26/10/2025
খুলনা রেলস্টেশনের চিত্রটা যেন হঠাৎ বদলে গেল কারণ একটাই, রেল সচিব ফাহিমুল ইসলামের আগমন। সাধারণ দিনে যেখানে ময়লা-আবর্জনায় ভরা প্লাটফর্ম, চারপাশে আড্ডায় ভরা বাহিরের লোকজন সেই জায়গাটা রাতারাতি চকচকে হয়ে উঠল।
গতকাল রাতে রেল সচিবের খুলনা সফরকে ঘিরে স্টেশনটিতে শুরু হয় বিশেষ প্রস্তুতি। পুরো স্টেশনজুড়ে অতিরিক্ত পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়, প্রতিটি প্লাটফর্মে বসানো হয় ডাস্টবিন, এমনকি বাহিরের লোকদের প্লাটফর্মে প্রবেশ বা আড্ডাবাজি, ধূমপান নিষিদ্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর, যেন স্টেশনটি কয়েক ঘণ্টার জন্য নতুন রূপে সেজে উঠেছিল।
কিন্তু প্রশ্ন থেকে যায় এই ব্যবস্থা কি শুধুই উচ্চপদস্থ কর্মকর্তার আগমনের সময়ের জন্য? সাধারণ যাত্রীরা কি এমন পরিবেশ পাওয়ার অধিকার রাখে না? বছরের পর বছর যাত্রীরা
ভোগে ময়লা, দুর্গন্ধ, অপর্যাপ্ত বসার জায়গা, আর নিরাপত্তাহীনতায় যেখানে কেউ খোঁজ নেয় না। অথচ কোনো কর্মকর্তা এলে বদলে যায় দৃশ্যপট, যেন একদিনের জন্যই বাংলাদেশ রেলওয়ে হয়ে ওঠে আদর্শ প্রতিষ্ঠান।
এ যেন এক চেনা বাস্তবতা জনগণের অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানে জনগণেরই সুবিধা সবচেয়ে কম অগ্রাধিকার পায়। যাত্রীদের জন্য নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা কিংবা শৃঙ্খলা এসব বাস্তবে দেখা যায় না। কিন্তু সচিব এলে রাতারাতি বদলে যায় সবকিছু, যেন সাধারণ দিনের অগোছালো অবস্থা ঢেকে রাখা হয় পরিপাটি রঙে।
আমাদের কবে গুরুত্ব দেওয়া হবে? সচিব না এলে কি স্টেশনটা পরিস্কার থাকবে না?”
যদি এক সফরেই এত পরিবর্তন সম্ভব হয়, তাহলে সারা বছর এভাবে রাখা কেন নয়?
শেষে খুলনা সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেল সচিব ফাহিমুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকা পদ্মাসেতু হয়ে আরও নতুন ট্রেন চালুর পরিকল্পনা করা হচ্ছে।
যাত্রীরা আশাবাদী, যেন এই পরিকল্পনা শুধু ঘোষণা নয়—বাস্তব পরিবর্তনের সূচনা হয় খুলনার রেল যোগাযোগে।