ভাইরাল ভাই ツ

ভাইরাল ভাই ツ শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলাম,,,!🍂🍂
সে এসে কুড়িয়ে নিলো,,,!👩‍❤️‍👨
তাও আবার জ্বালানোর জন্য,,,!😭💔🥀
(6)

এখানে কোনটি সঠিক আছে আপনারাই বলুন,,🤔🤔
12/09/2025

এখানে কোনটি সঠিক আছে আপনারাই বলুন,,🤔🤔

একটা দাঁতের ব্রাশ বাংলাদেশে কত দিন ব্যবহার করা উচিত 😁😁
12/09/2025

একটা দাঁতের ব্রাশ বাংলাদেশে কত দিন ব্যবহার করা উচিত 😁😁

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ। ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্...
12/09/2025

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ।

ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্ছে,শুধুমাত্র নানী- দাদীর সামান্য ভুলের জন্য।

২ জন পরামর্শ করে ১০ দিনের শিশুর স্তন হতে দুধ বাহির করতে স্তনে টিপে চেষ্টা করেন।

ফলাফল:

শিশুর স্তনে ইনফেকশন হয়ে পুজ- পানি (Breast Abscess) হয়ে যায়। এখন সার্জারী করে ঠিক করতে হবে। মেডিকেল কলেজের শিশু সার্জারী ডিপার্টমেন্টে পাঠিয়েছি।

আমার প্রতিটি শিশু রোগীর মাকে বলে দেয়, আপনার শিশুর ভাল- মন্দ আপনাকেই বুঝতে হবে। নানি- দাদির পরামর্শ নিবের তবে যা আপনার কাছে যুক্তিসংগত মনে হয়।

আমাদের সমাজটায় যে কেমন, সন্তান খারাপ হলে সব দোষ মায়ের আর ভাল হলে সবকিছু বাবা,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কৃতিত্ব।

নবজাতকের স্তন অল্প বড় (Neonatal Mastauxe) হওয়া স্বাভাবিক। যা নিজে নিজেই ভাল হয়ে যায়।

মায়ের হরমোন (ইস্ট্রোজেন ও প্রোল্যাকটিন) → নবজাতকের স্তনগ্রন্থি বৃদ্ধি জন্য দ্বায়ী।

কিভাবে বুঝবেন?

উভয় পাশে ছোট, শক্ত, বেদনাহীন স্তন উঁচু,মাঝে মাঝে হালকা দুধের স্রাব (“witch’s milk”) বাহির হতে পারে।

চিকিৎসা:

* সাধারণত চিকিৎসার দরকার হয় না। নিজে নিজেই ভাল হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়।

* কোন ভাবেই স্তনে ম্যাসেজ করে বা টিপে দুধ বাহির করতে যাবেন না প্লিস। এতে স্তনে ইনফেকশন হয়ে যেতে পারে, যা ছবিতে দেখতে পাচ্ছেন
তো সবাই এই বিষয়ে সব সময় সতর্ক থাকবেন,,

মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তাইনা??    #ফটোগ্রাফির ইতিহাস
12/09/2025

মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তাইনা?? #ফটোগ্রাফির ইতিহাস

12/09/2025

ডাকসু নির্বাচনে জয়ী হয়ে অনুভূতির কথা জানালেন তারা, ゚viralシfypシ゚

গা'জার একজন বাবা ছবিটা পোস্ট করে লেখেন: দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেল...
12/09/2025

গা'জার একজন বাবা ছবিটা পোস্ট করে লেখেন:
দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেলে।
যুদ্ধের আগে বাচ্চারা খেতে না চাইলে বকা দিতাম, মারতাম আর এখন খেতে চাইলে মারি!
ওহে বিশ্ববাসী, তোমরা কেউ বাবা হয়েছো? তোমরা কী জানো সন্তানের মুখের খাবার ছিনিয়ে নেয়ার যন্ত্রণা কেমন হয়!?💔💔
বাবারা সব সময় সন্তানের জন্য সুপার হিরো 🦸🦸
স্যালুট জানাই সকল বাবাদের 🫡🫡

মানুষ কতটা নিকৃষ্ট আর হিংস্র হতে পারে একবার ভাবুন। কার কাছে বিচার চাইবেন?এই ছেলেটার দোষ কি ছিলো? হয়তো ফেসবুক কিছু লেখালে...
11/09/2025

