Ad Flare Agency

  • Home
  • Ad Flare Agency

Ad Flare Agency Let's Grow up your online business with our Ad Flare Agency! We do provide facebook and google ads. Whatssapp No: 8801798818987

We do creates personalized campaigns that elevate engagement, drive more conversions, and maximize your ROI.

Ongoing facebook ad campaign performance report,Niche: Cleaning serviceBudget type: low budget 1.5$ dailyCampaign Type: ...
26/11/2024

Ongoing facebook ad campaign performance report,

Niche: Cleaning service
Budget type: low budget 1.5$ daily
Campaign Type: video ads
Messaging Conversion: Quality Leads Coming

Want to grow your business in online! Just message me anytime 🥰

,

অনেকে ইনবক্সে এসে জিজ্ঞেস করে, ভাই, এতো ডলারের এ্যড ক্যাম্পেইন করলে কতো টাকার সেলস আসবে?ফেসবুকে এ্যড দেওয়ার ক্ষেত্রে সেল...
26/11/2024

অনেকে ইনবক্সে এসে জিজ্ঞেস করে, ভাই, এতো ডলারের এ্যড ক্যাম্পেইন করলে কতো টাকার সেলস আসবে?
ফেসবুকে এ্যড দেওয়ার ক্ষেত্রে সেলসের গ্যারান্টি ফেসবুক নিজেও দেয় না।
এখানে আমাদের বুঝতে হবে ফেসবুকের এলগোরিদম কিভাবে কাজ করে।
সংক্ষেপে বলতে গেলে, ফেসবুক এ্যড থেকে সেলস জেনারেট হওয়ার পেছনে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে অন্যতম হলো, কন্টেন্ট কোয়ালিটি, সঠিক অডিয়েন্স টার্গেটিং, যেই প্রোডাক্টের মার্কেটিং করবেন সেটার প্রয়োজনীয়তা এবং কাস্টমারের ইন্টারেস্ট।
যেমন-
আপনার প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেননি, এক কথায় টপ-নচ (top-notch)। কিন্তু আপনার কন্টেন্ট/এ্যড ক্রিয়েটিভ দেখে সেটা বুঝা যাচ্ছে না। তাহলে কিন্তু সেলস জেনারেট হওয়ার চান্স কমে যাবে।
কিভাবে আপনার প্রোডাক্ট কোনো একটা সমস্যার সমাধান করবে সেটা তুলে ধরতে হবে কন্টেন্টের মাধ্যমে।
মার্কেটে হিউজ কম্পিটিশন থাকবে, এক্ষেত্রে অডিয়েন্সকে বুঝাতে হবে কেন সে অসংখ্য সেলারের মধ্য থেকে আপনার কাছ থেকেই প্রোডাক্ট ক্রয় করবে। এজন্য আপনাকে হতে হবে ইনোভেটিভ। প্রতিযোগিতার এই যুগে আপনি যতবেশি ক্রিয়েটিভ এবং নতুন কিছু দিতে পারবেন, ততই সাফল্যের সম্ভাবনা বাড়বে।
সুতরাং, সেলসে ফোকাস না করে সঠিক মার্কেটিং স্ট্র‍্যাটেজিকাল অনুসরণের বিকল্প নেই, তাহলে সেলস এমনেই বেড়ে যাবে।

Facebook Ad Campaign New Update , Campaign Type: Engagement Ad Quality Ranking: performance goodReach , impression: Also...
08/10/2024

Facebook Ad Campaign New Update ,

Campaign Type: Engagement Ad
Quality Ranking: performance good
Reach , impression: Also Good
Interest to Run Professional meta Ads for your business:

Contact us at whatsapp this number: 01798818987 or inbox us anytime 😍

Ad Campaign Project Update: Performance seems very good. This ad has reached thousands of potential buyers. Impressions ...
23/09/2024

Ad Campaign Project Update: Performance seems very good. This ad has reached thousands of potential buyers. Impressions and CPC are also very good.

Want to grow your Online Business Impressively though professional Facebook ads! Just knock me at inbox.

