Deen Publication

  • Home
  • Deen Publication

Deen Publication বিশুদ্ধ বই | বিশুদ্ধ জ্ঞান

মোড়ক উন্মোচন উপলক্ষে পানির দামে বইদুটো একমাত্র মেলা থেকেই নেয়া যাবে! তাহলে আর চিন্তা কীসের?  চলে আসুন পরিবারসহ!  দেখা হব...
13/11/2024

মোড়ক উন্মোচন উপলক্ষে পানির দামে বইদুটো একমাত্র মেলা থেকেই নেয়া যাবে! তাহলে আর চিন্তা কীসের? চলে আসুন পরিবারসহ!

দেখা হবে ইনশা আল্লাহ।

মেলা যতদিন, ছাড় ততদিন!! আজ থেকে মেলার শেষদিন পর্যন্ত দ্বীন পাবলিকেশন এর সকল বইয়ে থাকবে ৪০% ছাড়!! ফিক্সড প্রাইসের বইয়ে থা...
25/10/2024

মেলা যতদিন, ছাড় ততদিন!!
আজ থেকে মেলার শেষদিন পর্যন্ত দ্বীন পাবলিকেশন এর সকল বইয়ে থাকবে ৪০% ছাড়!!
ফিক্সড প্রাইসের বইয়ে থাকবে ১০% ছাড়!!

বইমেলা শুরু হয়েছে। দ্বীন পাবলিকেশনের সকল বই পাওয়া যাবে ১০ নং স্টলে...
23/10/2024

বইমেলা শুরু হয়েছে।

দ্বীন পাবলিকেশনের সকল বই পাওয়া যাবে ১০ নং স্টলে...

কিছু কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোর ফযীলত অনেক। যেমন: জিহাদ, জামাতে নামাজ আদায়, জানাযায় শরীক হওয়া, একের পর হজ করা ইত্যাদি।...
22/10/2024

কিছু কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোর ফযীলত অনেক।
যেমন: জিহাদ, জামাতে নামাজ আদায়, জানাযায় শরীক হওয়া, একের পর হজ করা ইত্যাদি। সাধারণত নারীদের এ সকল ইবাদত করার সুযোগ হয় না। তাহলে কি নারীরা এ সকল ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত থাকবে? নারী সাহাবীদের মনেও এমন প্রশ্ন জেগেছিল। তখন নারীদের পক্ষ থেকে আসমা বিনতে ইয়াযিদ রাদিয়াল্লাহু আনহা নবীজির দরবারে গিয়ে আরজ করেন,
“হে আল্লাহর রাসূল, আমি আমার পেছনে উপস্থিত বড় এক মুসলিম নারীদলের প্রতিনিধি। আমার কথাই তাদের কথা। আমার মতই সবার মত। আমার আবেদন হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে নারী-পুরুষ উভয়ের জন্যই রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আমরা আপনার উপর ঈমান এনেছি এবং আপনার অনুসরণ করি। আমরা নারীরা ঘরে পর্দায় থাকি। পুরুষের জৈবিক চাহিদা পূরণ করি। তাদের সন্তান-সন্ততির দেখভাল করি। পুরুষরা জামাতের সাথে নামাজ আদায় করে। রোগী দেখতে যায়। জানাযায় শরীক হয়। জিহাদে অংশ নেয়। একের পর এক হজ করে। এসব কারণে তো তারা নেক কাজে আমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাচ্ছে। পুরুষরা জিহাদে বের হলে আমরা তাদের ধন-সম্পদের হেফাজত করি। তাদের সন্তানদের লালন-পালন করি। তাদের নেকী ও প্রতিদানে কি আমাদের অংশ থাকবে?”
নবীজি তখন সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, দ্বীনি বিষয়ে তোমরা কি কোনো নারীকে এর চেয়ে সুন্দর প্রশ্ন করতে শুনেছ?
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নারীকে লক্ষ্য করে বললেন,
“তুমি আমার কথা ভালোভাবে অনুধাবন করো এবং অন্যান্য মহিলাদেরও এ কথা জানিয়ে দাও যে, স্বামীর সাথে সদাচরণ করা, তার সন্তুষ্টি কামনা করা, আদেশ মান্য করা ও তার পছন্দনীয় কাজ করা, এ সকল আমলের (অর্থাৎ জিহাদ, জামাতে নামাজ আদায়, একের পর এক হজ করা ইত্যাদির) সমতুল্য সওয়াব ও মর্যাদা রাখে।”
এ কথা শুনে হযরত আসমা রা. আল্লাহু আকবার বলতে বলতে উঠে দাঁড়ালেন এবং খুশী মনে কালিমা পড়তে পড়তে ফিরে গেলেন।
অর্থাৎ, স্বামী ঘরে আছে, স্ত্রী তার সঙ্গে সদাচরণ করছে; সালাতে যাচ্ছে, স্ত্রী তার প্রয়োজনীয় সরঞ্জাম এগিয়ে দিচ্ছে; স্বামী জিহাদে বের হবে, স্ত্রী পাথেয় গুছিয়ে বিদায় দিচ্ছে; স্বামী হজে গমন করেছে, স্ত্রী সংসারে থেকে সন্তানদের আগলে রাখছে, সম্ভ্রম রক্ষা করছে, সম্পদের হেফাজত করছে; তাহলে আশা করা যায়, স্বামী সালাতের জন্য জামাতে শরীক হয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ ও অন্যান্য আমল করে যে সওয়াব অর্জন করবে, স্ত্রীও সেই সওয়াব লাভ করবে, ইনশাআল্লাহ। কেননা একজন আদর্শ স্ত্রী স্বামীর এই অধিকারগুলোর প্রতি অবশ্যই যত্নবান থাকবেন।

