Imamul Evolution

Imamul Evolution ✨ Empowering Digital Marketers & Designers | Learn, Grow & Earn |

Big shout out to my newest top fans! 💎 Roksana Akter, Mst Sajahan Sharma, Md Himel, Sakila Islam Shakira, Zannatun Minar...
08/08/2025

Big shout out to my newest top fans! 💎 Roksana Akter, Mst Sajahan Sharma, Md Himel, Sakila Islam Shakira, Zannatun Minara, Farzana Kabir, Forhad Islam, Ifran Ahamed, Taslima Akter Bithi, Naila Adrita, Reiad Hasan, FS Barsha, Taslima Akter Bithi

Drop a comment to welcome them to our community,

07/08/2025

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা গুলো শেয়ার করা , কাউকে আঘাত করার জন্য নয় , অবশ্যই আপনি এই কথা গুলোকে পজিটিভ ভাবে নিবেন ধন্যবাদ ।

# #সময

06/08/2025

وَأَنْ لَيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَىٰ"
“মানুষ যা চেষ্টা করে, সে অনুযায়ীই সে পায়।”
— [সূরা আন-নাজম, ৫৩:৩৯]
🔥 তোমার শ্রম বৃথা যাবে না — আল্লাহ তোমার প্রচেষ্টার ফল দিবেন ইনশাআল্লাহ।

প্রতিনিয়ত শেখা আর চর্চার মাঝে তৈরি হয় সত্যিকারের আত্মবিশ্বাস।Saida Jahan — ক্যারিয়ার ফান্ডামেন্টাল ও অ্যাডভান্স ডিজিটাল ...
05/08/2025

প্রতিনিয়ত শেখা আর চর্চার মাঝে তৈরি হয় সত্যিকারের আত্মবিশ্বাস।
Saida Jahan — ক্যারিয়ার ফান্ডামেন্টাল ও অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স সফলভাবে সম্পন্ন করে, এবার তার পরবর্তী পদক্ষেপ Expert SEO।
তার পারফর্মেন্স আমাদের অনুপ্রেরণা দেয়।

🎉 তাকে শুভেচ্ছা Imamul Evolution এবং Mentors IT Academy-এর পক্ষ থেকে!

“This journey started from mentorship. Now she’s ready to serve the world.”

নিজের প্রতি বিশ্বাস আর নিয়মিত শেখার আগ্রহ থাকলে—সম্ভব সবকিছুই।Sharmin Sumaya তার ট্যালেন্ট আর ডেডিকেশন দিয়ে জয় করেছে Men...
05/08/2025

নিজের প্রতি বিশ্বাস আর নিয়মিত শেখার আগ্রহ থাকলে—সম্ভব সবকিছুই।
Sharmin Sumaya তার ট্যালেন্ট আর ডেডিকেশন দিয়ে জয় করেছে Mentors IT-এর SEO স্কলারশিপ।

Imamul Evolution গর্বিত—এই যাত্রার পথচলায় পাশে থাকতে পেরে।

🚀 এগিয়ে যাও, Sumaya
“This journey started from mentorship. Now she’s ready to serve the world.”

যেকোনো শেখা তখনই সার্থক হয়, যখন তা প্রফেশনাল স্কিলে পরিণত হয়।Soma Chakrabarty তার নিজের উন্নতির গল্প লিখেছে—42 ক্লাস শেষ...
04/08/2025

যেকোনো শেখা তখনই সার্থক হয়, যখন তা প্রফেশনাল স্কিলে পরিণত হয়।
Soma Chakrabarty তার নিজের উন্নতির গল্প লিখেছে—42 ক্লাস শেষ করে এবার SEO-তে আরও এক ধাপ এগিয়ে।

🏆 SEO কোর্সে ফুল স্কলারশিপ—Mentors IT থেকে

Imamul Evolution তার এই যাত্রায় প্রথম সঙ্গী, সর্বদা গর্বিত।

“This journey started from mentorship. Now she’s ready to serve the world.”

📌 ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা?  সময় শেষ হয়ে যাচ্ছে—তবে এখনও আপনি সুযোগের তালিকায় থাকতে পারেন!🔥 *৬০% স্কলারশিপে I-এ ভর্...
29/07/2025

📌 ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা?
সময় শেষ হয়ে যাচ্ছে—তবে এখনও আপনি সুযোগের তালিকায় থাকতে পারেন!

🔥 *৬০% স্কলারশিপে I-এ ভর্তি চলছে!*
✅ ডিজিটাল মার্কেটিং
✅ গ্রাফিক ডিজাইন
✅ ফ্রিল্যান্সিং সাপোর্ট

🎓 সীমিত সিট – সত্য যাচাই সাপেক্ষে *মাত্র কয়েকজনকে* এই সুযোগ দেওয়া হবে।

🕔 **ডেডলাইন:** ৩১ জুলাই, ২০২৫ | রাত ১১:৫৯ এর মধ্যে
🎯 সিদ্ধান্ত নিন আজই — ক্যারিয়ারের নতুন পথ শুরু হোক Imamul Evolution-এর সঙ্গে!