Digital marketing এর যুগে Facebook marketing ব্যবহার করে কিভাবে আপনার Business এর উন্নতি করবেন???⚠️Boost নাকি Facebook A...
17/09/2024

Digital marketing এর যুগে Facebook marketing ব্যবহার করে কিভাবে আপনার Business এর উন্নতি করবেন???⚠️

Boost নাকি Facebook Ads?? Ad campaign কি??
কেনো করবেন??🤔

কিভাবে আপনার বিজনেস এর জন্য Ads campaign করবেন???কিভাবে খুব কম সময়ে আপনার ব্যবসার পরিধি বাড়াবেন???🤔
ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে বড় Platform Facebook marketing আপনি এই Platform টা কাজে লাগিয়ে খুব অল্প সময়ে আপনার ব্যবসার প্রচার পরিধি বাড়াতে পারবেন।কারন Facebook খুব শক্তিশালী Ads platform।

যার মাধ্যমে শুধু বাংলাদেশেই তিন কোটি মানুষকে রিচ করা সম্ভব। 🤗
কিন্তুু প্রশ্ন হচ্ছে?? সবাই কি এই শক্তিশালী platform টা কাজে লাগাতে পারছে???🤔নাকি শুধুমাত্র Boost এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে??⚠️

তাই এই advanced ডিজিটাল মার্কেটিং এর যুগে শুধুমাত্র Boost না করে Facebook ads run করুন।সঠিক facebook Strategy তে Ad run করে আপনার ব্যবসা উন্নতি করতে পারেন।

কারন Facebook ads ব্যবহার করে advanced ওয়েতে আপনি আপনার Audience কে টার্গেট করতে পারবেন।

যেটা খুব কম সময়ে আপনার ব্যবসার প্রচারে সাহায্য করবে। 🤗🤗

এড ক্যাম্পেইন প্রোফেশনালি ভাবে ম্যানেজমেন্ট করার জন্য কমেন্ট অথবা মেসেজ করুন আমাকে! 😍🙌

বর্তমানে একটি চলমান মেটা এড ক্যাম্পেইন প্রজেক্ট!পারফর্মেন্স খুবই সুন্দর হচ্ছে।আপনার বিজনেসের জন্য এড ক্যাম্পেইন প্রয়োজন ...
17/09/2024

বর্তমানে একটি চলমান মেটা এড ক্যাম্পেইন প্রজেক্ট!
পারফর্মেন্স খুবই সুন্দর হচ্ছে।

আপনার বিজনেসের জন্য এড ক্যাম্পেইন প্রয়োজন হলে আমাদের জানাতে পারেন। ইনশাল্লাহ সব ধরণের হেল্প করা হবে অনলাইনে সাসটেইনেবল গ্রোথের জন্য। অবশ্যই এড ক্যাম্পেইনে সার্ভিস চার্জ

বর্তমানে নতুন একটি এডের প্রজেক্ট চলমান,,  আলহামদুলিল্লাহ ভাল রেসপন্স পাচ্ছি 😇🤩
06/09/2024

বর্তমানে নতুন একটি এডের প্রজেক্ট চলমান,, আলহামদুলিল্লাহ ভাল রেসপন্স পাচ্ছি 😇🤩

আসসালামু আলাইকুম সকলকে!আমাদের এজেন্সিতে বর্তমান এড ক্যাম্পেইন চলমান। প্রফেশনালি ফেসবুক বুস্ট/ এড ক্যাম্পেইন চালাতে চাইলে...
04/09/2024

আসসালামু আলাইকুম সকলকে!
আমাদের এজেন্সিতে বর্তমান এড ক্যাম্পেইন চলমান। প্রফেশনালি ফেসবুক বুস্ট/ এড ক্যাম্পেইন চালাতে চাইলে আমাদের ম্যাসেজে নক করতে পারেন।
বিঃদ্রঃ এড বুস্টিং এ সার্ভিস চার্জ এবং ট্যাক্স আলাদা ভাবে দিতে হবে।

যোগাযোগ করুন ঃ 01798-818987 (what'sapp number)

12/07/2024

ফেসবুক এডসে তিনটি প্রধান টার্গেটিং ক্যাটাগরি রয়েছে: ডেমোগ্রাফিকস (Demographics), ইন্টারেস্ট (Interest), এবং বিহেভিয়র্স (Behaviors)।

1. ডেমোগ্রাফিকস (Demographics)
ডেমোগ্রাফিকস হল মানুষের বয়স, লিঙ্গ, শিক্ষাগত অবস্থা, কর্মস্থল, বৈবাহিক অবস্থা ইত্যাদি তথ্য। এই তথ্যগুলো ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল থেকে সংগ্রহ করে।

