Omar Faruk

Omar Faruk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Omar Faruk, Digital creator, Mirpur, Dhaka.

08/08/2025

সাংবাদিকতা পড়তে চাও? একটু ভাবো আগে..."

এই দেশে সাংবাদিক হতে চাইলে আগে মাথায় রাখতে হবে—তোমার কলমের শব্দ কাউকে না কাউকে ক্ষেপিয়ে তুলবে।
আর সেটা যদি ভুল মানুষ হয়, তাহলে কলম ফেলে জীবন হাতে নিয়ে দৌড়াতে হবে!

সত্য বলার চেয়ে এখন নিরাপদ পেশা — ‘চাঁদাবাজি’।
বিশ্ববিদ্যালয়ে গিয়ে ‘চাঁদাবাজি ও আত্মরক্ষার কৌশল’ নামক বিভাগ খোলার দাবি উঠতেই পারে।

কারণ এখানে মেধা, পরিশ্রম, সততা সব শেষ পর্যন্ত একটা চাপাতির নিচে থেমে যেতে পারে।
আর পরিবার? তারা কেবল খবরের শিরোনাম হয়ে থাকে, “সাংবাদিক খুন”।

সব জায়গায় যুদ্ধ করে জেতা যায় না।
কখনও কখনও পিছু হটা মানেই বেঁচে ফেরা।

miss you all brother
04/08/2025

miss you all brother

এই ছবিটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে কে কে বলতে পারবেন??
02/08/2025

এই ছবিটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে কে কে বলতে পারবেন??

02/08/2025

কিছু মানুষ আপনাকে অপছন্দ করবে, অথচ আপনি তাদের কোনো ক্ষতিই করেননি।
কারণ অপছন্দের শিকড় থাকে প্রতিহিংসা আর অহংকারে।
মনে রাখবেন, অপছন্দও এক ধরনের মানসিক অসুস্থতা।
আপনার কাজ হলো নিজেকে সৎ রাখা, বাকিটা সময়ের হাতে ছেড়ে দেওয়া। ✅

24/07/2025

এই দেশের মানুষ সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজী করে কিন্তু Coca-cola খায় না, কারণ Coke খাওয়া হারাম! 😎

17/07/2025

বলটা যখন পায়ে থাকে, তখন সিদ্ধান্তটা পুরোপুরি তোমার—জীবনের মতোই।"

17/07/2025

ফুটবল খেলা। Mirpur Kings Fc vs Other Team।
আলহামদুলিল্লাহ Mirpur king win ✌️
বৃষ্টি এবং ফুটবল খুবই আনন্দের।

13/07/2025

নেতা বড় হতে পারেন, কিন্তু জাহান্নামের টিকিট না।

একটি ভিডিওতে দেখলাম—একজন নেতা মঞ্চে উঠছেন, তার আগেই এক কর্মী বলে উঠলো:
"এই নেতা যদি জাহান্নামে যেতে বলেন, তবুও আমরা তার সাথে যাব!"
আর নেতা সেই কথায় সম্মতি জানিয়ে হাত নাড়িয়ে অভিবাদন দিচ্ছেন!

ভাই, ক্ষমতা আর চাটুকারিতার এমন ভয়ংকর মিলন দেখলে আতঙ্ক লাগে—
মানুষ কতটা অন্ধ হলে এমন কথা বলতে পারে, আর এক নেতা কতটা বিবেকহীন হলে এতে গর্ববোধ করে?

নেতা হতে পারে যোগ্য, প্রিয় কিংবা সাহসী—
কিন্তু কেউই আমাদের ঈমানের জায়গায় বসতে পারে না।
নেতাকে সম্মান করা যায়, কিন্তু ঈমান বিকিয়ে নয়।

আমরা যদি আবারও চোখ না খুলি, যদি বিবেক জাগ্রত না করি—
তাহলে অন্ধ আনুগত্যের এই স্রোত একদিন পুরো জাতিকে ডুবিয়ে দেবে।

"পাঞ্জাবির লালটা হৃদয়ের আবেগ, আর বাইকের নীলটা আমার গতির প্রতিচ্ছবি!" ❤️💙🏍
05/07/2025

"পাঞ্জাবির লালটা হৃদয়ের আবেগ, আর বাইকের নীলটা আমার গতির প্রতিচ্ছবি!" ❤️💙🏍

02/07/2025

Address

Mirpur
Dhaka

Telephone

+8801714562192

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Omar Faruk:

Share