অপমানিত হয়ে মানুষের কাছে খারাপ হয়ে ফিরে আসতে হবে এটাই বাস্তব,,,,,,,!

19/09/2024

বিড়াল গল্পের সেই লাইনদুটোর বাস্তব প্রমান দেখলাম৷

“দেখ, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কে চোর হয়? দেখ, যাঁহারা বড় বড় সাধু, চোরের নামে শিহরিয়া উঠেন, তাঁহারা অনেক চোর অপেক্ষাও অধার্ম্মিক।"
বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। তোমাদের বিদ্যালয়সকল দেখিয়া আমার বোধ হয়, তোমরা এত দিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ।🙂🙂

11/09/2024
06/09/2024

Good morning 🏵️🏵️
6/9/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengali pitha paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share