এই ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ফেসবুক এলগরিদম ব্যবহারকারীদের বিভিন্ন ডেমোগ্রাফিক ক্যাটেগরি তৈরি করে, যেমন বয়স গ্রুপ, লিঙ্গ, শিক্ষা স্তর, পেশা ইত্যাদি।

বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট ডেমোগ্রাফিক ক্যাটেগরি নির্বাচন করতে পারে।

উদাহরণ:
1. বয়স (Age): বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট বয়সের গ্রুপ যেমন 18-24, 25-34, 35-44, 45-54, 55-64, এবং 65+ ব্যবহারকারীদের টার্গেট করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি কসমেটিক্স কোম্পানি তাদের পণ্য প্রচার করতে 18-34 বয়সের নারীদের টার্গেট করতে পারে।

2. লিঙ্গ (Gender): বিজ্ঞাপনদাতারা পুরুষ, মহিলা বা অন্যান্য লিঙ্গ পরিচয়ের ব্যবহারকারীদের টার্গেট করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি পুরুষের পোশাকের ব্র্যান্ড তাদের বিজ্ঞাপন শুধুমাত্র পুরুষদের টার্গেট করতে পারে।

3. অবস্থান (Location): বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট দেশ, শহর বা এলাকার ব্যবহারকারীদের টার্গেট করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি স্থানীয় রেস্টুরেন্ট তাদের বিজ্ঞাপন শুধুমাত্র নির্দিষ্ট শহরের বাসিন্দাদের দেখাতে পারে।

4. শিক্ষা (Education): বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট শিক্ষাগত স্তরের ব্যবহারকারীদের টার্গেট করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি উচ্চশিক্ষার কোর্স প্রচারের জন্য স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষিতদের টার্গেট করা যেতে পারে।

5. পেশা (Job Title): বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট পেশার ব্যবহারকারীদের টার্গেট করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি সফটওয়্যার কোম্পানি তাদের পণ্য শুধুমাত্র তথ্য প্রযুক্তি পেশাজীবীদের টার্গেট করতে পারে।

6. সম্পর্কের অবস্থা (Relationship Status): বিজ্ঞাপনদাতারা অবিবাহিত, বিবাহিত, সম্পর্কযুক্ত, অথবা বিচ্ছিন্ন ব্যবহারকারীদের টার্গেট করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি বিবাহ পরিকল্পনার কোম্পানি তাদের বিজ্ঞাপন শুধুমাত্র বিবাহিত বা সম্পর্কযুক্ত ব্যক্তিদের টার্গেট করতে পারে।

2. ইন্টারেস্ট (Interest)
ইন্টারেস্ট হল ব্যবহারকারীদের পছন্দ এবং আগ্রহ। ফেসবুক ব্যবহারকারীদের লাইক, শেয়ার, এবং ফলো করা পেজ এবং কন্টেন্টের ভিত্তিতে তাদের আগ্রহ সম্পর্কে জানে।

এই ডেটা প্রসেস করে ফেসবুক এলগরিদম ব্যবহারকারীদের বিভিন্ন আগ্রহের ক্যাটেগরি তৈরি করে, যেমন স্পোর্টস, টেকনোলজি, ট্রাভেল, ফুড ইত্যাদি।

বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট আগ্রহের ক্যাটেগরি নির্বাচন করতে পারে।

আপনি কি সঠিক ভাবে প্রফেশনালি ফেসবুকে এড দিতে চান ? 😉😉 🔥🔥 বর্তমানে অনলাইন বিজনেস গ্রোথের জন্য ফেসবুক এবং ইন্সটাগ্রাম এডের...
12/07/2024

আপনি কি সঠিক ভাবে প্রফেশনালি ফেসবুকে এড দিতে চান ? 😉😉

🔥🔥 বর্তমানে অনলাইন বিজনেস গ্রোথের জন্য ফেসবুক এবং ইন্সটাগ্রাম এডের বিকল্প নেই।

আমি তামজিদ হাসান এবং আমার Ad Flare Agency আপনার বিজনেসকে সহায়তা করবে Data Driven Facebook Ads optimization এর মাধ্যমে কাঙ্ক্ষিত কাস্টমারদের নিকট আপনার সেবা বা পণ্যটি পৌঁছাতে। 😍😍

