08/08/2025
সাংবাদিকতা পড়তে চাও? একটু ভাবো আগে..."
এই দেশে সাংবাদিক হতে চাইলে আগে মাথায় রাখতে হবে—তোমার কলমের শব্দ কাউকে না কাউকে ক্ষেপিয়ে তুলবে।
আর সেটা যদি ভুল মানুষ হয়, তাহলে কলম ফেলে জীবন হাতে নিয়ে দৌড়াতে হবে!
সত্য বলার চেয়ে এখন নিরাপদ পেশা — ‘চাঁদাবাজি’।
বিশ্ববিদ্যালয়ে গিয়ে ‘চাঁদাবাজি ও আত্মরক্ষার কৌশল’ নামক বিভাগ খোলার দাবি উঠতেই পারে।
কারণ এখানে মেধা, পরিশ্রম, সততা সব শেষ পর্যন্ত একটা চাপাতির নিচে থেমে যেতে পারে।
আর পরিবার? তারা কেবল খবরের শিরোনাম হয়ে থাকে, “সাংবাদিক খুন”।
সব জায়গায় যুদ্ধ করে জেতা যায় না।
কখনও কখনও পিছু হটা মানেই বেঁচে ফেরা।