মানুষ কতটা নিকৃষ্ট আর হিংস্র হতে পারে একবার ভাবুন। কার কাছে বিচার চাইবেন?
এই ছেলেটার দোষ কি ছিলো? হয়তো ফেসবুক কিছু লেখালেখি। এর বিচার ও হবে না, বিচার কার কাছে চাইবে? ছোট ছোট ইস্যু নিয়ে অবুজ প্রাণীর উপর অবুজ বাচ্চাদের উপর প্রতিশোধ নেওয়া কি খুবই জরুরি? 💔মাছ গুলার কি দোষ ছিলো? 🥺 তবে এই সোনার বাংলায় এখন আর সুষ্ঠু বিচার পাওয়া যায় না,,, মানুষ কতটা জঘন্য হয়ে গেছে

এর মানে কি বুঝলেন আপনি,,??
11/09/2025

এর মানে কি বুঝলেন আপনি,,??

11/09/2025

কুমিল্লায় মা মেয়ে হ,ত্যা,র আসামি মোবারক গ্রেফতার

বদনজর কতটা ভয়ংকর....!!আল্লাহ তাআলা কুরআনে বলেছেন।قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (সূরা আল-ফালাক 113:1)অর্থ: বলুন, আমি ভো...
10/09/2025

বদনজর কতটা ভয়ংকর....!!

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন।
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
(সূরা আল-ফালাক 113:1)
অর্থ: বলুন, আমি ভোরের রবের আশ্রয় গ্রহণ করি।
এই আয়াত আমাদের শেখায়, বদনজরের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহর আশ্রয় নিয়ে রাসূলুল্লাহ ﷺ বলেছেন
الْعَيْنُ حَقٌّ وَإِنْ كَانَ شَيْءٌ يَسْتَحِقُّ الْعَيْنَ فَيَكُونُ فِي الْمُؤْمِنِ (সহীহ বুখারী 3374)অর্থ: বদনজর সত্য, এবং এটি বিশ্বাসীর ওপর প্রভাব ফেলে।

কয়েক মাস আগে এক রোগী তাঁর সন্তানের ছবি আমাদের দেখিয়েছিলেন,একটি ছবি ছিল সুস্থ ও স্বাভাবিক, আরেকটি বর্তমান অবস্থার,দুই ছবির মধ্যে মিলিয়ে দেখা যায়, বদনজরের প্রভাব কতটা ভয়াবহ
বদনজরের ফলে শিশু হঠাৎ দুর্বল, দুশ্চিন্তায় ও অস্বাভাবিক আচরণ প্রদর্শন করতে পারে,রাসূলুল্লাহ ﷺ বলেছেন।
مَا مِنْ عَيْنٍ أَصَابَتْ عَبْدًا فَصَارَ مَرِيضًا إِلَّا بِإِذْنِ اللَّهِ
(সহীহ মুসলিম 2189) অর্থাৎ,কোনো বদনজর আল্লাহর অনুমতি ছাড়া কাউকে অসুস্থ করতে পারে না।

অনেকেই বদনজরকে হালকা বিষয় মনে করি
কিন্তু বাস্তবে এটি মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে,শিশুর পড়াশোনা, আচরণ এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে,আল্লাহর হেফাজতের জন্য সূরা ফালাক ও সূরা নাস পড়া অত্যন্ত প্রয়োজনীয়।
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (সূরা নাস 114:1)
অর্থ: বলুন, আমি মানুষের রবের আশ্রয় নিই।

হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে ঘুমিয়ে থাকবেন না,শিশুর আচরণ, স্বভাব বা স্বাস্থ্যের অদ্ভুত পরিবর্তন হলে দ্রুত পদক্ষেপ নিন,রুকইয়াহ ডায়াগনোসিস করাই সবচেয়ে নিরাপদ উপায়
কুরআনে আছে।
وَلَئِنْ أَذَاقَنَا إِنسَانًا ضُرًّا فَإِنَّ لَهُ مِن بَعْدِهِ شَفَاعَةً (সূরা আনফাল 8:40)
অর্থ: যদি কেউ ক্ষতি পায়, আল্লাহর প্রতিকার আছে