আমাদের ৩ বছরের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ফেসবুক পেইজ ব্যবসাকে পর্যালোচনা করে এবং আলোচনার মাধ্যমে সঠিক ভাবে এবং সঠিক অডিয়েন্সের নিকট ফেসবুক এড প্রচারণা করা হবে।

আমরা ডেডিকেডেট এড একাউন্ট এবং অথোরাইজড এড একাউন্ট কার্ড ব্যবহার করি যার ফলে রেস্ট্রিকশনের কোন ভয় নেই।

আমাদের সার্ভিস সমূহঃ
✅Facebook Ad Campaigns for facebook and instagram networks ,
✅Sales Funnel wise facebook Ad Creation,
✅Research Right Audience , Behaviors and setup Targeted Locations,
✅Competitor Analysis,
✅Budgets Optimizations both daily and lifetime budgets,
✅Website Traffic Ads,
✅Sells Ads/ Catalog Ads,
✅Brand Awareness Ads,
✅Facebook and Youtube video promotion,
✅App promotion,
✅Cloth products promotion,
✅Health products promotion,
✅Service Based Business promotion
✅Facebook Like Campaign Ads,
✅Remarketing Ads,
✅setup saved audience,
✅Content Optimization,
✅Right Hashtag Research,
✅Setup Facebook Pixel through websites,
✅Create Facebook business account
✅And many of more

যদি আপনার বিজনেস অথবা ব্র্যান্ড নতুন হয়ে থাকে আপনি মান্থলি বেসিসে ফেসবুক এডের কাজ করাতে পারবেন।

পেমেন্টঃ বিকাশের মাধ্যমে দিতে হবে , এড একটিভ করার পর পেমেন্ট দিতে পারবেন।

নোটঃ মিনিমাম ১০ ডলার এড দিতে হবে। রেকোমেন্ডেড হলো ডেইলি ২ - ৩ ডলার এড বাজেট রাখা ভাল স্পীড পাওয়ার জন্য।

Contact us:
Whatsapp number: 01798-818987 (feel free to messaging us)

or Click Message Button for Message us ☺️

Let's connect with Ad Flare Agency Now 🔥🔥

সঠিক ভাবে এড ক্যাম্পেইন করলে সেলস এবার আসবেই 🔥🔥 বর্তমানে অনলাইনে বিশেষ করে ফেসবুকে সঠিক ভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রোপ...
09/07/2024

সঠিক ভাবে এড ক্যাম্পেইন করলে সেলস এবার আসবেই 🔥🔥

বর্তমানে অনলাইনে বিশেষ করে ফেসবুকে সঠিক ভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রোপার মার্কেটিং স্কিল মোতাবেক প্রফেশনাল ভাবে এড ক্যাম্পেইন রান করার বিকল্প নেই। বাংলাদেশের যেসকল টপ লেভেল ব্র্যান্ড যেমনঃ ইউনিলিভার, চালডাল, ফুড পান্ডা সহ সকল প্রতিষ্ঠান সঠিক ভাবে সঠিক টারগেটিং সহকারে এড ক্যাম্পেইন পরিচালনা করে তাদের সেলস বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে। 😉😉

🔥🔥এড ক্যাম্পেইনের আরেকটি উপকারিতা হলো এর দ্বারা আপনার পেইজে কোয়ালিটি ট্রাফিক বাড়াতে এবং আসতে সক্ষম হবে। আপনার সেলস বৃদ্ধির অন্যতম হাতিয়ার হবে পেইজে কোয়ালিটি ট্রাফিক।

অন্যদিকে, ফেসবুক পেইজের ভিতর জেনারেল বুস্ট বাটনে ক্লিক করে যে কেউ সহজে বিজ্ঞাপন দিতে পারবে ঠিকি কিন্তু সঠিক সেলস ফানেল মোতাবেক সঠিক কাস্টমারের নিকট তা পৌঁছাতে পারবে না। এতে করে মেসেজ কোয়ান্টিন্টি অনুযায়ী অধিক মেসেজ আসবে তবে কোয়ালিটি সেলস আসবে না। কয়েকবার এই রকম বুস্ট বাটনে ক্লিক করে এড দিলে আপনার পেইজের কোয়ালিটি খারাপ হওয়া সহ পারমানেন্ট রেস্ট্রিকশনের রিস্ক থেকে যায়। 😣😣

