শাওরিন সুলতানা রুপন্তি

শাওরিন সুলতানা রুপন্তি জীবন সুন্দর শুধু একটু সুন্দর করে সাজাতে হয়,ভালোবেসে সব অপূন্যতাকে পূন্যতা দিতে হয়🥰
(2)

কি খবর সবার, সবাই কেমন আছেন😊
08/11/2025

কি খবর সবার, সবাই কেমন আছেন😊

শুভ সকাল
08/11/2025

শুভ সকাল

যখন বাচ্চারা তাদের বাবাকে মিস করে..বাচ্চারা বলে না, "আমি বাবাকে মিস করছি"তারা শুধু জিজ্ঞেস করে--"বাবা কখন বাসায় আসবে?"ত...
07/11/2025

যখন বাচ্চারা তাদের বাবাকে মিস করে..

বাচ্চারা বলে না, "আমি বাবাকে মিস করছি"

তারা শুধু জিজ্ঞেস করে--"বাবা কখন বাসায় আসবে?"

তারা দরজার পাশে বসে অপেক্ষা করে, মনে মনে বাবার কথা চিন্তা করে।

তাদের দামি উপহার দরকার হয় না
তাদের দরকার আপনার সময়।
আপনার হাসি,
আপনার উপস্থিতি।

একদিন তারা আর বাবার কথা জিজ্ঞেস করবে না-
আর সেই নীরবতাই আপনার হৃদয় ভেঙে দেবে।

তাই এখনই পাশে থাকুন।
রাতের গল্পের সময়।
অগোছালো ডিনারের সময়।
ছোট ছোট খেলাধুলার সময়।

ওই ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলো--
যা সে সারা জীবন মনে রাখবে

07/11/2025
যখনই মা সন্তানকে শাসন করে...বাড়ির সবাই হঠাৎ যেন ‘সহানুভূতির দূত’।বাচ্চা একটুখানি মুখ ভার করলেই—কেউ বলে, “আহা, ওকে এমন ব...
05/11/2025

যখনই মা সন্তানকে শাসন করে...
বাড়ির সবাই হঠাৎ যেন ‘সহানুভূতির দূত’।
বাচ্চা একটুখানি মুখ ভার করলেই—
কেউ বলে, “আহা, ওকে এমন বলো না!”
কেউ আবার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে করতে বলে,
“আমার নাতিকে বকিস না, ও তো কিছুই করেনি!” 😔

কিন্তু জানেন?
ওই এক মুহূর্তেই বাচ্চা শিখে যায় —
‘মায়ের কথা না শুনলেও চলবে।’
ও বুঝে যায়, একটু মুখ বানালেই কেউ না কেউ এসে
মাকে ‘ভুল’ প্রমাণ করে দেবে।

এরপর থেকে মায়ের শাসন তার কাছে আর শাসন থাকে না,
মায়ের কথা আর গুরুত্ব পায় না।
আর সেখান থেকেই তৈরি হয় বেপরোয়া সন্তান —
যে জানে, মায়ের কথা কাটিয়ে গেলেও কেউ না কেউ ওর পাশে থাকবে।

মা হয়তো চুপ করে যায়, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে।
কারণ সে জানে, সে যে শাসন করছে—
তা ভালোবাসা দিয়েই, সন্তানকে মানুষ করার জন্যেই।

তাই অনুরোধ—
যখন মা সন্তানকে শাসন করছে,
তখন একটু দূর থেকে ভালোবাসা দিন, কিন্তু
মায়ের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবেন না।
ওই মুহূর্তে সবচেয়ে বড় সহানুভূতি হলো—
মাকে সম্মান দেওয়া। ❤️

কারণ, যখন আপনি মাকে ছোট করেন,
তখন সন্তান শেখে মায়ের কথা তুচ্ছ,

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। শুভ সকাল
05/11/2025

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। শুভ সকাল

মেয়েদের বলছি চালাক হোন,,,নিজের পাওনা বুঝে নিন হায়রে সখের পুরুষ ছোট মেয়েটার একটা চোখে সমস্যা আর ছেলেটা মাশাআল্লাহ ,,,,অথচ...
04/11/2025

মেয়েদের বলছি চালাক হোন,,,নিজের পাওনা বুঝে নিন
হায়রে সখের পুরুষ

ছোট মেয়েটার একটা চোখে সমস্যা আর ছেলেটা মাশাআল্লাহ ,,,,অথচ এই বউ বাচ্চার চিন্তা না করে ভাই বোনের নামে ব্যাংক ব্যালেন্স ,,,আজকে আপনি দুনিয়াতে নাই আর আপনার বউ বাচ্চাই এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে ,,,নাই কোন বাবার ছায়া নাই চাচা ফুপুদের ভালবাসা,,,এমন এতিম বাচ্চা দেখলেই তো মায়া লাগার কথা,,,সব পল্টিবাজ
অথচ এই সমাজের পুরুষরাই বলে বউয়ের নামে কিছু দিলে ভাইগ্গা যাইবো বউ,,অন্যবেডার লগে
এগুলো বাদ দেন,,,বোনেরা ,,যা সম্পদ করবেন বউ বাচ্চার নামে করবেন,,এমনভাবে করবেন যাতে আপনার অবর্তমানে সব বউ বাচ্চাই পায়,,,
এই সমাজের নিয়ম এতো খারাপ যে মরার দুইদিন পরই বউ বাচ্চাকে বের করে আপনার সংসারের অর্জিত সব কিছু ভোগ করবে শশুড়বাড়ির সেই ভদ্র শয়**তান গুলো,,সো এখনই সচেতন হোন নয়তো পরে সব শেষ হয়ে যাবে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শাওরিন সুলতানা রুপন্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share