📲 ইনবক্স করুন এখনই – অথবা কমেন্টে লিখুন “Interested” ✍️

#ক্যারিয়ার_গড়ুন #নতুন_পথে

🔴 আপনিও হতে পারেন একজন সফল গ্রাফিক ডিজাইনার!🎨 Graphic Design Mastery (Online Batch)🚀 শুরু হচ্ছে নতুন ব্যাচ — আপনার স্কিল...
28/07/2025

🔴 আপনিও হতে পারেন একজন সফল গ্রাফিক ডিজাইনার!

🎨 Graphic Design Mastery (Online Batch)
🚀 শুরু হচ্ছে নতুন ব্যাচ — আপনার স্কিল উন্নয়নের সেরা সুযোগ!

📍 Location: Razzak Plaza (2nd Floor), Moghbazar, Dhaka
🗓️ Class Start: 5 August, 2025
🕢 Time: 07:30 PM
📚 Class Days: Every Saturday & Tuesday
👨‍🏫 Instructor: Fahim Ahammed Riyad

💡 এই কোর্সে আপনি যা শিখবেন:
✅ Logo Design
✅ Social Media Post
✅ Banner & Flyer
✅ Freelancing Tips
✅ Real Client Work Experience

🔥 কেন এই কোর্সে অংশ নেবেন?
👉 অনলাইন ক্লাস – ঘরে বসেই শেখা
👉 প্র্যাকটিক্যাল ও আপডেটেড সিলেবাস
👉 প্রজেক্ট ভিত্তিক লার্নিং
👉 ক্লাস শেষে রিয়েল ওয়ার্কের সুযোগ

📞 ভর্তি চলছে এখনই! সিট সংখ্যা সীমিত।
🗓️ Class Start: 5 August 2025

🧠 গ্রাফিক ডিজাইন শুধু স্কিল নয়, এটা হতে পারে আপনার ক্যারিয়ার চেঞ্জের প্রথম ধাপ।
Shuru korun আজ থেকেই – নিজেকে তৈরি করুন আগামীকাল-এর জন্য!

"সফল আর ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্যটা কোথায়?"🧠 মানুষ দুই রকম— কেউ সফল হয়, কেউ হয় না।কিন্তু প্রশ্ন হলো, কেন হয় এই পার্...
25/07/2025

"সফল আর ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্যটা কোথায়?"

🧠 মানুষ দুই রকম— কেউ সফল হয়, কেউ হয় না।
কিন্তু প্রশ্ন হলো, কেন হয় এই পার্থক্যটা?

চলুন দেখি কিছু বাস্তব পার্থক্য:

✅ সফল ব্যক্তি বলে:
→ “আমি পারব।”
❌ ব্যর্থ ব্যক্তি ভাবে:
→ “আমি তো আগে কখনো করিনি, পারব না।”

✅ সফল ব্যক্তি শেখার আগ্রহ রাখে।
❌ ব্যর্থ ব্যক্তি ভাবে, “আমি তো সব জানি!”

✅ সফল ব্যক্তি সময়কে মূল্য দেয়।
❌ ব্যর্থ ব্যক্তি সময় নষ্ট করে—ভাবেই না সময়ই সম্পদ!

✅ সফল ব্যক্তি নিজের ভুল স্বীকার করে।
❌ ব্যর্থ ব্যক্তি সব দোষ চাপায় অন্যের উপর।

✅ সফল ব্যক্তি একবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়।
❌ ব্যর্থ ব্যক্তি একবার হেরে গেলেই হাল ছেড়ে দেয়।

🔍 আপনি কী প্রতিদিন নিজেকে একটু করে সফল মানুষে রূপান্তর করছেন?
না করলে আজই শুরু করুন—একটা ছোট চেষ্টাও আপনাকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে।

📌 সফলতা কোনো গিফট নয়, এটা গড়ে নিতে হয়।

🟦

22/07/2025

🕊️ হৃদয়ে রইলো মাইলস্টোন স্কুলের সেই নিষ্পাপ মুখগুলো 🕊️

গতকালকের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছোট ছোট শিশু, কচি প্রাণ, স্বপ্ন দেখার বয়সে থাকা শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করি।
আর যারা আহত, তাদের দ্রুত সুস্থতা কামনায় আমরা একসাথে প্রার্থনা করি।

🎗️ এ ক্ষতি অপূরণীয়, এ শোক জাতির শোক।
একটি প্রজন্মের স্বপ্ন আজ নিভে গেলো অকালেই।
তবুও প্রার্থনা করি—
আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং পরিবারকে ধৈর্য ধরার শক্তি দেন।

🕯️ আমরা ভুলে যাবো না...
#শোকস্তব্ধ_বাংলাদেশ

Address

Moghbazar
Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Imamul Evolution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imamul Evolution:

Share