😍😍তাই আমরা প্রফেশনালি ভাবে আপনার বিজনেস অনুযায়ী এড ক্যাম্পেইন পরিচালনা করব সঠিক ফানেলিং এবং সঠিক টারগেটিং সেট আপ করে। আমরা অথোরাইজড এড একাউন্ট এবং অথোরাইজড কার্ড ব্যবহার করি যার কারণে পেইজে রেস্ট্রিকশন আসার কোন ভয় থাকে না।

আমাদের সার্ভিস সমূহঃ

✅ফেসবুক পেইজ এবং ইন্সট্রাগ্রাম একাউন্টে এড দেওয়া,
✅ফানেলিং করে সঠিক ভাবে এড ক্যাম্পেইন পরিচালনা করবো,
✅প্রতিদিন বা সপ্তাহে এড পারফর্মেন্স রিপোর্ট প্রদান করবো,
✅বাজেট অপটিমাইজেশন করা হবে,
✅সঠিক ভাবে কীওয়ার্ড রিসার্চ করা হবে,
✅কনটেন্ট অপটিমাইজেশন করা হবে,
✅এড রান করার আগে সঠিকভাবে ফানেলিং করা হবে,
✅সঠিক অডিয়েন্স এবং সঠিক ডেমোগ্রাফিক টার্গেটটিং করে বিভিন্ন নেটওয়ার্কে এড দেয়া হবে,
✅ফেসবুক পিক্সেল সেট আপ,
✅ফেসবুক বিজনেস একাউন্ট সেট আপ,
✅ ফেসবুক ভিডিও প্রোমোশন,
✅ ইউটিউব চেনেল প্রোমোশন,
✅এছাড়াও অন্যান্য কাজের ধরণ অনুযায়ী।

বিঃদ্রঃ মিনিমাম ৮ দিনের এড দিতে হবে।

🧾 পেমেন্টঃ বিকাশের মাধ্যমে দিতে হবে , এড একটিভ করার পর পেমেন্ট দিতে পারবেন।

Contact us:
Whatsapp number: 01798-818987 (feel free to messaging us)
or Click Message Button for Message us ☺️

Let's connect with Ad Flare Agency Now 🔥🔥

🚀 বুস্ট ছাড়া আসলেই অনলাইনে বিজনেস স্কেল করা সম্ভব?? 🤔Let's explain:ধরুন আপনার ফেসবুকের মতো বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল...
07/07/2024

🚀 বুস্ট ছাড়া আসলেই অনলাইনে বিজনেস স্কেল করা সম্ভব?? 🤔

Let's explain:
ধরুন আপনার ফেসবুকের মতো বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। সেখানে 2 দলের মানুষ।

একদল আপনাকে প্রতিনিয়ত টাকা দিয়ে যাচ্ছে তাদের প্রোডাক্ট/সার্ভিস প্রমশনের জন্য, এক কথায় তাদের ব্যবসা বড় করার জন্য।
অন্য দল ফ্রীতে চেস্টা করছে আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে ফ্রীতে যেনো তাদের ব্যবসা বড় করতে পারে।

এখন আপনি কাদেরকে সুযোগ দিবেন?
যারা আপনাকে টাকা দিচ্ছে তাদের নাকি যারা ফ্রীতে করছে তাদের?
দিনশেষে ফেসবুকের লাভের অনেকটা অংশ আসে অ্যাডভারটাইজারদের থেকে।

ফেসবুক কখনো চাইবে না তার প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুককে টাকা না দিয়ে ফ্রিতে মানুষ তাদের ব্যবসাকে বড় করবে।
আরো একটা বাস্তব উদাহরণ দিই: অনেক বড় বড় ই-কমার্স পেজ আছে যাদের লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু কোনো প্রোডাক্ট পোস্ট দিলে সেটার রিচ অনেক কম। এমনটা কেনো হয়?
Because: "Nothing is free in the world."

টাকা ছাড়া বিজনেস হয় না। যারা বিজনেস স্কেল করতে চায় তারা অর্গানিক এর আশায় বসে থাকে না। তাদের প্রতিদিন হাজার হাজার ডলারের অ্যাড চলে।

যারা বলে বুস্ট ছাড়া অর্গানিক মার্কেটিং করে সেলস শেখাবো তাদের সেই পোস্টটাও বুস্ট মাইরা আপনার কাছে পৌঁছায় 😂

একমত অথবা দ্বিমত থাকলে কমেন্টে জানাতে পারেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ad Flare Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ad Flare Agency:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share