এক মলাটে জান্নাত লাভের ৩৫০+ আমল।
এখন ৩৫% ছাড়ে পাওয়া যাচ্ছে.
দ্বীন পাবলিকেশন

আজ থেকে শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বইমেলা, ২০২৪স্থানঃ বায়তুল মোকাররম পূর্ব গেইট, ঢাকা স্টল নং ১০ আপনারা আসছেন তো?
22/10/2024

আজ থেকে শুরু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বইমেলা, ২০২৪

স্থানঃ বায়তুল মোকাররম পূর্ব গেইট, ঢাকা

স্টল নং ১০

আপনারা আসছেন তো?

আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সা. বলেছেন, “কোনো মুমিন যদি অপর ভাইয়ের কোনো দোষ দেখে এবং সেটা গোপন রাখে, ...
04/10/2024

আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সা. বলেছেন,

“কোনো মুমিন যদি অপর ভাইয়ের কোনো দোষ দেখে এবং সেটা গোপন রাখে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন।”

অন্য হাদিসে এসেছে,

‘যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ গোপন রাখবে, কিয়ামত দিবসে আল্লাহ তার দোষ-ত্রুটিও গোপন রাখবেন।’

প্রত্যেক মুমিনের একান্ত কামনা রাসূলের সঙ্গ লাভে ধন্য হওয়া। পৃথিবীতে এ সৌভাগ্য হয়েছিল একমাত্র সাহাবায়ে কেরামের। পরবর্তী উ...
03/10/2024

প্রত্যেক মুমিনের একান্ত কামনা রাসূলের সঙ্গ লাভে ধন্য হওয়া। পৃথিবীতে এ সৌভাগ্য হয়েছিল একমাত্র সাহাবায়ে কেরামের। পরবর্তী উম্মতের জন্য আল্লাহর রাসূল রেখে গেছেন কুরআন ও সুন্নাহ। তবে অনাগত উম্মতের জন্য তাঁর হৃদয়ে ছিল অকৃত্রিম ভালোবাসা। রাসূলকে না দেখেও তার বর্ণিত কিছু কিছু কথার উপর আমল করলে উম্মতে মুহাম্মাদী কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ করবে। এমন একটি বিষয় হলো উত্তম চরিত্র।

এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন,

“একবার রাসূল সা. বললেন, আমি কি তোমাদের ঐ ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কেরাম চুপ রইলেন। নবীজি একই প্রশ্ন করলেন দুই বা তিনবার। তখন তারা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, সে হলো ঐ ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর।”

[আমল ৩০৮] সুন্দর চরিত্রের ব্যক্তি পাবে জান্নাতে রাসূলের সহচার্য

বই - জান্নাত লাভের আমল
মূল শাইখ আহমাদ মুস্তফা মুতাওয়াল্লী হাফি.
ভাষান্তর ও সম্পাদনা মুফতি হাসান শুয়াইব
বইয়ের ধরনঃ হার্ডকাভার, ডায়েরী বাইন্ডিং
দ্বীন পাবলিকেশন

বই আমাদের বাংলাবাজার কাউন্টারে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। অর্ডার করতে ইনবক্সে নক দিন অথবা কমেন্ট করুন। কী নিয়ে জান্নাত ল...
23/09/2024

বই আমাদের বাংলাবাজার কাউন্টারে চলে এসেছে, আলহামদুলিল্লাহ।

অর্ডার করতে ইনবক্সে নক দিন অথবা কমেন্ট করুন।

কী নিয়ে জান্নাত লাভের আমল বইটি ?

