Priya's Little World

Priya's Little World Just a girl sharing her truth — raw, real, and honest.🤗🌸

জীবনে সুখ শান্তি খুঁজে পাইনি, শুধু ধৈর্যে বেঁচে আছি.এই পৃথিবীতে আজ অব্দি সত্যিকারের সুখ বা শান্তি পাইনি। কিন্তু তারপরও আ...
24/06/2025

জীবনে সুখ শান্তি খুঁজে পাইনি, শুধু ধৈর্যে বেঁচে আছি.

এই পৃথিবীতে আজ অব্দি সত্যিকারের সুখ বা শান্তি পাইনি। কিন্তু তারপরও আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি, তিন বেলা খেতে পারছি – এতটুকুর জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।
জানি, এই দুনিয়াতে সবারই কোনো না কোনো দুঃখ কষ্ট আছে। তবে যার কষ্ট, সে-ই সেটা সবচেয়ে বেশি বোঝে। আমিও আমারটা বোঝি – অনেক কিছু চোখের সামনে ঘটে, যা কাউকে বলা যায় না, কাউকে বোঝানোও যায় না।

অনেককেই আপন ভেবে কাছে টেনে নিই, ভাবি ওরা বুঝবে। কিন্তু সময় গেলে বোঝা যায় – এই দুনিয়াতে কেউ আসলেই কারো না। যাদের বিশ্বাস করে কষ্ট শেয়ার করি, তারাই সুযোগ পেলে আরও কষ্ট দেয়, মজা নেয়, ব্যথায় হাসে।
বিগত কিছু মাস আমার জীবনে একের পর এক ঝড় এসেছে। এমন সব মুহূর্ত গেছে – যেখানে বুকের ভেতর হাহাকার আর চোখের জলে দিন কেটেছে। কিন্তু মুখে কিছু বলিনি। কারণ, কেউ বোঝে না। বোঝার চেষ্টাও করে না।

এখন একটা জিনিস খুব ভালো করে বুঝেছি – এই দুনিয়া আসলে কিছুই না। আমরা যাদের জন্য কাঁদি, যাদের জন্য কষ্ট পাই – তারাই এক সময় এমনভাবে দূরে সরে যায় যেন কখনো চেনেই না।
তাই এখন চুপচাপ, আল্লাহকে মনে রেখে ধৈর্য ধরে চলছি। আমার ভাঙা মন, আমার যন্ত্রণা – এগুলোর সাক্ষী শুধু আমি আর আমার প্রিয় প্রভু আল্লাহ। আর কারো দরকার নেই জানারও না বোঝার।

সকাল ৭টা থেকে রাত ৯টা – একরাশ দায়িত্ব, একরাশ স্বপ্ন।অফিস, ডিউটি, টিউশন – সব কিছুর মাঝেও নিজেকে বলি:আলহামদুলিল্লাহ, আমি ...
18/06/2025

সকাল ৭টা থেকে রাত ৯টা – একরাশ দায়িত্ব, একরাশ স্বপ্ন।
অফিস, ডিউটি, টিউশন – সব কিছুর মাঝেও নিজেকে বলি:
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
নিজের যত্ন নিজেই রাখি, নিজের হাসির কারণ নিজেই হই।
কাজের মধ্যে থেকেও হারিয়ে যাই না, বরং নিজেকে খুঁজে পাই।❤️

Never in my wildest dreams did I think my sweet students would surprise me in such an adorable and heartwarming way! 🥰
14/06/2025

Never in my wildest dreams did I think my sweet students would surprise me in such an adorable and heartwarming way! 🥰

গরমে রোদের রাজত্ব দেখে ভাবলাম কাপড়গুলোকে একটু রোদ দেখাই। সব বের করতেই শিয়াল মামার আবির্ভাব — একটুখানি বৃষ্টি নিয়ে! এ ...
09/06/2025

গরমে রোদের রাজত্ব দেখে ভাবলাম কাপড়গুলোকে একটু রোদ দেখাই। সব বের করতেই শিয়াল মামার আবির্ভাব — একটুখানি বৃষ্টি নিয়ে! এ বৃষ্টি বুঝি রোদকেও ঈর্ষা করে 😑

08/06/2025

Ajaira pok pok na Korle mone Shanti Lage na 😐

💛❤️
06/06/2025

💛❤️

একসাথে সামনের তিনটার দাঁত রুট ক্যানেল করতে হচ্ছে। তাও ঈদের আগে .....এই কোরবানি ঈদের  আমার গরুর গোস্ত খাওয়া হবে না 🙂ঈদ ম...
04/06/2025

একসাথে সামনের তিনটার দাঁত রুট ক্যানেল করতে হচ্ছে। তাও ঈদের আগে .....এই কোরবানি ঈদের আমার গরুর গোস্ত খাওয়া হবে না 🙂
ঈদ মোবারক 🐂

I painted after a long time. I've forgotten a lot, as is expected when you're out of practice. 🤷🏻‍♀️
01/06/2025

I painted after a long time. I've forgotten a lot, as is expected when you're out of practice. 🤷🏻‍♀️

Address

Dhaka

Telephone

+8801401278901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priya's Little World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priya's Little World:

Share