বিশ্বস্ত ও প্রমাণিত রুকইয়াহ বিশেষজ্ঞরা বদনজরের প্রভাব শনাক্ত করতে সক্ষম, কেননা এই সম্পর্কে নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
عَلَيْكُمْ بِالرُّقَى وَبِالْكَلِمَاتِ الطَّيِّبَةِ
(সহীহ মুসলিম 2200)
অর্থ: তোমরা রুকইয়াহ এবং ভাল কথার মাধ্যমে চিকিৎসা করো,শিশু বা পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে দেরি করা বিপজ্জনক

আল্লাহর রক্ষা ছাড়া কেউ ক্ষতি করতে পারে না
তবে আমরা সতর্কতা অবলম্বন করি এবং প্রমাণিত পদ্ধতি অনুসরণ করি,বদনজরের প্রভাবের প্রতিকার আছে, প্রাথমিক চিহ্ন দেখেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন
রুকইয়াহ ও আল্লাহর সাহায্যের মাধ্যমে শিশুর সুস্থতা ও শান্তি ফিরিয়ে আনা যায়।

সতর্কতা, বিশ্বাস ও দোয়া এই তিনটি হাতিয়ারই বদনজরের প্রভাব থেকে সুরক্ষা সম্ভব আল্লাহর আশ্রয় ও রুকইয়াহ-এর মাধ্যমে আমরা শিশু এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করি, আলহামদুলিল্লাহ।
সবাই ছেলেটার জন্য দোয়া করবেন 🤲🤲

নিজের মেয়েকে জি’নে’র হাত থেকে বাঁ’চা’তে চেয়েছিলেন মা তাহমিনা বেগম। মেয়েকে জি"নে ধ"রেছে ভেবে পাশে মসজিদের এক ইমামের কাছে...
10/09/2025

নিজের মেয়েকে জি’নে’র হাত থেকে বাঁ’চা’তে চেয়েছিলেন মা তাহমিনা বেগম। মেয়েকে জি"নে ধ"রেছে ভেবে পাশে মসজিদের এক ইমামের কাছে গিয়েছিলেন তহমিনা বেগম,সেখানেই পরিচয় হয় ভ"ন্ড ক"বি"রা"জ মোবারকের সাথে। কিন্তু কে জানতো
যে ক"বি"রা"জকে তিনি ডাকলেন, সেই-ই হয়ে উঠবে মা–মেয়ের মৃ’ত্যু’দূ’ত!
মাসের পর মাস ধরে ভ’ণ্ড কবিরাজ মোবারক আসছিলেন সুমাইয়া আফরিনের বাসায়। ঝা’ড়’ফুঁ’কে’র নামে ফুঁ’ক দিচ্ছিলেন দা’উ’দা’উ আ’গু’ন—তার চোখে তখন শু’ধু লা’ল’সা’র শি’খা!ঘ"টনার দিন ভ"ন্ড ক"বি"রা"জ সুমাইয়াকে ধ"র্ষ"ণ করতে চেয়েছিল। মা তহমিনা বেগম তা ঠিক পেয়ে বা"ধা দিতে গেলে, মোবারক সুমাইয়াকে এক রুমে আ"টকে রেখে তার মাকে পাশের রুমে নিয়ে যেয়ে শ্বা"স"রু"দ্ধ করে হ"ত্যা করে। পরে আবার মোবারক সুমাইয়ার উপরে ঝাঁ"পি"য়ে পড়ে ধ"র্ষ"ণে"র জন্য।কিন্তু প্রা"ণপনে চেষ্টা করে সুমাইয়া ধ"র্ষ"ণে"র হাত থেকে বেঁ"চে গেলেও,গ"লা চে"পে ধ"রে শ্বা"স"রো"ধ করে তাকেও হ"ত্যা করে কা"ল"প্রি"ট মোবারক। এখানেই ক্ষা"ন্ত হননি মোবারক,ঘরে থাকা তিনটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পা"লিয়ে যান।।😭
হ"ত্যা"কা"রী"র স"র্বোচ্চ সা"জা দাবি জানাই ক"র্তৃ"প"ক্ষে"র নিকট।
আর তাছাড়া দাবি জানিয়ে কি লাভ সোনার বাংলায় বিচার হয় না কোন কিছুর😭😭 আমি মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থা সৌদি আরবের মতো করা উচিত 🫡🫡

আলহামদুলিল্লাহ    #ফটোগ্রাফির ইতিহাস
10/09/2025

আলহামদুলিল্লাহ #ফটোগ্রাফির ইতিহাস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাইরাল ভাই ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share