25/10/2024
মিরাজ তার ক্যারিয়ার শুরু করছে ২০১৭ সালে
প্রায় ৭ বছর চলে গেছে এখন ও টপ অফ দা কেও হতে পারেনাই।টি ২০ তে নিয়মিত মুখ ও না।
সাকিব ২০০৬ এ শুরু করছে আর ৯ এ
জ্যাকব ওরাম
জ্যাক ক্যালিস
আফ্রিদি
গেইল
ফ্লিন্টপ
যুবরাজ
এদের সবাইকে টপকে র্যাংকিং এর রাজত্ব করছে,চরকি নাচন নাচাইছে উইন্ডিজরে উইন্ডিজ এর মাঠে,নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ম্যান অফ দা ম্যাচ ম্যান অফ দা সিরিজ হইছে।
প্রথম এওয়ে টেস্ট সিরিজ জয় করছে ওর অধিনায়কত্ব।
মিরাজকে ছোট করছিনা,কিন্তু সাকিব হতে চলে চলেছে, সিরিয়াসলি!এত্ত সোজা??
১৪০০০ রান ৭০০ উইকেট জোক্স মনে হয়?
ইম্প্যাক্ট এর দিক দিয়ে স্যার ইয়ান বোথাম এর পর টেস্ট ২য় সেরা অলরাউন্ডার।
অডিয়াইতে ১ নাম্বার,ক্যালিস সম্ভবত ২এ।
টি ২০ তে ২৫০০ রান ১৪০ উইকেট
আসলেই??
ক্যারিয়ারের ৬৫ ভাগ উইকেট টপ ৮ দলের সাথে, বিশ্বকাপে ১৩০০ রান ৪০ উইকেট
টি ২০ বিশ্বকাপে ৭০০ রান আর মোস্ট উইকেট টেকার।
আসলেই মিরাজ সাকিব হইতাছে??
মিরাজ মিরাজ হক,সাকিব হতে পারবেনা কখনো না বিগত ২০ বছরে বিশ্বের কেও ছুতে পারেনাই সেখানে মিরাজ
[বহি:বিশ্বের লীগ বাদই দিলাম,সিপিএল এর মতন লীগে ৬ রানে ৬ উইকেট, ২ বার আইপিএল জয়ি,সিপিএল জয়ি,৪ বার বিপিএল ম্যান অফ দা টুর্নামেন্ট, প্রায় ১৫ টার মতন লীগ খেলছে বা আরও বেশি,ক্রিকেট এর জন্মলগ্ন থেইকা শুরু হওয়া কাউন্টি খেলছে ক্যারিয়ারের শুরুতে।লংকান লিগ,কানাডা লীগ,গ্লোবাল টি ২০ তে আইকন প্লেয়ার,মিরপুর থেইকা শুরু,হায়দ্রাবাদ, কলকাতা, সাসেক্স,রাওয়াল্পিন্ড,কলোমবো, স্যান্ট লুসিগা,দুনিয়ার প্রতিটা লীগ খেলছে বোঝা হইয়া খেলেনাই,রাজত্ব কইরা খেলছে।রাজার হালে খেলছে।
দেশের হইয়া ওর বাইঞ্চুদ টিম মেম্বার এর কারনে আজকে ট্রফিটা নাই]
মিরাজরে দেশের বাইরে কোন লীগে খেলতে দেখছেন?মিরাজ মিরাজই,সাকিবের বিকল্প বিশ্বেই নাই,আপনি মিরাজরে কিভাবে দেখেন?