আল কুরআনের যে যে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের কথা বলেছেন এবং যে সকল হাদিসে আল্লাহর রাসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তা অত্যন্ত যত্নের সাথে সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে।

>> কুরআনের আলোকে জান্নাতের সুসংবাদসমূহ
>> ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত
>> নামাজ - জান্নাতের চাবিকাঠি
>> সিয়াম: মুমিনের ঢালস্বরূপ
>> হজ-উমরায় মেলে জান্নাতের সুসংবাদ
>> কুরআন তিলাওয়াতে মেলে জান্নাতের সুসংবাদ
>> জিহাদ - শাহাদাত
>> জিহাদের ন্যায় ফযীলতপূর্ণ আমলসমূহ
>> ইস্তিগফার
>> সন্তান প্রতিপালনে জান্নাতের সুসংবাদ
>> জান্নাত লাভের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্ট
>> যে বিশেষ আমলে নারীরা হবে জান্নাতি
>> নারীরা কীভাবে জিহাদের সওয়াব পাবে?
>> জান্নাতের সুসংবাদের তাসবীহসমূহ
>> উত্তম চরিত্র: সবচেয়ে ওজনদার আমল
>> যেসব আমলে তাহাজ্জুদের সমান সওয়াব পাওয়া যায়
>> যেসব পাপ নীরবে আমল ধ্বংস করে
>> হ্যাপি এন্ডিং

দ্বীন পাবলিকেশন

এক সাহাবী একদিন আল্লাহর রাসূলের নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা একটি বেদুঈন গোত্র, আমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দ...
22/09/2024

এক সাহাবী একদিন আল্লাহর রাসূলের নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা একটি বেদুঈন গোত্র, আমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিন যার দ্বারা আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন।
নবীজি বললেন, কোনো ভালো কাজ তুচ্ছ ভেবে ছেড়ে দিও না। হোক তা কাউকে রশির একটি টুকরো দান করা কিংবা নিজের পাত্র থেকে অন্যের পাত্রে কিছু পানি ঢেলে দেয়া, কিংবা মুসলিম ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা কিংবা নিঃসঙ্গ-বিষণ্ণ ব্যক্তিকে সঙ্গ দিয়ে তার বিষণ্ণতা দূর করা অথবা মূল্যহীন একটা জুতার ফিতা দান করা।
এই হাদিসে এমনকিছু জান্নাত লাভের আমলের কথা বলা হয়েছে, যা এতদিন আমরা অতি তুচ্ছভেবে আমলগুলো করতে আগ্রহ প্রকাশ করিনি কিংবা এড়িয়ে গেছি...
এক হাদিসে নবীজি বলেন, লোকটি ইতঃপূর্বে কখনো কোনো নেক আমল করেনি। (না সালাত আদায় করেছে, না রোজা রেখেছে। না আল্লাহর পথে জিহাদ করেছে, না দান-সাদাকা করেছে। না রাত জেগে কুরআন তিলাওয়াত করেছে। কিছুই না।) কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করলেন। কারণ, পথ থেকে একটি কাঁটাদার গাছের ডাল সে সরিয়ে দিয়েছিল।
আরেকটি হাদিসে নবীজি বলেন, পিপাসার যন্ত্রণায় মৃতপ্রায় একটি কুকুরকে পানি পান করানোর ফলে বনী ইসরাইলের একজন ব্যভিচারিণী নারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। অন্যদিকে, একজন মহিলা শুধু এই জন্য জাহান্নামী হয়েছে যে, সে একটি বিড়ালকে বেঁধে রেখে অনাহারে হত্যা করেছিল।
সুতরাং আপাত দৃষ্টিতে অতি তুচ্ছ কোনো ভালো কাজের সুযোগ পেলে সে সুযোগের সদ্ব্যবহার করা যেমন জরুরী; তেমনি মন্দ কাজ ক্ষুদ্র হলেও তা পরিহার করা জরুরী। কেননা, একটিমাত্র অপকর্ম মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে। অন্যদিকে একটি মাত্র ভালো কাজ মানুষকে নিয়ে যেতে পারে চিরসুখের নিবাস জান্নাতে।
আর তাই কীভাবে সমস্ত সৃষ্টি জগতের রব, আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, তার উপায়গুলো খুব চমৎকারভাবে দলীল এবং ব্যাখ্যাসহ বর্ণিত হয়েছে এই গ্রন্থে। বইটি পাবলিশ করেছে দ্বীন পাবলিকেশন।
শাইখ আহমাদ মুসতাফা মুতাওয়াল্লীর প্রতি আল্লাহ রহম করুন, আল কুরআনের যে সকল আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের উল্লেখ করেছেন, এবং যে সকল হাদিসে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি অত্যন্ত যত্নের সাথে এই বইয়ে সন্নিবেশিত করেছেন।
--------------------------------------------
বই: “জান্নাত লাভের আমল
বইয়ের ধরন : হার্ডকাভার, ডায়েরী বাইন্ডিং
লেখক: শাইখ আহমাদ মুস্তাফা মুতাওয়াল্লী হাফি.

অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন! 👇

 : কন্যাা সন্তাানদের প্রতিপাালনআয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, এক ভিখারিণী দুটি কন্যা সঙ্গে করে আমার কাছে এসে কিছু চাই...
21/09/2024

: কন্যাা সন্তাানদের প্রতিপাালন

আয়েশা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, এক ভিখারিণী দুটি কন্যা সঙ্গে করে আমার কাছে এসে কিছু চাইল।

আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছু ছিল না।

(এখানে, আমাদের সময়ের লোকদের জন্য একটা ভাবনার খোরাক আছে। ঠিক এই মুহূর্তে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে আমাদের ঘর হরেক পদের নাস্তার আইটেম কিংবা ফলমূলে ভর্তি। অথচ মা আয়েশার ঘরে, একটির বেশী খেজুর ছিল না!) আমি তাকে তা দিয়ে দিলাম।

খেজুরটি সে দুই ভাগ করে কন্যা দুজনকে দিয়ে দিল। তা থেকে সে নিজে কিছুই খেল না। এরপর সে উঠে বের হয়ে গেল।

তারপর নবীজি আমাদের কাছে এলে তাঁকে ঐ ঘটনা শোনালাম।

ঘটনা শুনে তিনি বললেন,

যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সঙ্কটাপন্ন হবে এবং সে তাদের সাথে সদ্ব্যবহার করবে। (অর্থাৎ যাকে এরূপ কন্যা সন্তানের ব্যাপারে কোনোরূপ পরীক্ষা করা হবে) সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল (পর্দা) হবে।” [সহিহ বুুখাারী : ১৪১৮]

বই: জান্নাত লাভের আমল
বইটি পাবলিশ করেছে দ্বীন পাবলিকেশন

 : সুন্দর চরিত্রের ব্যক্তি পাবে জান্নাতে রাসূলের সহচার্য প্রত্যেক মুমিনের একান্ত কামনা রাসূলের সঙ্গ লাভে ধন্য হওয়া। পৃথি...
19/09/2024

: সুন্দর চরিত্রের ব্যক্তি পাবে জান্নাতে রাসূলের সহচার্য

প্রত্যেক মুমিনের একান্ত কামনা রাসূলের সঙ্গ লাভে ধন্য হওয়া। পৃথিবীতে এ সৌভাগ্য হয়েছিল একমাত্র সাহাবায়ে কেরামের।

পরবর্তী উম্মতের জন্য আল্লাহর রাসূল রেখে গেছেন কুরআন ও সুন্নাহ। তবে অনাগত উম্মতের জন্য তাঁর হৃদয়ে ছিল অকৃত্রিম ভালোবাসা।

রাসূলকে না দেখেও তার বর্ণিত কিছু কিছু কথার উপর আমল করলে উম্মতে মুহাম্মাদী কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ করবে।

এমন একটি বিষয় হলো উত্তম চরিত্র।

এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন,

"একবার রাসূল সা. বললেন, আমি কি তোমাদের ঐ ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কেরাম চুপ রইলেন। নবীজি একই প্রশ্ন করলেন দুই বা তিনবার। তখন তারা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, সে হলো ঐ ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর।"।

বই: জান্নাত লাভের আমল
বইটি পাবলিশ করেছে দ্বীন পাবলিকেশন

আল কুরআনের যে যে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের কথা বলেছেন এবং যে সকল হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও...
18/09/2024

আল কুরআনের যে যে আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের কথা বলেছেন এবং যে সকল হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তা অত্যন্ত যত্নের সাথে সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে।

বইটির কিছু ডেমো কপি হাতে এসেছ। প্রচ্ছদ, বাঁধাই সবকিছুই মনের মতো হয়েছে, আলহামদুলিল্লাহ।

আমরা আগামী শনিবার থেকে অর্ডার নেয়া শুরু করব, ইনশাআল্লাহ।

বই জান্নাত লাভের আমল
দ্বীন পাবলিকেশন

Address


Alerts

Be the first to know and let us send you an email when Deen Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share